রেনডম ফটোগ্রাফি পোস্ট। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কিছুদিন ধরে বেশ ঘোরাফেরা করছি। ঈদের আগে সবারই প্রচন্ড ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার বাইরে বন্ধু-বান্ধবদের সময় দেয়ার একটা ব্যাপার থাকে। যখনই বাইরে ঘোরাফেরা করতে যাই বন্ধুদের সঙ্গে। তখন বিভিন্ন সময়ে ছবি তুলি। তার ভেতর থেকে কিছু ছবি খারাপ হয় আবার কিছু ছবি ভালো হয়। মাঝে মাঝে সেই ছবিগুলোর ভেতর থেকে ভালো ছবিগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজও তেমনি কিছু ছবি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। গ্রাম বাংলার প্রকৃতি আমার কাছে বরাবরই ভাল লাগে। তাই যখনই গ্রামের দিকে ঘুরতে যাই তখনই ছবি তোলার চেষ্টা করি। অনেক সময় ছবিগুলি দেখে একইরকম মনে হতে পারে। কিন্তু খেয়াল করে দেখলে এর আলাদা একটি অস্তিত্ব টের পাওয়া যায়।

প্রথম আলোকচিত্র

IMG_20220430_171208.jpg

এই গাছটি মনে করিয়ে দিচ্ছে যে চলে এসেছে ফলের মৌসুম। যে ফলটি সবাই পছন্দ করে সেই আমের মৌসুম প্রায় চলে এসেছে। গাছটি দেখেই মনে পড়ে যাচ্ছে। ছোট্ট একটি গাছ কিন্তু প্রচুর আম ধরেছে। এ ধরনের গাছ দেখলেই ভালো লাগে।

দ্বিতীয় আলোকচিত্র

IMG_20220502_174136.jpg

এটি হচ্ছে ফরিদপুরের বিখ্যাত একটি লেক। এই লেকটি শহরে লোকজনের কাছে খুবই জনপ্রিয়। এই লেকে প্রচুর মাছ পাওয়া যায়। বছরে কয়েকবার টিকেট কাটার মাধ্যমে এখান থেকে মাছ ধরার আয়োজন করা হয়। তাছাড়া অনেকেই এখানে বিকালে ঘুরতে আসেন।

তৃতীয় আলোকচিত্র

IMG_20220502_174108.jpg

এই ছবিটি অনেকদিন আগে তোলা। গোধূলিলগ্নে আকাশ চমৎকার রঙিন রূপ ধারণ করেছে। আকাশ সাধারণত এত রঙিন দেখা যায় না। এত রঙের সমারোহ দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারিনি।

চতুর্থ আলোকচিত্র

IMG_20220502_174000.jpg

এই ছবিতে নৌকায় একজন নিঃসঙ্গ মাঝিকে দেখা যাচ্ছে। নদীর পারে সেই গেলে অবশ্য এই ধরনের ছবি প্রায়ই দেখা যায়।

পঞ্চম আলোকচিত্র

IMG_20220429_163252.jpg

ছবিতে দেখা যাচ্ছে রেললাইন। সেদিন বন্ধুর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। হাঁটতে হাঁটতে একটু সামনে এগোতেই দেখতে পেলাম রেললাইন। একসময় এই রেললাইনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। কিন্তু বর্তমানে বেশ কয়েকটি ট্রেন এই রাস্তা দিয়ে যাতায়াত করে।

ষষ্ঠ আলোকচিত্র

IMG_20220502_171600.jpg

আজকে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরছিলাম। নামাজের সময় হয়ে যাওয়ায় আমরা আশেপাশে মসজিদ খুঁজছিলাম। তখন কাছাকাছি একটি মসজিদ পেয়ে গেলাম। সে মসজিদে ঢোকার পথে দেখি কাঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরে আছে। এই কাঁঠাল গুলি গাছের একেবারে নিচের দিকে ধরে আছে। দেখে আর ছবি তোলা লোভ সামলাতে পারিনি।

