শাহী মুরগির কোরমা রেসিপি। ১০% সাইফক্স।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।

ছোটবেলা থেকেই আমার পোলাও খুবই প্রিয়। তবে শুধু পোলাও তোর খাওয়া যায়না। সাথে কিছু একটা চাই। পোলাওয়ের সঙ্গে আমার সবচাইতে পছন্দ কোরমা অথবা মুরগির রোস্ট। এই দুটোর যেকোনো একটা খাবার হলে আমার আর কিছুই চাই না। বেশ কয়েকদিন থেকেই পোলাও আর কোরমা খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তাই বাসায় রান্না হয়েছিল মুরগির কোরমা। যদিও আমি এটিকে কোরমা বলছি। কিন্তু এই কোরমা রান্না করার রেসিপি কিছুটা ব্যতিক্রমধর্মী। কারণ এই কোরমা রান্নায় রোস্টের মসলা ব্যবহার করা হবে। কোরমা খেতে অনেকটা রোস্ট এর মতো স্বাদ হবে। তো চলুন শুরু করা যাক।

শাহী চিকেন কোরমা রেসিপি

Polish_20220402_132214937.jpg

উপকরন সমুহ

Polish_20220402_132424387.jpg

উপকরণপরিমাণ
মুরগী১ টা
পেঁয়াজ কাটা১ কাপ
কাঁচা মরিচ১০ টা
আদা বাটা২ টেবিল চামচ
রসুন বাটা২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা৪ টেবিল চামচ
টক দই১/২ কাপ
টমেটো সস১/২ কাপ
চিনি১ টেবিল চামচ
রোস্টের মসলা১/২ প্যাকেট

রন্ধন প্রণালী

প্রথম ধাপ

20220401_133156.jpg20220401_133631.jpg
প্রথমে একটি কড়াইতে তেল নিই। তারপর তেল গরম হওয়ার পরে তার ভেতরে কেটে রাখা মুরগির টুকরোগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নেই।

দ্বিতীয় ধাপ

20220401_134422.jpg

মুরগির টুকরোগুলো ভাজা হয়ে গেলে সেগুলো কড়াই থেকে উঠিয়ে একটি পাত্রে রাখি। তারপর সেই তেলের ভেতরে কেটে রাখা পেঁয়াজ গুলি হালকা বাদামী রং হওয়া পর্যন্ত ভাজি।

তৃতীয় ধাপ

20220401_134917.jpg20220401_134938.jpg
20220401_135002.jpg20220401_135016.jpg

তারপর সেই পেঁয়াজ গুলির ভিতরে সমস্ত বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই।

চতুর্থ ধাপ

20220401_135051.jpg20220401_135158.jpg

তারপর কড়াইয়ের ভিতর রোস্টের মসলা এবং টমেটো সস যোগ করে আরও কিছুক্ষণ রান্না করি।

পঞ্চম ধাপ

20220401_135401.jpg20220401_135240.jpg

তারপর কড়াইয়ের ভেতরে ভেজে রাখা মুরগির টুকরোগুলো এবং টক দই দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি।

ষষ্ঠ ধাপ

20220401_135311.jpg20220401_135617.jpg

এখন কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ চিনি এবং কাঁচামরিচ যোগ করে মিনিট পাঁচেক রান্না করি।

সপ্তম ধাপ

20220401_141504.jpg

ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুরগির শাহী কোরমা। এখন এটা গরম গরম পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। কথা দিচ্ছি খেতে খুবই মজা লাগবে।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসস্যামসাং ফর্টি
ফটোগ্রাফার@rupok
স্থান

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 3 years ago 

পোলাও দিয়ে ঝাল মাংস খেতে পারিনা আমি। রোস্ট দিয়েই পোলাও খাই সবসময়। আপনার রেসিপি টি আমার কাজে লাগবে। শাহী মুরগির কোরমার রেসিপি টি ধাপে ধাপে গুছিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

আমার কাছেও পোলাওয়ের সঙ্গে ঝাল মাংসের থেকে রোস্ট বা কোরমা বেশি ভালো লাগে। আপনার সাথে দেখছি আমার পছন্দ মিলে গিয়েছে।

