শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বা শরবত।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কমিউনিটিতে মাঝে মাঝেই বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে বেশিরভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় না। এবার যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা কমিউনিটির ১৫ তম প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আইডিয়াটা আমার কাছে দারুণ পছন্দ হয়েছে। কারণ এই প্রচন্ড গরমের ভেতরে ঠান্ডা এক গ্লাস ফলের জুস অথবা শরবতের থেকে ভালো আর কিছু হতে পারে না।

যখন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হোলো তখন থেকেই চিন্তা করেছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো। কারণ এই গরমের ভেতরে আমি ফলের জুস আর শরবত খেতে খুবই পছন্দ করি। তারপর আবার এখন চলছে রোজা। সারাদিন রোজা থাকার পর ঠাণ্ডা এক গ্লাস ফলের জুস অথবা শরবত হলে আর কি চাই। কয়েকদিন ধরে চিন্তা করছিলাম কোন ফলের জুস বানাবো? আমি সাধারণত কাঁচা আমের জুস খেতে খুবই পছন্দ করি। কিন্তু এখনো বাজারে জুস বানানোর মতো আমের সমাগম ঘটে নি। তাই চিন্তা করলাম আমার অত্যন্ত পছন্দের একটি ফল তরমুজের জুস বানাই।

ফ্রিজের ঠান্ডা তরমুজ খেতে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তরমুজ এমনি কেটে খাওয়া হলেও জুস করে সাধারণত খাওয়া হয়না আমার। তাই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চিন্তা করলাম তরমুজের জুস বানানো যাক। তাতে একটি মজার জুস খাওয়া হবে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ ও করা হবে।

তরমুজ একটি অত্যন্ত পুষ্টিকর ফল। এই ফলটি মিষ্টি। এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণ ও অনেক। তরমুজে আছে বিটা ক্যারোটিন যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। তাছাড়া তরমুজে আছে ভিটামিন-সি যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। এছাড়াও তরমুজ আমাদের ওজন কমাতে সহায়তা করে। আরও নানাবিধ গুণসমৃদ্ধ এই ফলটি। তো চলুন শুরু করা যাক তরমুজের জুসের রেসিপি।

তথ্যের উৎস

তরমুজের জুস

Polish_20220410_191408943.jpg

উপকরণ সমূহ

Polish_20220410_191621040.jpg

প্রস্তুত প্রণালী

IMG_20220410_161919.jpg

IMG_20220410_161938.jpg

IMG_20220410_162026.jpg

কেটে রাখা তরমুজ, লবণ, চিনি এবং বরফের টুকরো গুলো ব্লেন্ডারের ভিতর দিয়ে দিই। এখন আমাদের তিন থেকে চার মিনিট ব্লেন্ড করতে হবে।

IMG_20220410_162051.jpg

IMG_20220410_162059.jpg

IMG_20220410_162255.jpg

IMG_20220410_162510.jpg

ব্লেন্ড করা হয়ে গেলে একবার চেক করে নিতে হবে যে ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে কিনা। যেহেতু তরমুজ বিচিসহ ব্লেন্ডারের ভেতর দেয়া হয়েছিল। তাই আমাদেরকে একটি ছাকনি দিয়ে তরমুজের জুস ছেঁকে নিতে হবে।

IMG_20220410_162722.jpg

IMG_20220410_162839.jpg

IMG_20220410_162820.jpg

এখন তরমুজের জুস একটি গ্লাসে ঢেলে তার ভেতর কয়েক টুকরো বরফ দিয়ে পরিবেশন করতে হবে। তবে বরফ দেয়ার কিছুক্ষনের ভিতরেই জুস খেয়ে ফেলতে হবে। না হলে বরফ থেকে পানি ছাড়া শুরু হলে জুস এর সাদ পরিবর্তন হয়ে যেতে পারে। লবণ আর চিনির অনুপাত ঠিক হলে জুসটি খেতে আপনার কাছে দারুণ লাগবে। চাইলে এর সাথে কিছুটা লেবুর রস যোগ করতে পারেন। তাহলে সাদে কিছুটা ভিন্নতা আসবে।

আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খেলে আত্না জুড়িয়ে যাবে! আর রমজানে তো তো কমবেশি এই ফল খাওয়াই হয়। তাই দৈনিক একই ভাবে না খেয়ে এরকম করে জুস করে খেলে সময়্ও কম লাগবে আবার বেশি করেও খাওয়া যাবে 😜।
দারুণভাবে তরমুজের জুস এর উপস্থাপন করেছেন ভাই আপনি।