সপ্তম আলোকচিত্র

IMG_20220502_173733.jpg

প্রায় হারিয়ে যাওয়া একটি দৃশ্য। এক সময় আমরা গ্রামের হাটে এই ধরনের দৃশ্য দেখতে পেতাম। রাস্তার পাশে বসে চুল কাটার ব্যবস্থা। এখন আর এই ধরনের ব্যবস্থা একেবারেই দেখা যায়না। আজকে ঘোরার সময় হঠাৎ করে রাস্তার পাশে দৃশ্যটি দেখে ছবি তুলে নিলাম।

অষ্টম আলোকচিত্র

IMG_20220502_173656.jpg

এই জায়গাটি আমার খুবই প্রিয় একটি জায়গা। আমরা মাঝে মাঝেই কয়েক বন্ধু এখানে আসি আড্ডা দিতেম বিকালে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে। এখানে ব্রিজের দুপাশ দিয়ে আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। দেখতে চমৎকার লাগে।

নবম আলোকচিত্র

IMG_20220502_173608.jpg

ছবিতে দেখা যাচ্ছে একটি ফসলের মাঠ। এই মাঠগুলো গ্রামীণ সৌন্দর্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যদিও এখন মাঠে ফসল তেমন একটা দেখা যাচ্ছে না। কিছুদিন পরেই আবার সবুজ ফসলে মাঠ ভরে উঠবে।

দশম আলোকচিত্র

IMG_20220502_173637.jpg

এটি একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়। একসময় গ্রামের প্রাথমিক বিদ্যালয় গুলি খুবই জরাজীর্ণ অবস্থায় থাকতো। কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো চমৎকার বিল্ডিং এ পরিণত হয়েছে। দেখতে বেশ ভালই লাগে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয় একই রকম দেখতে।


আজকের মতো এখানেই শেষ করছি।

পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে।

সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানকৃষ্ণপুর, গজারিয়া

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এমন ভাবে মন্তব্য করার চেষ্টা করবেন। যাতে আপনার মন্তব্য থেকে বোঝা যায় যে আপনি পোস্টটা ভালোভাবে লক্ষ্য করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই তিন নম্বর ছবিটি কিন্তু দুর্দান্ত হয়েছে টাইমিং এবং পারফেক্ট ক্যাপচার জাস্ট সেই ছিল।আর 7 নাম্বার ফটো টা দেখে আমার নিজেরই কথা মনে পড়ে গেলো আগে বাইরে চুল কাটাইতে যাইতাম না।তাই এলাকায় এসে এভাবে চুল কাটায় যাইতো,আর যেদিন করে ওই লোক আসতো আমি বাড়ির বড়ো গাছে উঠে লুকিয়ে থাকতাম কিন্তু আম্মু ঠিক টের পেয়ে যেত🤭।তারপর যা হবার সেই কাণ্ড মাথা নেরা 😂

 2 years ago 

তিন নম্বর ছবিটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে। মাঝে মাঝে বিশ্বাস হয় না যে এই ছবিটা আমি তুলেছিলাম। আসলে ওই সময়ে আকাশ এতটা সুন্দর সাজে সেজে ছিলো। যে ছবিটা এমনিতেই সুন্দর হয়েছে।

