প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমন (দশম পর্ব)। ১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


নীলাদ্রি লেক ভ্রমণ শেষে আমরা রওনা দিলাম আমাদের শেষ আজকের মত শেষ গন্তব্যের উদ্দেশ্যে। আবার সেই দুর্গম রাস্তা ধরে অনেকটা পথ চলা। সারাদিন ঘোরাফেরার ফলে সবাই অত্যন্ত ক্লান্ত বোধ করছিল। সেই অনেক সকালে রেস্ট হাউস থেকে বের হয়েছি। তারপর সারাটা দিন রাস্তায় রাস্তায় কেটেছে।

IMG_20220211_154926.jpg

IMG_20220211_154923.jpg

আমরা যখন নীলাদ্রি লেক ভ্রমণ শেষে বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা দেই তখন বিকাল হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারছিলাম হাতে সময় বেশি নেই। কারণ শীতের দিন খুব দ্রুত সন্ধ্যা নেমে যায়। তাই আমাদেরকে অবশ্যই সন্ধ্যার আগে আমাদের গাড়ির কাছে পৌঁছাতে হবে। নইলে এই রাস্তায় রাতে মোটরসাইকেলে চলতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে।

IMG_20220211_154912.jpg

IMG_20220211_154906.jpg

যাই হোক আমরা আধাঘন্টার ভেতরে বারিক্কা টিলা পৌঁছে গেলাম। কিন্তু এখানে এসে আমি কিছুটা হতাশ হলাম। কারণ এর আগের যে দুটো স্পটে আমরা গিয়েছি সে জায়গা দুটো অনেক সুন্দর ছিল। এখানে আসলে দেখার মত তেমন কিছু নেই। আমরা একটি টিলার উপরে দাঁড়িয়ে ছিলাম। টিলার পাশ দিয়ে বয়ে যাচ্ছিল স্বপ্নের জাদুকাটা নদী। আমরা টিলার উপর থেকেই যাদুকাটা নদীর স্বচ্ছ সবুজ রঙের পানি দেখতে পাচ্ছিলাম।

IMG_20220211_155718.jpg

IMG_20220211_155545.jpg

সামান্য দূরেই ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছিল। তবে টিলার উপর থেকে নদী দেখে মন ভরছিল না। একবার সিদ্ধান্ত নিলাম নীচে নেমে নদীতে পা ভিজিয়ে আসি। কিন্তু স্থানীয় কয়েকজন আমাদেরকে নিষেধ করল। তারা বলল এদিক দিয়ে নামতে যাবেন না। এদিক দিয়ে নামতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমরা আর তখন সেদিকটা তো গেলাম না। এর ভেতরে একটা মজার ঘটনা ঘটলো। ঘটনাটা একই সাথে মজার এবং কিছুটা বিরক্তিকর ও।

IMG_20220211_155705.jpg

IMG_20220211_155558.jpg

আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম তার থেকে সামান্য দূরে ইন্ডিয়ান বর্ডার। সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড এর তরফ থেকে একটি সাইনবোর্ড লাগানো ছিল। যেখানে পরিষ্কারভাবে লেখা ইন্ডিয়ান বর্ডার প্রবেশ নিষেধ। কিন্তু আমরা হঠাৎ করে খেয়াল করে দেখলাম একটি লোক সেই সাইনবোর্ড পার হয়ে অনেকদূর চলে গিয়েছে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য। এই দৃশ্যটা দেখার পর আমি লোকটার উপর খুবই বিরক্ত হলাম। এর ভেতর সেখানে ডিউটিরত বিজিবি সদস্যরা একটি দোকানে বসে হালকা নাস্তা করছিল। সেখানকার একজন লোক সেই বিজিবি সদস্যদের ডেকে ওই লোকটিকে দেখালো। সাথে সাথে বিজিবির লোকজন তৎপর হয়ে উঠল। তারা বাঁশির ফু দিতে দিতে লোকটির দিকে এগিয়ে গেলো। কিন্তু তারা সেই সাইনবোর্ডটি অতিক্রম করল না। লোকটা প্রথমে খেয়াল করেনি যে তাকে ডাকা হচ্ছে। পরে সে যখন বুঝতে পারলো যে বিজিবি সদস্য তাকে ডাকছে। তখন সে দ্রুত সেখান থেকে ফিরে এলো।

IMG_20220211_155603.jpg

IMG_20220211_210735.jpg

এই নিয়ে সেখানে উপস্থিত পর্যটকরা খুব হাসাহাসি করছিল। সবাই বলছিল দেশে এতো জায়গা থাকতে সে বিদেশে গিয়েছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। যাই হোক সেখানে আর কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা অন্য একটা পথ দিয়ে নিচের দিকে নামলাম। নিচে নেমে যাদুকাটা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই নদীটি আসলে অত্যন্ত চমৎকার দেখতে। এটার স্বচ্ছ সবুজাভ পানি আপনার মন কেড়ে নেবে। সেখানে দেখলাম অনেকেই মাছ ধরার মতো করে কি যেন খুঁজছে। পরে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম তারা নদী থেকে কয়লা উত্তোলন করছে। আমরা আরো কিছুটা সময় যাদুকাটা নদীর পাড়ে কাটিয়ে আমাদের গাড়ির কাছে পৌছালাম।

