প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণ (নবম পর্ব)। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এখন পর্যন্ত আমি বাংলাদেশের যতগুলো জায়গায় ঘুরতে গিয়েছি তার ভেতর অন্যতম সুন্দর হচ্ছে এই নীলাদ্রি লেক। যখন আমরা শিমুল বাগান ভ্রমণ শেষ করে নীলাদ্রি লেক এর দিকে রওনা দিলাম। তখন শুরু হলো এক দুর্গম পথে চলা। মোটরসাইকেল নানারকম চড়াই-উতরাই পেরিয়ে আমাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছিল।

IMG_20220211_134813.jpg

IMG_20220221_125236.jpg

যদিও যাত্রাপথের দুইপাশের সৌন্দর্য ছিল অসাধারণ। একপাশে ছিল ইন্ডিয়ান পাহাড় অন্যপাশে ফসলের ক্ষেত। যেটা ছিল বাংলাদেশের ভিতরে। যখন মোটরসাইকেলে করে নীলাদ্রি লেক এর উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখন মনে হয়েছিল এত কষ্ট করে যাচ্ছি গিয়ে যদি দেখি জায়গাটা তেমন সুন্দর না। তখন খুবই খারাপ লাগবে।

IMG_20220221_125509.jpg

IMG_20220211_210218.jpg

কিন্তু যখন নীলাদ্রি লেক এর কাছে পৌঁছলাম। তখন এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি দীর্ঘসময়। চমৎকার সবুজ রঙের পানি আর চারপাশে পাহাড় টিলা।সবকিছু মিলিয়ে এই লেককে একটি অসাধারণ রূপ দিয়েছে। লেকটি এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল ঝাপাঝাপি করে গোসল করা শুরু করি। আমার দেখা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা লেক এটা। এটার সৌন্দর্য আপনাকে বলে বোঝানো যাবে না। এটা সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সেখানে যেতে হবে।

IMG_20220221_125414.jpg

IMG_20220221_125307.jpg

আমরা চার মোটরসাইকেলে নীলাদ্রি লেক এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তিনটি মোটরসাইকেল আমরা একসাথেই নীলাদ্রি লেক এর কাছে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যে মোটরসাইকেলে আমার আম্মা ছিল এই মোটরসাইকেলটা তখনও আসছিল না। আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। আবার কোন সমস্যা হলো নাকি? মোটরসাইকেল যে চালাচ্ছিলো তাকে আমরা ফোন দিলাম। কিন্তু সে ফোন রিসিভ করছিল না। কিছুক্ষণ এভাবে অপেক্ষা করার পর আমাদের এক মোটরসাইকেল চালককে আমরা পাঠালাম তাদেরকে খুঁজতে। সেই মোটরসাইকেল চালক গিয়ে কিছুক্ষণ পর আমাদের ফোন দিয়ে জানালো তাদেরকে পাওয়া গিয়েছে। আম্মাকে নিয়ে সেই মোটরসাইকেল চালক ধীরেসুস্থে চালাচ্ছিল সেজন্য একটু দেরি হয়েছে।

IMG_20220211_144156.jpg

IMG_20220211_210331.jpg

যাইহোক আম্মা যখন নীলাদ্রি লেক এর কাছে পৌঁছল তখন আমরা ঘোরার জন্য একটি নৌকা ভাড়া করলাম। । এখানে নৌকার ভাড়া ছিল খুবই কম। তাছাড়া এই লেকে কায়াকিং করার ব্যবস্থা আছে। আমার খুব ইচ্ছা ছিল এখানে কায়াকিং করার। কিন্তু সময় স্বল্পতার কারণে আর সেটা হয়ে ওঠেনি।

IMG_20220211_211011.jpg

IMG_20220211_205321.jpg

নৌকায় উঠে আমরা লেকের অপর প্রান্তে চলে গেলাম।লেকের অপর পাড়ের দৃশ্য আরো সুন্দর। সেখানে সবুজ রঙের পানির ভেতরে ছোট ছোট কিছু দীপ সদৃশ জায়গা আছে। সেই জায়গা গুলো উপর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা নৌকায় করে সেই দীপ সদৃশ জায়গাগুলোর পাশ থেকে ঘুরে এলাম। তারপর লেকের অপরপ্রান্তে নৌকা থামিয়ে আমরা কিছুটা উপরে উঠলাম।