 2 years ago 

ভাই খুব অসাধারণ লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। বিশেষ করে তৃতীয় ছবিটা আমার বেশ ভাল লেগেছে। ছবিটার মধ্যে আমি অনেক কিছু শিখতে পেরেছি। চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গোধূলি লগ্নের ছবি তুলতে আমার কাছে এমনিতেই ভালো লাগে। তবে ওই দিনই আকাশ চমৎকার রঙে রাঙিয়ে ছিলো। এজন্যই ছবিটা সুন্দর হয়েছে।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গোধূলি লগ্নের ছবিটা অসাধারণ হয়েছে। এছাড়া নদীর মাঝে নৌকাটি দেখতে অনেক ভালো লাগতেছে। তাছাড়া আর লেকের ছবিটা ভালো লেগেছে। মাছ ধরার প্রতি আমার অনেক নেশা। যদি কাছাকাছি হত ইনশাল্লাহ মাছ ধরতে যেতাম ওই লেকে। যাই হোক ভাল লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখি। ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তিন নম্বর ছবিটা দেখছি সবার কাছেই ভালো লেগেছে। আকাশ মাঝে মাঝে এমন বর্ণিল সাজে সেজে ওঠে। তখনই আসলে এই ধরনের ছবি তোলা সম্ভব হয়।

 2 years ago 

খুব ভালো লেগেছে ভাই আপনার এত সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আম গাছের বর্ণনা পড়ে। আশা করি এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি মূলক পোস্ট আরো আমাদের মাঝে শেয়ার করবেন। আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

 2 years ago 

ছবি তুলতে আমি খুব একটা পারদর্শী নই। তারপরেও যা দেখি সেটারই ছবি তোলার চেষ্টা করি। এর ভেতর থেকে মাঝে মাঝে দু একটা ছবি এমনিতেই ভালো হয়ে যায়। তবে আপনাদের উৎসাহের কারণে এখন আরো ছবি তুলতে ইচ্ছা করে।

 2 years ago 

প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়া ঈদ মোবারক। আপনি সব সময় অনেক সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। আজকেও আপনার জন্য ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং এর সঙ্গে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু শিখে নিলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিন্তু খুব একটা ভালো ছবি তুলতে পারি না।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন আপনার ফটোগ্রাফি করে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আজকের এই ফটোগ্রাফিক এর মধ্যে আমার কাছে তিন নম্বর ফটোগ্রাফি টা অনেক বেশী আকর্ষনীয় লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তিন নম্বর ছবিটা দেখছি সবারই ভালো লেগেছে। আমার নিজের কাছেও অবশ্য ছবিটা পছন্দ হয়েছে।

 2 years ago 

আশা করি ভাইয়া, ভালো আছেন? প্রথমে আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ঈদ আনন্দ উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করছি।

আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া, আপনি আপনার বন্ধুদের সঙ্গে দারুণ সময় উপভোগ করেছেন।আম গাছের ঝুলন্ত আমগুলি খুবই ভালো লাগছে দেখতে ,মনে হচ্ছে কলম করা গাছ।এছাড়া গোধূলিলগ্নে তোলা তৃতীয় ছবিটি দেখে আমার মন ছুঁয়ে গেল।এইরকম প্রকৃতি ও আকাশের ছবি আমার খুবই ভালো লাগে।আপনি সব ফটোগ্রাফি সুন্দর তুলেছেন।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একদম ঠিক ধরেছেন। কলম করা গাছ না। হলে এতোটুকু গাছে এত ফল হওয়ার কথা না।

 2 years ago 

ভাইয়া, আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো সত্যিই খুবই সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য গুলো দেখলে কেন যেন মন জুড়িয়ে যায় কারণ শহরের এলাকাতে থেকে গ্রামের দৃশ্য গুলো উপভোগ করা যায় না একদমই।ভাইয়া, আপনার তোলা রেনডম ফটোগ্রাফিক গুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ছোট আমগাছটির আম গুলো।এছাড়াও নদীতে নিঃসঙ্গ মাঝি নৌকা নিয়ে বসে আছে এই দৃশ্য গুলো। এছাড়াও অনেকগুলো ফটোগ্রাফির আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে।যেমনটি বাজারে বসে চুল কাটার দৃশ্য গুলো এখন আর দেখাই যায় না। ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

সবার কাছেই দেখি আম গাছের ছবিটি ভালো লেগেছে। এ ধরনের ছবি মনে হয় এমনিতেই সবার ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74