মাছ বাজারে ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে বিকালে ঘুরতে বের হয়েছিলাম।ঘোরাফেরা শেষে গিয়েছিলাম আমাদের শহরের একটি মাছ বাজারে। আমাদের শহরের এই মাছ বাজারটি নদীর মাছের জন্য বেশ জনপ্রিয়। অন্যান্য বাজার যেমন সকালের দিকে বসে। কিন্তু এই বাজারটি সম্পূর্ণ অন্যরকম। এই বাজারটি শুরু হয় বিকাল থেকে। সন্ধ্যার পরই মূলত বাজারটি জমে ওঠে। এই বাজারের মূল ক্রেতা হচ্ছে কর্মজীবী মানুষ জন। যারা বিভিন্ন জায়গায় চাকরি-বাকরি করেন তারা।

IMG_20220724_193231.jpg

IMG_20220724_193252.jpg

একটা সময় এই বাজারে মোটামুটি কম দামে নদীর মাছ পাওয়া যেতো। কিন্তু আস্তে আস্তে শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আসতে শুরু করায় মাছের দাম বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে এখন সেটা আকাশচুম্বী হয়ে গিয়েছে। শহরের মূল মাছ বাজার থেকেও এখানে মাছের দাম থাকে অনেক বেশি। আর এখন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ছোঁয়া এই বাজারেও লেগেছে। এমনিতেই এখানে মাছের দাম অনেক বেশি। তার উপর সবকিছুর দাম বেড়েছে এই অজুহাতে তারা মাছের দাম আরো এক দফা বাড়িয়েছে।

IMG_20220724_193247.jpg

IMG_20220724_193154.jpg

তবে এই বাজার থেকে সব সময় মাছ না কিনতে পারলেও এখানকার মাছগুলো ঘুরে ফিরে দেখতে ভালোই লাগে। এই বাজার থেকে মাছ না কিনতে পারার আরো একটা কারণ হচ্ছে সন্ধ্যার দিকে মাছ কিনলে সেই মাছ কাটাকুটির একটি ঝামেলা থাকে। সকালের দিকে আমরা শহরের বাজার থেকে যে মাছটা কিনে সেটা বাসায় নেই। বাসার কাজের বুয়া সেটা কাটাকুটির কাজটা করে। কিন্তু সন্ধ্যার পরে মাছ নিলে সেটা কাটার লোকজন পাওয়া যাবে না। এখান থেকে মাছ না কেনার এটাও একটা কারণ।

IMG_20220724_192944.jpg

IMG_20220724_193053.jpg

তবে আমি এই এলাকায় যখনই আসি তখনই চেষ্টা করি এই মাছ বাজার থেকে একবার ঘুরে যেতে। একটা সময় ছিল আমি এই এলাকাতে প্রায় প্রতিদিনই আসতাম। কারণ আমার বন্ধু-বান্ধবদের বেশিরভাগের বাড়ি এই এলাকাতে। কিন্তু এখন বন্ধুবান্ধব সব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে আর খুব একটা যাওয়া হয় না। তবে মাঝে মাঝে যখনই যাই তখন এই মাছ বাজার থেকে ঘুরে যায়। তবে এখানকার মাছ বিক্রেতারা এখন মানুষের সাথে রীতিমতো প্রতারণা শুরু করেছে। তারা বিভিন্ন চাষের মাছ এনে দাবি করে সেগুলি নদীর মাছ। কারণ নদীর মাছের কথা বললে দাম বেশি পাওয়া যাবে। যদিও বেশিরভাগ মানুষ এখন এই চালাকিটা ধরতে পারে।