 3 years ago (edited)

আমার এমনিতেই এখন ক্ষুধা লেগেছে। এমন সময় আপনার রেসিপিটি আমার সামনে উপস্থিত হলো 🙄

আমার মুরগির মাংস এমনিই অনেক পছন্দ করি তার ওপর যদি রোস্ট বা কোরমা হয় তাহলে তো কোন কথাই নেই। আপনার রেসিপি টি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

আপু খেতে কিন্তু খুব মজা হয়েছিলো।

 3 years ago 

শাহী মুরগির কোরমা রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনার এই ব্যতিক্রম ধরনের একটি রান্না আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে মাঝে মাঝে পছন্দের খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি অনেক সুন্দর করে রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। মজাদার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো।

এটি কোরমা হলেও খেতে রোষ্টের সঙ্গে খানিকটা মিল পাবেন।

 3 years ago (edited)

মুরগীর শাহী কোরমা দেখেই এক প্লেট পোলাও এর ডিমান্ড করছে আমার মন আর পেট।সেই পোলাও দিয়ে এই কোরমা খেতে পারলে যা দারুণ লাগতো।🤪

আপনি এক কাজ করেন। কোন এক রেস্টুরেন্টে কোরমার বার্গার অর্ডার করেন। তাতে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। হা হা হা

 3 years ago 

মাত্র রাতের খাবার শেষ করলাম তবে আপনার রেসিপিটি দেখে আবারও ক্ষুধা লেগে গেল😋 এ ধরনের রেসিপি যদি এখনই পেতাম তাহলে মনে হচ্ছে আরো দু প্লেট ভাত খেতে পারতাম ।রেসিপি টা এতটাই লোভনীয় দেখাচ্ছে যে জিভে জল চলে আসলো ।ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি তুলে ধরার জন্য।

রান্নাটা এত মজা হয়েছিল যে আমিও দু বেলাতেই পোলাও কোরমা খেয়েছি।

 3 years ago 

মুরগি আমার সবসময় পছন্দের একটা খাবার ভাই। তবে আপনার রেসিপি দেখে রাতের বেলা জিভে জল চলে আসলো। আপনার এই রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কোরমা রেসিপি সব সময় অনেক সুস্বাদু হয়। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম একটি নতুন ধরনের মুরগির কোরমা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। বাসায় একবার রান্নাটা ট্রাই করে দেখবেন। খারাপ লাগবে না।

 3 years ago 

আহা ভাইয়া এই রাতে শাহী মুরগির কোরমা দেখে পেটের কামড় শুরু হয়েছে। আপনার রান্না জোস হয়েছে । আপনিও যে সুন্দর রান্না পারেন তা আমার জানা ছিলো না।অসাধারন রান্না করেছেন। শুভকামনা রইল ভাইয়া

আপনার জন্যও অনেক শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ভাইয়া কি রেসিপি দিলেন দেখেই খেয়ে নিতে ইচ্ছে করছে , আমরা প্রায় একই ভাবে রান্না করি সবসময়। কিন্তু হঠাৎ ভিন্ন ভাবে রান্না করলে স্বাদ ও ভালো লাগে আর খেতে ও মজা পাওয়া যাই। অসাধারণ রেসিপি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হুম দাদা পোলাও আর মুরগীর রোষ্ট সত্যি অনেক মজার খাবার৷ আপনার মুরগীর রেসিপিটা দেখে জিভে জল এসে গেছে ৷.ধন্যবাদ এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য

রেসিপি টা একবার বাসায় চেষ্টা করে দেখুন। ভালো লাগবে।

 3 years ago 

আহ, শাহী কোরমা নাম শুনেই তো মাথা নষ্ট, ছবি দেখে মনে হচ্ছে অসম্ভব রকম ভালো হয়েছে খেতে, এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু এখন আমাদের জন্য পাঠিয়ে দিন 😝😝

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74698.65
ETH 2837.65
USDT 1.00
SBD 2.46