আমার তোলা কিছু ফুলের আলোকচিত্র। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ফুল হচ্ছে প্রকৃতির এমন একটি অংশ যেটি সবাই পছন্দ করে। ফুলের সান্নিধ্যে আসলে মন ভালো হয়ে যায়। ফুল পছন্দ করে না মনে হয় এমন কোনো মানুষ নেই। ধনী থেকে দরিদ্র শিশু থেকে বৃদ্ধ সকলেই ফুল পছন্দ করে। ফুলের অনাবিল সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে। ফুল আমাদের জীবনের সাথে নানা ভাবে জড়িয়ে আছে। ফুলের উপস্থিতি ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই সম্পন্ন হয় না। ফুল এমন একটি জিনিস যেটি দিয়ে সহজেই মানুষের মন জয় করা যায়। বর্তমান সময়ে প্রায় সব জায়গাতেই ফুল গাছ দেখা যায়। বাড়ির ছাদ থেকে শুরু করে অফিসের বেলকনি সর্বত্রই ফুলের উপস্থিতি বিরাজমান। আজ আপনাদের সাথে আমি আমার তোলা ফুলের কিছু ছবি ভাগ করে নেব। আশা করি আপনাদের ছবিগুলো ভালো লাগবে।

IMG_20211210_083706.jpg

IMG_20211210_083701.jpg

IMG_20211210_083647.jpg

লোকেশন- লিংক

প্রথম ফুলটা হচ্ছে নয়ন তারা। আর পরের দুটো ফুল হচ্ছে কাটামুকুট। কাটামুকুট আমার খুবই পছন্দের ফুল। এই ফুল একবার গাছে হলে অনেক দিন থাকে। বিশেষ করে গাড়ো লাল বর্ণের কাটামুকুট আমার কাছে সবচাইতে প্রিয়। যদিও এই ফুলটির গাছটি একটি কাঁটাযুক্ত গাছ। আমাদের বাসার ছাদে কিছু কাটামুকুট ফুলের গাছ আছে। আমি যখনই ছাদে যাই এই ফুলটি দেখলে সেটার ছবি তোলার চেষ্টা করি। এই ফুলটির ছবি তুলতে আমার ভালো লাগে। কারণ এই ফুলের ছবিটা সুন্দর আসে।

IMG_20211210_075037.jpg

IMG_20211210_075024.jpg

IMG_20211210_074913.jpg

IMG_20211210_074901.jpg

IMG_20211210_074837.jpg

লোকেশন- লিংক

উপরের এই পাঁচটি ফুলের কোন নাম আমি জানিনা। তবে ফুলগুলি দেখে আমার খুব ভালো লেগেছে। কয়েকটি ফুলের ছবি নির্মাণাধীন একটি পুলিশ ভবনের বাগান থেকে তোলা। আমি প্রতিদিন সেই বাগানের সামনে দিয়ে হেটে যায়। কিছুদিন থেকে খেয়াল করছিলাম সেই ভবনটির সামনে একটি বাগান গড়ে উঠছে। সেই বাগানটিতে বেশ কয়েক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে কয়েকটি গাছে ফুল ধরেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভবন এই কারণে এটার কাছে খুব একটা যাওয়া হয় না। আর আমাদের দেশে পুলিশ মানে এক ধরনের ভীতিকর মানুষ। তবে আজ সকালে হাটতে গিয়ে এই ফুলগুলোর ছবি তুলে এনেছি। এর ভেতরের শেষ দুটো ফুলের ছবি আমি রাস্তার মাঝের আইল্যান্ডে লাগানো ফুল গাছের থেকে তুলেছি। ইদানিং আমাদের শহরে রাস্তার মাঝে রোড ডিভাইডার বসিয়ে রাস্তাগুলো ওয়ানওয়ে করে ফেলা হয়েছে। সেই ডিভাইডারের মাঝে কিছু ফুল গাছ রোপন করা হয়েছে। সেই গাছগুলিতে এখন ফুল ফুটেছে। রাস্তার মাঝে চলতিপথে ফুলের গাছ দেখতে ভালই লাগে। আমি বেশ কিছুদিন ধরেই এই ফুলের গাছ গুলি লক্ষ্য করছিলাম। কিন্তু কখনো ছবি তোলা হয়নি। আজ সুযোগ পেয়ে ফুলগাছ গুলির ছবি তুলে নিলাম।