IMG_20220724_193128.jpg

IMG_20220724_193035.jpg

এই বাজারে একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে এখানে নদীর ছোট মাছ গুলি কিনতে পাওয়া যায়। আমি যদিও ছোট মাছ খাই না। কিন্তু অনেককেই দেখেছি খুব আগ্রহ করে নদীর ছোট মাছ খায়। আমাদের শহরের বাজারে এই ছোট মাছ গুলো খুব একটা কিনতে পাওয়া যায় না। কিন্তু এই বাজারে আসলে সেই মাছগুলো বেশ দেখা যায়। আরো একটা জিনিস যেটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে নদীর চিংড়ি। আমাদের শহরের যে মাছ বাজারটা আছে সেখানে শুধু ঘেরের চিংড়ি পাওয়া যায়। নদীর চিংড়ির সংখ্যা থাকে খুবই কম। কিন্তু এই বাজারে প্রচুর নদীর চিংড়ি পাওয়া যায়। যদিও সেগুলোর দাম আকাশ ছোঁয়া। মিডিয়াম সাইজের এক কেজি নদীর চিংড়ির দাম তারা ১৪০০ থেকে ১৬০০ টাকা চায়। তবে সেদিন আমার কিছু বাইম মাছ পছন্দ হয়েছিলো। কিন্তু দাম বেশি চাওয়ার কারনে আর কেনা হয়নি। বেশ কিছুটা সময় বাজারে ঘোরাঘুরি করে তারপর বাড়ি ফিরে এলাম।

IMG_20220724_193210.jpg

আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানটেপাখোলা বাজার

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

বাপরে বাপ! 1400+ টাকা। আপনাদের ওদিকের চিংড়ির দাম দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুই দিকে মাছের দাম টেক্কা দিয়ে দিয়ে বেড়েছে। আঁশ তোলার ভয়ে মাছ নিলেন না, এমন বাঙালি প্রথম দেখলাম। হাঃ হাঃ

 2 years ago 

তারপরেও সেই চিংড়ির সাইজ যদি দেখতেন তাহলে আরো অবাক হয়ে যেতেন। মাঝারি সাইজের চিংড়ি তার দামই এমন।

 2 years ago 

সকল মাছের দাম আজকাল বেড়েছে। তবে চিংড়ির যা দাম বললেন, তা অনেকটাই বেশি। আর নদীর ভীষণ তাতো সত্যই।

 2 years ago 

দেশি নদীর চিংড়ি মাছের দাম আসলেই অনেক বেড়ে গিয়েছে।

 2 years ago 

শেষ বিকেলে ঘুরতে যাওয়ার পরে আপনার মাধ্যমে কিছু দেশি মাছ দেখতে পেলাম খুব ভালো লাগলো। আসলে এখন খুব একটা বেশি দেশি মাছ দেখা যায় না।যা ও দেখা যায় তা ও আবার এত চড়া দাম যা কেনার জন্য মধ্যবৃত্ত মানুষের জন্য অসম্ভব হয়ে যায়। মাছ বাজারের ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

ঠিকই বলেছেন। দেশি মাছের যা দাম হয়েছে তাতে মধ্যবিত্তের পক্ষে আর কিনে খাওয়া সম্ভব না।

 2 years ago 

দাদা কাল মাছের বাজারে গিয়ে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নিরামিষ খাব।আম্মুকে সেটা জানাতেই আম্মু বলল দাম বাড়লে যদি খাওয়া বাদ দিস তাইলে তো ২দিন পর না খেয়ে থাকা লাগবে,কারন সব জিনিসেরই দাম বাড়ছে।কয়টা খাওয়া বাদ দিবি।

 2 years ago 

আপনার আম্মু সঠিক কথাই বলেছেন। কারণ প্রতিটা জিনিসের দামই বেড়েছে।

 2 years ago 

বউকে জব্দ করতে চান সন্ধ‍্যার এককেজি ছোট মাছ নিয়ে যান দেখেন কী করে 😂😂। বিকেলে মাছের বাজার এমনটা আগে খুব একটা দেখিনি। সবকিছুর দাম বেড়েছে ব‍েচারা মাছ কেন পড়ে থাকবে বলেন। তবে মাছ দেখার জন্য ঠিক আছে বাজারটা। চিংড়ির দাম আমাদের দিকে কিছুটা কম ঐ দাম থেকে।।