IMG_20220211_210803.jpg

IMG_20220211_154408.jpg

তারপর শুরু হল নতুন বিপত্তি। সারাদিন ঘোরাফেরা করে আমরা সকলে প্রচন্ড ক্লান্ত বোধ করছিলাম। কিন্তু আমাদের সেই শুভাকাঙ্ক্ষী জামিল ভাই যিনি আমাদের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। এখন তিনি আবদার করেছেন তাদের বাড়িতে যেতে হবে। আমাদের জন্য রান্না হয়েছে। আমাদেরকে সেখান থেকে খাওয়া-দাওয়া করে তারপর ফিরতে হবে। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমরা অনেক ক্লান্ত। এর পরের বার যখন সিলেট আসবো তখন তার বাড়িতে খাওয়া-দাওয়া করব। কিন্তু সে নাছোড়বান্দা সে কিছুতেই আমাদের ফিরতে দেবে না তার দাওয়াত কবুল না করে। এমনিতেই সিলেটের মানুষ খুবই অতিথি পরায়ন। কি আর করা। শেষ পর্যন্ত তার অনুরোধের কাছে আমাদের আপত্তি আর টিকলো না। অগত্যা আমরা রওনা দিলাম তার বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে কিছুটা খাওয়া-দাওয়া করে আমাদের রেস্টহাউজের উদ্দেশ্যে ফিরে চললাম। এভাবেই চমৎকার একটি দিনের সমাপ্তি হলো।

IMG_20220211_153329.jpg

IMG_20220211_154501.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থান লিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

আসলে অনেক সময় এরকমই ঘটে থাকে, যে একটা জিনিস দেখে এসেছি সেটা আর আগের মত নেই। তখন কিন্তু কিছুটা খারাপ লাগে। আবার খারাপ না লেগে ভাল লাগতো যদি সেখানে আরো বেটার কিছু থাকত। দেখা যায় যে যেটা ছিল তার চেয়েও খারাপ হয়ে গেছে, তখন আর ওখানে মনটা বসে না। এরকম অনেক সময় আমার সাথেও ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ, প্রতিনিয়ত আপনার সিলেট ভ্রমনের বিভিন্ন মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সব সময়।

 2 years ago 

আপনার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ভ্রমণ দেখে চোখ এড়িয়ে যেতে চাইলেও মন কিছুতেই এড়িয়ে যেতে চাইলো না। বারিক্কা টিলা ও জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করার লোভ মন কিছুতেই সামলাতে পারল না। আপনি একটি মন্তব্য করেছেন এখানে দেখার মতো তেমন কিছুই নেই কিন্তু আমার কাছে এই ফটোগ্রাফি গুলোও অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এখানে দেখার মত তেমন কিছু নেই এটা বলার কারণ হচ্ছে আগের যে জায়গাগুলো ঘুরে দেখেছি সেগুলো অনেক সুন্দর ছিল। সময় পেলে একবার পরিবার নিয়ে সিলেট থেকে ঘুরে আসবেন।

 2 years ago 

আমাদের সিলেটে অনেক দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু এখনো আমার সিলেটে যাওয়া হয়নি। কিন্তু আজকে আপনার মাধ্যমে সিলেটের একটি দর্শনীয় স্থান দেখতে পেলাম। ছবিগুলো দেখে খুবই যাইতে ইচ্ছা হচ্ছে। ইনশাল্লাহ একদিন যাবো।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে সিলেটের একটি সুন্দর দর্শনীয় স্থান তুলে ধরার জন্য।

 2 years ago 

দেশের আনাচে-কানাচে এমন আরও অনেক সুন্দর দর্শনীয় স্থান আছে। তবে সিলেট জায়গাটি আমার বিশেষ পছন্দের। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লোকটির কাজে বাধা দেয়া উচিত হয়নি। যাচ্ছিল যখন পরের দেশে প্রকৃতির ডাকে সাড়া দিতে কাজটা সেরেই আসা উচিত ছিল। জাদুকাটা নদী টা সম্পর্কে আমি অনেক শুনেছি। নামটা যেমন সুন্দর নদীটাও মনে হয় তেমনি।

 2 years ago 

লোকটার প্রকৃতির ডাকে সাড়া দেয়ার ব্যাপারটি আমার কাছে বেশ মজা লেগেছে। আমারও ইচ্ছে সিলেট ভ্রমন করতে যাব, কিন্তু ঢাকার বাইরে তেমন যাওয়া হয়নি। আশা করি আগামীতে আমার ভ্রমণের ইচ্ছাগুলো পূরণ হবে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি জায়গার চমৎকার কিছু ছবি আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 2 years ago 

তাহলে এই বর্ষায় মনের সেই ইচ্ছাটা পূরণ করে ফেলুন। সিলেটে অনেকগুলো জায়গা আছে দেখার মত।

 2 years ago 

মধ্যবিত্তদের ইচ্ছে গুলো মাটি চাপা দিয়ে রাখতে হয় ভাই, কোনদিন সামর্থ্য হলে ইনশাআল্লাহ এই জায়গাগুলো ঘুরে দেখব। 😇

 2 years ago 

যদিও আমি নিজে সিলেটে থাকি তবুও আমার সিলেট অনেক ভালো লাগে। কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুখরিত করে। অনেক সুন্দর কিছু জায়গা আছে এগুলো প্রকৃতির অপার লীলাভূমি। আপনি খুব সুন্দর করে সিলেটের ভ্রমণ পর্ব গুলো বর্ণনা করেছেন আমাদের মাঝে। খুব ভালো লাগলো দেখে। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা করেছেন আমাদের মাঝে। এরকম পর্ব আকারে পোস্টগুলি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি তো খুব সৌভাগ্যবান একজন মানুষ যে এত সুন্দর একটি জায়গায় বসবাস করেন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছেও অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74