IMG_20220211_141319.jpg

IMG_20220211_205301.jpg

সেখানে চলল কিছুক্ষন ছবি তোলার হাঙ্গামা। এদিকে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কারো ভেতর ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমাদের সাথে যে বেক্তি গাইড হিসেবে এসেছিলেন। তিনি জানালেন আর বেশি সময় এখানে অবস্থান করা যাবে না। কারণ এখানে বেশিক্ষণ থাকলে তাহলে আমরা আর আজকে অন্য কোন স্পট দেখতে পারবোনা।

IMG_20220211_210316.jpg

IMG_20220211_210524.jpg

যদিও এখান থেকে ফেরার মোটেই ইচ্ছা ছিল না। তারপরেও অনিচ্ছাসত্বে এই চমৎকার জায়গা রেখে আমাদের ফিরে আসতে হলো। তবে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করে এসেছি। ইনশাআল্লাহ এখানে আবার ফিরে আসবো এবং তখন সারাদিনব্যাপী এখানে কাটাব। আমরা যখন লেকের অন্যপাড়ে। পৌঁছোলাম তখন নিজেদের ভেতর আলাপ করছিলাম যদি এখানে কোন একটা রিসোর্ট থাকতো। তাহলে কতই না সুন্দর হতো।

IMG_20220221_125157.jpg

IMG_20220211_210621.jpg

এই চমৎকার জল রাশির পাশেই রিসোর্টের বারান্দায় বসে আমরা সৌন্দর্য উপভোগ করতে পারতাম। যদিও জানি আপাতত এটা হওয়ার কোন সম্ভাবনা নেই। নীলাদ্রি লেক থেকে ফেরার পথে আমাদের প্রায় সবারই মন খারাপ ছিল। কারণ এত সুন্দর জায়গা ছেড়ে আমাদের সহজে যেতে ইচ্ছা করছিল না।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভ্রমণ পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

লেক দেখে তো মনে হচ্ছে ছোট সাইজের পুকুরের মত। তবে পানির রং টা অনেক সুন্দর। সেইসঙ্গে লেকের মধ্যে ছোট দীপটি অনেক ভালো লাগলো। দেখি এখন কবে কি হয়

 2 years ago 

ছবি দেখে যতটা ছোটো মনে হচ্ছে আসলে এতটা ছোট না। মাঝারি সাইজের লেক। তবে লেকটা একদম ছবির মতো সুন্দর।

 2 years ago 

ভাইয়া সিলেট আমার খুব পছন্দের জায়গা বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। কিন্তু সিলেট কখনো যাওয়া হয়নি অনেক চেষ্টা করেও সিলেট যেতে পারিনি। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য গুলো অসাধারণ নীলাদ্রি লেক এর কথা অনেক শুনেছি এর সৌন্দর্য অবর্ণনীয়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার দেখার সাধ কিছুটা মিটলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

নীলাদ্রি লেক যাওয়ার রাস্তাটা একটু দুর্গম। তবে যখন নিলাদ্রি লেকের কাছে পৌঁছবেন তখন আর কোন কষ্টই মনে থাকবে না।

 2 years ago 
ওয়াও অনেক সুন্দর ফটোগ্রাফি ভাইয়া। প্রত্যেকটি ফটো অনেক সুন্দর ভাবে ফুরিয়ে তুলেছেন দেখতে অনেক সুন্দর লাগতাছে। এবং সব গুলো ফটো অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্ধি করেছেন। সত্যি অনেক জোস ছিল। এবং বিষয় গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এরকম সুন্দর একটা মূহুর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য,,,,,,,
 2 years ago 

ফুরিয়ে

ক্যামেরাবন্ধি

ভাই চেষ্টা করবেন পোস্ট বা কমেন্ট লেখার পর সাবমিট করার আগে একবার চোখ বুলিয়ে নিতে। তাহলে আর এই ধরনের ছোটখাট ভুল হবেনা। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত কাঠ-খড় পুড়িয়ে নীলাদ্রি লেক উপভোগ করতে গিয়েছেন। কিন্তু যাওয়ার পথে খুব সঞ্চয় বোধ করছেন গিয়ে যদি সৌন্দর্য উপভোগ করতে না পারেন। আরেকদিকে আপনার আম্মু আন্টির জন্য আপনাদের খুবই টেনশন হচ্ছে কেন আসতে লেট করছে, অবশ্য আন্টি হয়তো বয়স্ক মানুষ বিদায় মোটরসাইকেলটি ধীরেসুস্থে চালিয়ে আসছিল এই কারণে লেট হচ্ছিল। যাই হোক অবশেষে আপনারা নৌকা ভাড়া করে নিয়েছেন। আপনার বিস্তারিত কথা শুনে মনে হচ্ছে সত্যিই আশ্চর্যজনক সুন্দর জায়গা টি। তবে এখনো সিলেটে যাওয়া হয়নি যদি কখনো যাই অবশ্য ভ্রমণ করে আসব। আর আমাদের সাথে আপনার এত সুন্দর আনন্দঘন মুহূর্ত গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