 2 years ago 

আপনি তো সংসারে আগুন লাগানোর বুদ্ধি দিয়েছেন। সন্ধ্যার সময় ছোট মাছ নিলে বাড়ি ঢোকা মুশকিল হয়ে যাবে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই, মাছের বাজারে এখন গেলে মথা নষ্ট হয়ে যায় মাছের দাম শুনে। সব কিছুর সাথে সাথে মাছের দাম বেড়েছে অনেক। তবে যাইহোক, মাছের ছবিগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। বাজারে না গিয়েও বাজারের ফিল পেলাম।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই। মাছের দাম শুনলে আসলেই মাথা নষ্ট হয়ে যায়।

 2 years ago 

দাদা আপনি বিকেল বেলা ঘুরার পর সন্ধা বেলা বাজারে মাছের বাজারে গেছেন৷কিন্তু মাছ কিনেন নি ৷এটা যেন কেমন লাগলো অল্প বাজেটে নিতেন ৷যাই হোক মাছের বাজারের দোকান গুলো বেশ চমৎকার ছিল

 2 years ago 

ওই বাজারটাতে আমি মাঝে মাঝে শুধু মাছ দেখার জন্যও যাই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সকল মাছের দাম বাজারে অনেক বৃদ্ধি পেয়েছে। আমিও কিছুদিন আগে বাজারে মাছ কিনতে গিয়েছিলাম মাছের দাম শুনে আমি মাথায় হাত দিয়ে ছিলাম ভাই। আপনার কাছে তো ১৬০০ থেকে ১৪০০ টাকা চেয়েছে। আমি ২ কেজি নদীর চিংড়ি নিতে চেয়েছিলাম আমার কাছে দাম চেয়েছিল ৪৩০০ টাকা।

 2 years ago 

বুঝেন তাহলে অবস্থাটা। দুই কেজি চিংড়ি মাছ যদি চার হাজার টাকা দিয়ে কিনতে হয়। তাহলে মানুষ খাবে কি?

 2 years ago 

ভাইয়া মিডিয়াম সাইজের নদীর চিংড়ি মাছের দাম দেখেই তো মাথা ঘুরে গেল। তবে ভাইয়া নদীর ছোট মাছ খাওয়ার চেষ্টা চেষ্টা করবেন। দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগছে। আর মানুষ দিন দিন তো প্রতারণার দিকে বেশি দৌড়াচ্ছে পুকুরের চাষ করা মাছ নদীর মাছ বলে চালিয়ে দিতে পারলে হয়তো মুনাফা একটু বেশি হবে। ভাইয়া আমি মাঝেমধ্যেই ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক বোঝাই করে পাঙ্গাস মাছ বিক্রি করতে যায়। যদিও এ বছর আজও যাওয়া হয়নি, তবে পরিবেশ অনুকূলে থাকলে যেতে পারি।

 2 years ago 

আপনাদের মত লোকের জন্যই দেশের মানুষজন এখনো দু চার টুকরো মাছ খেতে পারছে। পাঙ্গাস মাছ না থাকলে দেশের দরিদ্র মানুষ যে কি খেতো?

 2 years ago 

এখন তো সব কিছুর দামই অনেক বেশি ভাই সেই ক্ষেত্রে তো মাছের দাম বেশি হয়েছে মনে হয়। তবে বেশি হলেও এখানে দেখছি সকল প্রকার মাছ পাওয়া যায়। অনেক ধরনের মাছ দেখলাম। নদীর ছোট মাছ আসলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর আমরা যে বাজারে মাছ কিনি সেটা আসলে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। এর জন্য বেশি একটা ঝামেলা হয় না। ধন্যবাদ আপনাকে মাছের বাজারে ঘুরাঘুরি করে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও বড় মাছ কিনলে সেটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি। তবে মাছ কাটাতে গেলে আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। কারন সেখানকার পরিবেশ হয় খুবই নোংরা হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90