ঢাকার নাগরিকদের জীবনে হকারদের গুরুত্ব।১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজ সকালে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে খেয়াল করে দেখলাম। রাস্তার পাশ দিয়ে অনেক হকার বিভিন্ন ধরনের পন্য নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সমস্ত দেশেই প্রচুর হকার দেখা যায়। কিন্তু ঢাকায় হকারদের সংখ্যা অনেক বেশি।

IMG_20211007_104220.jpg

এই হকারেরা ঢাকার সাধারণ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শহরে যেমন উচ্চবিত্ত লোকজন আছে। তেমনি অনেক নিম্নবিত্ত লোকজন ও বাস করে। এই নিম্নবিত্ত লোকের একমাত্র ভরসা হচ্ছে এই রাস্তার পাশের হকারেরা। হকারদের কাছ থেকে তারা কম দামে পন্য সামগ্রি কিনতে পারে। দু'পক্ষই এতে উপকৃত হয়।

IMG_20211007_104213.jpg

কারন ক্রেতা যেমন অল্প দামে পন্য পায়। তেমনি বিক্রেতা ও সহজে তার পন্য বিক্রি করতে পারে। এই হকারেরা শহরের প্রতিটা গলিতে পৌঁছে যায় তার পন্য নিয়ে ক্রেতার হাতের নাগালে। প্রতিদিন বিভিন্ন রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য শহরের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকজনের কাছে এরা স্বল্প মূল্যে সরবরাহ করে। অনেক মানুষ আছে যাদের পক্ষে আলাদাভাবে বাজার করার সময় বের করা মুশকিল। তাদের জন্য এই হকারেরা হচ্ছে আদর্শ বিকল্প। বাড়িতে যাওয়ার সময় বা রাস্তার পাশ থেকে যেকোনো পণ্য কিনে নিয়ে বাড়িতে ফিরতে পারেন।

IMG_20211007_104225.jpg

আর এই হকারির মাধ্যমে অনেক লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।অনেকে আছে যারা এ হকারদেরকে মোটেই পছন্দ করে না। শহরের রাস্তাঘাটে চলাফেরার প্রতিবন্ধকতার জন্য এই হকারদের কে দায়ী করেন। এটা কিছুটা সঠিক হলেও এই হকারদের কথাও তো চিন্তা করতে হবে। এই হাজার হাজার হকারেরা এই কাজের মাধ্যমে তাদের পরিবারের ভরণ পোষণ করে থাকে। আবার এই হকারদের কে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষজন খুবই সমস্যায় পড়বে।

IMG_20211007_103925.jpg

তখন তাদেরকে উচ্চমূল্যে পণ্য সামগ্রী কিনতে হবে। হকারদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের কোন দোকান ভাড়া বা কর্মচারী খরচ নেই। যার ফলে তারা দোকানের থেকে অনেক কম দামে পণ্য বিক্রি করতে পারে। এই হকারেরা যে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে তা ও না। বিভিন্ন মহলকে এদেরকে চাঁদা দিতে হয়। না হলে যে এলাকায় তারা হকারি করে সেখানে তারা ব্যবসা করতে পারেনা।

IMG_20211007_103838.jpg

এই হকারেরা না থাকলে লোকজনকে বাধ্য হয়ে ডিপার্টমেন্টাল স্টোর থেকে উচ্চ মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে হতো। যেটা তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতো। এই হকারদের কারনেই ঢাকা শহরের নিম্নবিত্ত মানুষ এই শহরের টিকে থাকতে পারে।

IMG_20211007_103849.jpg

হকাররা যেভাবে শহরের ফুটপাতগুলো দখল করে থাকে সব সময়। আমি এর পক্ষে না। সরকার বা স্থানীয় প্রশাসনের উচিত হকারদের জন্য একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া। কারণ এদের সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন-জীবিকা জড়িত।

IMG_20211007_103812.jpg

এই হকাররা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সামাজিকভাবে এরা অনেক নিগৃহীত। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষ এদের কাছ থেকে পণ্য সামগ্রী কিনলেও এদেরকে সবসময় ঘৃণার চোখে দেখে। আমাদের সকলের উচিত হকারদের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করা এবং এদেরকে যথাযোগ্য সম্মান দেয়া।

আজকের মত এখানেই শেষ করছি।

আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থান লিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok



আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

শুধু তাই নয়,হকারদের কারণেই আমাদের অনেক সময় বেচে যায় কারণ দোকান পাট তো দূরে দূরে হয়।আর বেশিরভাগ হকাররাই ভ্যান নিয়ে বিক্রি করে। আর তাদের জিনিষ গুলো ফ্রেস হয়।
সত্যিই খুব ভালো একটি টপিক নিয়ে লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসাধারণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার কথার সাথে আমি একমত,হকারেরা যেমন রাস্তায় রাস্তায় ঘুরে তাদের পন্য দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছে, ঠিক তেমনই ভাবে শহরে অনেক নিম্নমধ্যবিত্ত মানুষও বসবাস করে।তাদের জীবিকা নির্বাহ হকার অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। কম টাকায় ভালো মানের পণ্যদ্রব্য পায়।