সময় করে একবার বন্ধুবান্ধব নিয়ে সিলেটে ঘুরতে যান। দেখবেন খুব ভালো লাগবে। অনেকগুলো সুন্দর স্পট আছে ঘুরে দেখার মত।

arabesko.ru_13-1.png


ভাইয়া সিলেট করার শখ আমার অনেক। ছবিতে লেকটি দেখতে এতটা সুন্দর যা আমি আমার চোখে বোঝাতে পারছি না। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে সেই প্রাকৃতিক দৃশ্যের ছবি গুলো আপনার মোবাইলে ক্যাপচার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সিলেট ভ্রমণের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

qara-xett.png

 2 years ago 

আসলে চারপাশের প্রকৃতি এত সুন্দর যে ছবিগুলো সুন্দর আসতে বাধ্য। অত্যন্ত সুন্দর একটি জায়গা এই নীলাদ্রি লেক।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার সিলেট ভ্রমনের পর্বগুলা যতই দেখছি ততই বেশি আগ্রহ জন্মা নিচ্ছে বুকের মধ্যে সিলেট ভ্রমণ করার। আজকের ফটোগ্রাফি কিন্তু দুর্দান্ত ছিল ।খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ।আর মনে মনে কল্পনা করতেছি কোন দিন যেতে পারবো আবার স্বপ্নের সিলেটে।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য আসলে জায়গাটি খুব সুন্দর। সেজন্যই হয়তো ছবিগুলো সুন্দর লাগছে।এই বর্ষায় ঘুরে আসুন।

 2 years ago 

নীলাদ্রি লেক এর পানি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এত স্বচ্ছ পানি আমার খুব ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি কত চমৎকার সময় উপভোগ করেছেন। এমন জায়গা থেকে আসতে না চাওয়াটাই স্বাভাবিক ভাইয়া। তবে এই আসতে না চাওয়ার কারণে আপনার বারবার সেখানে যেতে ইচ্ছা করবে। প্রতিটি ফটোগ্রাফির দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরিবেশের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

আপু গরমের দিন হলে আমি অবশ্যই গোসল করে আসতাম এতো সুন্দর পানি। একবার ঘুরে আসুন আপু। ভালো লাগবে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। এমন প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি দেখলে কার না ভালো লাগে। নীলাদ্রি লেক টি আসলেই খুব সুন্দর। বিশেষ করে লেক এর পানির রং দেখতে খুবই ভালো লাগছে। লেকের মাঝের দ্বীপ ও খুব সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পরিবেশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

চমৎকার একটি জায়গা এই নিলাদ্রি লেক। এবার সিলেট ভ্রমণে আমার কাছে সবচাইতে সুন্দর লেগেছে এই জায়গাটি।

 2 years ago 

ভাইয়া আপনি সিলেট ভ্রমণের ছবিগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। অসাধারণ সুন্দর জায়গা।নীলাদ্রি লেকটা সত্যিই অনেক সুন্দর। আমি কখনো যায়নি তবে দেখে মনে হচ্ছে অসম্ভব সুন্দর। নৌকা করে ভাসতে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমার তো ছবিগুলো দেখে যেতে ইচ্ছে করছে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খালি নৌকা না। সেখানে কায়াকিং করারও ব্যবস্থা আছে। সুযোগ পেলে কায়াকিং করবেন। খুব মজা লাগবে।

 2 years ago 

ভাইয়া,অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম।এই নীলাদ্রি লেক এত সুন্দর যে আমার ইচ্ছে করতেছে এখনই এই লেকের পাড়ে চলে যাই।খুব ভালো লাগতেছে ভাইয়া এই সুন্দর পরিবেশ দেখে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটি জায়গা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আসলেই অসাধারণ জায়গা। সুযোগ থাকলে অবশ্যই একবার সেখানে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74