অপরিকল্পিত নগরায়নের ফলে ধ্বংস হচ্ছে আমাদের রাজধানী।১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। এই দেশের ভেতরে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। কিন্তু এই শহরের অবস্থা আজ থেকে ৫০ বছর আগে এমন ছিলনা। তখন এই শহরটা আর দশটা শহরের মতোই ছিল। কিন্তু পরিকল্পনাহীন নগরায়নের ফলে এই শহরটা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

IMG_20211010_192939.jpg

প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শহরে আসছে কাজের খোঁজে। যার ফলে বাড়তি এই মানুষের বোঝা বহন করতে করতে এই শহর এখন ক্লান্ত। কিন্তু এই দায় শুধু মানুষের না। দেশের নীতিনির্ধারকদের ব্যর্থতা মূলত এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

IMG_20211010_192711.jpg

প্রতিনিয়ত পরিকল্পনাহীন বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ। সেবাদানকারী সংস্থাগুলির সমন্বয়হীনতা। পরিবেশের ক্ষতিকর এমন শিল্প কারখানা স্থাপন। নদী-নালা খাল-বিল দূষন ও দখল, মানুষের সীমাহীন দুর্নীতি। এ সমস্ত কিছু এই শহরকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু এখনো কারো চৈতন্য উদয় হয় নাই। সবকিছু আগের মতোই চলছে।

IMG_20211010_192934.jpg

দেশের সমস্ত সংস্থার হেড অফিস ঢাকায় অবস্থিত। দেশের সমস্ত রকম সুযোগ-সুবিধা যেমন ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো চিকিৎসা, বিভিন্ন সেবাদানকারী সংস্থা সবকিছু ঢাকায় অবস্থিত। যার ফলে মানুষজনের ঢাকামুখী হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তার ওপর আবার আছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি। যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে। এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ঢাকার ওপর ব্যাপক চাপ তৈরি করছে।

IMG_20211010_192934.jpg

অপরিকল্পিত নগরায়নের ফলে এই শহর এখন একটি ভয়াবহ ঝুঁকির সম্মুখীন। ঢাকা শহরের পানির লেয়ার নেমে গিয়েছে অনেক নিচুতে। যার ফলে বিশেষজ্ঞরা ধারণা করছে যেকোনো সময় একটি মাঝারি মানের ভূমিকম্পে এই শহর ধ্বংস হয়ে যেতে পারে। শহরের বেশিরভাগ স্থাপনা বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে। এই শহরে রাস্তাঘাট এর পরিমান খুবই অপ্রতুল। তার উপর যোগ হয়েছে পরিকল্পনাবিহীন উল্টোপাল্টা ফ্লাইওভার নির্মাণ। যেটা যোগাযোগ ব্যবস্থাকে আরও জটিল করে দিয়েছে।

এই শহরকে বাঁচাতে হলে এখন দরকার একটি সমন্বিত মাস্টার প্ল্যান। যেটা আগামী ২০০ বছর মাথায় রেখে করা হবে। সর্বপ্রথম ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার একটা বড় অংশকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হবে। গার্মেন্টস সেক্টরকে ঢাকা শহর থেকে বাইরে বের করে দিতে হবে। দখল হয়ে যাওয়া নদী-নালা-খাল-বিল কে উদ্ধার করতে হবে। এই শহরে আশঙ্কাজনকভাবে গাছপালার পরিমাণ কমে গিয়েছে। উদ্ধারকৃত জায়গাগুলিতে প্রচুর গাছপালা সমৃদ্ধ পার্কে পরিণত করতে হবে। শহরের যে জলাশয় গুলো ভরাট করা হয়েছে সেগুলিকে আবার জলাধারে পরিণত করতে হবে।তাহলেই সম্ভব এই শহরকে আবার একটি বাসযোগ্য শহরের পরিণত করা।