সরকার বা স্থানীয় প্রশাসনের উচিত হকারদের জন্য একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া।

আমাদের সমাজে হকারেরা নিপিড়ীত এবং নির্যাতিত। আমাদের সরকারের উচিত তাদের জন্য একটি নিদিষ্ট জায়গার ব্যবস্থা করে দেয়া। তাহলে আর কোন হকার নির্যাতিত বা নিপিড়ীত হবে না।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

এখন তো শুধু শহরে নয়,গ্রামাঞ্চলেও হকারদের গুরুত্ব অপরিসীম। শহরের মতো গ্রামেও এখন হকার বের হয়।গ্রামের উচ্চ,মধ্য ও নিম্নবৃত্তদের সবার উপকার হয়।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট লেখার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে ভাইয়া হকারদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন হকারির মাধ্যম এ অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে এবং আমরা যারা তাদের দিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসলে তাদের জন্য অনেক অসুবিধা হয়। অনেক মানুষ অনেক সহজেই সুলভমূল্যে জিনিসটি পেয়ে যায় কোথাও যাওয়া লাগে না এবং তাদেরও সংসার চলে এটির মাধ্যমে তাদের দৈনন্দিন জীবন এভাবেই কেটে যায় কিন্তু আমরা তাদের কথা কখনোই ভাবি না খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago (edited)

অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন। আসলে হকাররা অনেক উপকার করে থাকেন, আমাদের সুন্দর জীবন পরিচালনার জন্য। কিন্তু আমরা তাদেরকে সব সময় খারাপ চোখে বা তাদের সাথে ভালো আচরণ পর্যন্ত করতে চাই না। অনেক সুন্দর ছিল পোষ্টটা ভাইয়া। শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার কমেন্টে দুটো টাইপিং মিসটেক আছে। কোন কিছু লিখে পোস্ট করার আগে একবার চেক করবেন। তাহলে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া,,বিষয়টা বুঝিয়ে বলার জন্য। আমি এরপর থেকে চেষ্টটা করব। সবকিছু চেক করে কমেন্ট করার। আমার টাইপিং মিস্টেক এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

 3 years ago 

ধন্যবাদ মানুষ মাত্রই ভুল হয়।

 3 years ago 

জ্বী ভাই সত্যি হকার আমাদের মতো মধ‍্যবৃওদের জন্য আর্শীবাদ স্বরুপ। এবং মাঝে মাঝে শোনা যায় নেতা এবং বুদ্ধিজীবী রা বলেন রাজপথের হকার উচ্ছেদ করতে হবে। তারা কখনো এদের প্রকৃত অবস্থা ভেবে দেখে না এবং এদের প্রতি কোনো মানবিকতাও দেখায় না। খুব ভালো লিখেছেন ভাই। এবং অনেক সুন্দর উপস্থাপনা।।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলেই ঢাকায় হকার রা না থাকলে সেখানের জনগনকে অতি উচ্চ অর্থ প্রদান করে সবজি বা অন্যান্য জাবতিয় জিনিস ক্রয় করা লাগতো।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাই আপনি আপনার পোষ্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। হকারদের আজকাল আমাদের এই সমাজ ব্যাবস্তা খুব একটা দাম দেওয়া হয় না। তাদের সব সময় ছোট চোখে দেখা হয়। তারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করে বিনিময়ে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি। আপনার পোষ্টের মাধ্যমে হকারদের তথ্য সুন্দরভাবে তুলে ধরেছেন। সত্যি আমাদের সকলের সহানুভূতিশীল হওয়া এবং সকল পেশার মানুষের উপর শ্রদ্ধাশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেশের সমাজ ব্যবস্থা অনেক উন্নতি হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

শহরের অলিগলিতে হকারদের গুরুত্ব অপরিসীম।এতে ধনী ব্যাক্তিরা বাড়িতে বসে হাতের কাছে ইচ্ছেমতো জিনিস কিনতে পারে আবার নিম্নবিত্তরা সস্তায় কিনতে পারে।হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া, এদের প্রতি আমাদের বেশি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে দিদি।

 3 years ago 

আপনি খুব চমৎকার কিছু কথা বলেছেন এবং আসলে এভাবে করে কখনো চিন্তা করা হয়নি। আপনার পোস্ট পড়ে এই বিষয়টা আমাকে ভাবতে বাধ্য করেছে সত্যিই তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থাত আমাদেরকেই করতে হবে। তারা নিজেদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং এতে আসলে দুই পক্ষই উপকৃত হচ্ছে। হয়তো তাদেরকে আমরা একটা ম্যানেজমেন্ট এর মধ্যে শৃংখল করে দিতে পারে কিন্তু হকার ব্যবস্থা বাতিলের পক্ষে আমি আসলে কোনভাবেই না অন্তত আপনার এই পোষ্ট পড়ার পরে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56934.21
ETH 3091.02
USDT 1.00
SBD 2.38