 2 years ago 

চেষ্টা করেছি। এখন আপনাদের ভাল লাগলেই সে চেষ্টা সার্থক হবে।

 2 years ago 

তরমুজ ফল এমনিতেই মানুষের দেহ ঠান্ডা করে ।আপনি খুব সুন্দর করে তরমুজের জুস তৈরি করেছেন যেটা খুবই লোভনীয় এবং এই রমজান মাসে সবাই খেতে পছন্দ করে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। তরমুজের জুস আসলেই খুব লোভনীয় একটি পানীয়। আপনি ঠিকই বলেছেন।

 2 years ago 

তরমুজের জুস খেতে আমার ভিশন ভালো লাগে। ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে তরমুজের জুস তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আমি তরমুজের অন্ধ ভক্ত। এই গরমের সময় তরমুজ আমার না হলে চলে না।

 2 years ago 

ভাইয়া জুস টা দেখে খেতে ইচ্ছে করছে। তবে যদি ইফতারের আগ মুহূর্তে পেতাম তাহলে অনেক ভালো হতো। তবে অসাধারণ ছিল আপনার জুস এবং পরিবেশনের সিস্টেম। সম্পূর্ণ রেস্টুরেন্টের ফর্মুলায় আপনি পরিবেশন করেছেন দারুন ছিল আপনার তরমুজের জুস এর পরিবেশন। এত সুন্দর একটি জুস আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আপনি যদি কখনও এই জুসটা বানাতে চান তাহলে সাথে সামান্য লেবুর রস যোগ করে নেবেন। খেতে অনেক বেশি মজা লাগবে।

 2 years ago 

তরমুজের জুস আমার সবসময় ফেভারিট। চমৎকারভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন । প্রক্রিয়াটি ফলো করে যে কেউ সহজে ধরা শরবত বানাতে পারবে, এ ধরনের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই জুস বানাতে কোন ঝামেলা নেই। কিন্তু খেতে ভালই সুস্বাদু।

 2 years ago 

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না জেনে একটু খারাপ লাগলো তবে ভালো লাগলো আপনার এই ১৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখে। আপনি খুব সুন্দর ভাবে তরমুজের জুস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। জুস তৈরি করার প্রসেস টা আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

জুস তৈরির প্রচেষ্টা কিন্তু একেবারেই সহজ। বাসায় একবার তৈরি করে দেখবেন। খেতে খারাপ লাগবে না।

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন, শরবত কিংবা জুসে চিনির পরিমাণ এবং লবণের পরিমাণ কমবেশি হলে আর খেতে ভাল লাগেনা। তরমুজের জুস এর আগে আমারও কখনো খাওয়া হয়নি। দেখতে বেশ মজাদার লাগছে।

 2 years ago 

তবে শুধু তরমুজের জুস না খেয়ে সাথে একটু লেবুর রস মিশিয়ে খেয়ে দেখবেন। বেশি মজা লাগবে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই সারাদিন রোজা থেকে এই গরমে এক গ্লাস ঠাণ্ডা শরবত খেলে শরীর আর মনটা একদম চাঙ্গা হয়ে যায়। তবে আমার নিজের জন্যে খুব আফসোস হচ্ছে মনে হয়না এই প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করতে পারব,কারণ এখনো পরীক্ষার কারণে মেসেজ আছি😢। তবে আপনার শরবত বানানোর প্রক্রিয়া টি অনেক ভালো লেগেছে আমার কাছে, আরে এই সময় তরমুজ ও চার দিকে এভেলেবেল একদিন চেষ্টা করে দেখব বাসায় গিয়ে।

 2 years ago 

আপনার জন্য খারাপ লাগছে। কারণ মেসে থাকার কারণে হয়তো আপনি ঠান্ডা তরমুজ মিস করছেন। সারাদিন রোজা থাকার পর যখন ঠান্ডা তরমুজের জুস এ চুমু দেবেন। তখন আসলেই অনেক ভালো লাগে।

 2 years ago 

এই গরমে সত্যিই অনেক ঠান্ডা শরবত এর প্রয়োজন। আর সেটা যদি তরমুজের শরবত হয় তাহলে তো কোন কথাই নেই। আপনার মত আমিও কাঁচা আমের শরবত পছন্দ করি। কিন্তু আপনি আজকে তরমুজের শরবত দারুন বানিয়েছেন। নিশ্চয়ই খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। দেখে তো আমার এখনই এক গ্লাস ঠাণ্ডা শরবত খেতে ইচ্ছে করছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। আসলে এই গরমে ভেতরে সারাদিন রোজা থাকার পর এক গ্লাস ঠান্ডা জুস হলে আর কিছু লাগেনা।

 2 years ago 

তরমুজের জুস রেসিপি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে গরমের সময় তরমুজের জুস খেতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই জুসের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে রেসিপি তৈরির প্রসেস উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাসায় এই জুসটি বানিয়ে দেখবেন। সাথে একটু লেবুর রস যোগ করবেন। তাহলে খেতে আরো ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74