আজকের মতো এখানেই শেষ করছি।

আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ছবি তোলার জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থান লিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 
  • প্রতিনিয়ত পরিকল্পনাহীন বিভিন্ন রকম স্থাপনা নির্মাণ। সেবাদানকারী সংস্থাগুলির সমন্বয়হীনতা। পরিবেশের ক্ষতিকর এমন শিল্প কারখানা স্থাপন।
    ভাইয়া আপনার এই কথাগুলো শুধু আপনার একার নয়। এই কথাগুলো আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের অভিযোগ। কিন্তু আফসোস এটাই যে শুনার কেও নেই!
    আমরা তো একটি মাত্র ভোট শুধু!
 3 years ago 

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন।আমাদের নীতি-নির্ধরকরা সব কিছু ঢাকা কেন্দ্রিক করে রেখেছেন।ফলে ঢাকার উপর চাপ বেড়ে গেছে।এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের রাজধানী এখন আগের রাজ ধানি নেই।যে নদীতে এক সময় হরেক রকম মাছ পাওয়া যেতো আজ সেই নদীতে কালো পানির ছোয়ায় মানুষ পর্যন্ত থাকতে পারে না।রাজধানি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন।

 3 years ago 

ভাইয়া সত্যি আপনার পোস্ট পড়ে আমি একটা বিষয় ফিল করতে পারলাম আসলেই তো আমরা এই শহরটাকে দিন দিন শেষ করে ফেলছি। শহরটা আসলেই এবার বোঝা বেশি নিয়ে ফেলতেসে । আমাদের দায়িত্বশীলদের উচিত শহরটাকে ঠিক রাখার জন্য যা যা করণীয় তা তা করা।

 3 years ago 

অসাধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার কথা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা কথাই যুক্তিসঙ্গত।

ঢাকায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার একটা বড় অংশকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হবে।

আপনার এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেশে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান সব ঢাকাতে। এগুলো যদি দেশের বিভিন্ন প্রান্তরে দেওয়া হয়, তাহলে আশা করা যায়, ঢাকা নগরীতটা কিছুটা হলেও সস্থি পাবে। 🥺

 3 years ago (edited)

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

আপনি আমার দেশের রাজধানী ঢাকা সম্পর্কে খুব সুন্দর লিখেছেন। আসলে আপনি যে ভাবে ভাবছেন এই ভাবে ভাবার মতো মানুষ খুব কম। এর শহরে প্রতিদিন নতুন মানুষের ভিড় জমাচ্ছে।

এই শহরকে বাঁচাতে হলে এখন দরকার একটি সমন্বিত মাস্টার প্ল্যান। যেটা আগামী ২০০ বছর মাথায় রেখে করা হবে। সর্বপ্রথম ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে তার একটা বড় অংশকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে হবে। গার্মেন্টস সেক্টরকে ঢাকা শহর থেকে বাইরে বের করে দিতে হবে। দখল হয়ে যাওয়া নদী-নালা-খাল-বিল কে উদ্ধার করতে হবে। এই শহরে আশঙ্কাজনকভাবে গাছপালার পরিমাণ কমে গিয়েছে। উদ্ধারকৃত জায়গাগুলিতে প্রচুর গাছপালা সমৃদ্ধ পার্কে পরিণত করতে হবে। শহরের যে জলাশয় গুলো ভরাট করা হয়েছে সেগুলিকে আবার জলাধারে পরিণত করতে হবে।তাহলেই সম্ভব এই শহরকে আবার একটি বাসযোগ্য শহরের পরিণত করা।

আপনার এই কথা গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। কিন্তু এই মাস্টার প্ল্যান কে করবে। কারা আপনার মতো এই দেশ নিয়ে এই শহর নিয়ে ভাবে বলেন। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

শহরে যোগাযোগ ব্যবস্থা ,কর্মের সূত্র সবদিক দিয়ে এগিয়ে থাকলে ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে ।ফলে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে ,সাথে সাথে নানান দূষণে বাড়ছে অসুখ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো মারাত্মক কোনকিছু।অনেক সুন্দর বর্ননা করেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51