IMG_20211209_145707.jpg

লোকেশন- লিংক

এটি হচ্ছে খুবই চমৎকার দেখতে একটি সাদা গোলাপ। গোলাপ হলো ফুলের রানী। আমাদের দেশে সাধারণত বেশ কয়েক ধরনের গোলাপ পাওয়া যায়। যেমন লাল গোলাপ, গোলাপি গোলাপ, সাদা গোলাপ, কালো গোলাপ, হলুদ গোলাপ আরো কয়েক রংয়ের গোলাপ ফুল পাওয়া যায়। আমার কাছে ফুলের ভেতর সবচাইতে সুন্দর লাগে গোলাপকে।

আজকের মতো এখানেই শেষ করছি।

পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

ছবি তোলার জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আপনার ছবিগুলো একেবারে ক্লিয়ার তাই জন্য দেখতে খুব বেশি ভালো লাগছে।আর দেখতেও খুব ভালো লাগছে।আর কাটা মুকুট ফুলটি দেখতে আমার খুব ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ভাইয়া অসাধারণ সুন্দর একটি পোস্ট করেছেন
আপনার ফটোগ্রাফি পোষ্টের প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি অত্যন্ত দৃষ্টিনন্দন হয়েছে। নয়নচারা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 
  • ওয়াও, অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই । ফুলগুলো দেখে সত্যিই আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। রং বেরঙ্গের ফুল এর কারনে আপনার অ্যালবামটি দেখতে অসাধারণ লাগছে সেই সাথে আমার প্রিয় কয়েকটি ফুলের ফটোগ্রাফি দেখলাম যার জন্য আমি আরো মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকটি ফুল নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য দোয়া রইল

জাস্ট অসাধারণ প্রতিটি ফুলের ফটোগ্রাফি। ভাইয়া আপনার কথার সাথে সহমত পোষণ করছি। ফুল আমাদের সবারই একটি ভালোলাগা,ভালোবাসা, আবেগের জায়গা। ফুল দেখলে আমাদের মনকে শান্তনা দিতে পারি ভাবি আমার হাতেই ফুলটা বেশি মানাবে। ফুল আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে ব‍্যবহার করে থাকি। কাটামুকুট ফুলটার নাম এই প্রথম শুনলাম এবং দেখলাম। কাটামুকুটের পরের ফুলটার নাম আমিও জানিনা তবে আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে। প্রতিটি ফুলের সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। এতো সুন্দর সুন্দর ফুল আমাদের মাঝে পরিবেশন করার জন‍্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ আপনাকে ভাই।

আপনার প্রতিটি পোসট আমার কাছে অনেক সুন্দর লাগে।আগেও আপনার তোলা আলোক চিত্র গুলো যেমন আমার মন ছুয়ে গেছে এই পোস্টটি ও ব্যতিক্রম না।বিশেষ করে ৭ আর ৮ নং ছবিটা চোখ ছুয়ে যাওয়ার মতো।ধন্যবাদ ভাই এতে সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার কারার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ফুলগুলোর খুব ভালো ফটোগ্রাফি করেছেন আপনি। ফুল গুলোও খৃুবি সুন্দর। সব মিলে অনেক ভালো একটি পোস্ট। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। তবে নয়ন তারা ফুলটি এখন দেখায় যায় না। আপনার পোস্টে সেটা দেখে অনেক ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে ফুলের ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য ❤️❤️

ভাইয়া আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। হাটা চলাচল করতে সত্যিই অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। এগুলো শুধু ক্যাপচার করার মুহূর্ত টা বের করে নিতে হয়। তা আপনি করে নিয়েছেন এবং শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে আর সেই শাথে বিবরণ ছিলো অসাধারণ ভাইয়া।

 3 years ago 

আকর্ষণীয় বিষয়বস্তু, এটা আমার অন্তর্দৃষ্টি যোগ করেছে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87