একটি ভ্রমণের মর্মান্তিক পরিণতি (শেষ পর্ব)। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পরবর্তী কয়েকদিন জয়নাল সেই কাপড় বেচায় ব্যস্ত হয়ে থাকলো। কাপড়গুলি বিক্রী করে তার ভালো পরিমাণ মুনাফা হয়। এভাবে কয়েকটি দিন কেটে যায়। আগামীকাল জয়নাল তার পরিবার নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে। তাই আজ একদম সকালে তার দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সারাদিন কেনাবেচা করে জয়নাল ফেরার সময় একটি ভ্যানে করে তার সমস্ত কাপড় বাড়িতে নিয়ে আসলো। কারণ আগামী কয়েকদিন সে দোকান করতে পারবে না। তাই তার কাপড়গুলি বাড়িতেই রাখতে হবে।

Polish_20220124_195317534.jpg

ইতিমধ্যে জয়নাল বাসের টিকিট কেটে ফেলেছে। আগামীকাল সন্ধ্যায় তাদের বাস ছাড়বে। দিনের বেলায় পরিবারের লোকজনের জন্য কিছু কেনাকাটা করতে হবে জয়নালকে। কারণ কোন জায়গায় ঘুরতে গেলে সব সময় কিছু না কিছু কেনাকাটার প্রয়েজন হয়। সীমিত সামর্থ্য এর ভেতরে জয়নাল ঠিক করেছে পরিবারের লোকজনের জন্য সে কিছু কিনবে। দুই ছেলেমেয়ে ইতিমধ্যে তার কাছে সানগ্লাসের বায়না দিয়েছে। সে হাসিমুখেই আবদার মেনে নিয়েছে।

পরদিন সকালে সে পরিবারের লোকজনকে নিয়ে মার্কেটে গেলো। দুই ছেলে-মেয়ের জন্য সানগ্লাস কিনলো। সাথে তার স্ত্রীর জন্য ও একটি নিলো। ছেলের জন্য একটি হাফপ্যান্ট ও কিনলো। এমন আরও টুকিটাকি কিছু কেনাকাটা করে তারা সবাই বাড়িতে ফিরে এলো।

সন্ধ্যার একটু আগেই তারা সবাই বাসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলো। কাউন্টারে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল। বাসে ওঠার পর থেকেই জয়নাল তার ছেলে মেয়েদের সাথে নানা রকম গল্প করছিল সমুদ্র নিয়ে। গল্প করতে করতে রাত গভীর হয়ে গেলো।

একসময় তারা সকলেই ঘুমিয়ে পড়লো। তাদের ঘুম ভাঙলো যাত্রাবিরতিতে। ঘুম ভাঙলে তারা দেখতে পেলো সবাই বাস থেকে নামছে। দেখাদেখি তারাও বাস থেকে নামলো। নেমে তারা দেখতে পেল সকলেই একটি অতি সুন্দর ভাবে সাজানো রেস্টুরেন্টে ঢুকছে খাওয়া-দাওয়া করার জন্য। অন্যদের দেখাদেখি তারাও সেখানে গিয়ে বসলো। খাবার অর্ডার করার আগে যখন তারা মেনু কার্ড দেখছিলো। জয়নাল খেয়াল করে দেখলো সেখানে প্রতিটা খাবারের দাম আকাশছোঁয়া। পরে তারা খুঁজে মেনুর সবচাইতে সস্তা খাবার অর্ডার করলো। তারপর খাওয়া-দাওয়া করে সেখান থেকে বেরিয়ে এসে বাসে উঠে গেলো। যথারীতি সকলে আবার ঘুমিয়ে পড়লো।

তাদের ঘুম ভাঙ্গে সকালে একবারে কক্সবাজার পৌঁছানোর পর। কক্সবাজার পৌঁছে তারা হোটেল খুঁজতে শুরু করে। যে হোটেলে তাদের পছন্দ হয় সেখানে রুম ভাড়া অনেক বেশি। শেষ পর্যন্ত তারা কম টাকায় রুম পাওয়া যাবে এমন হোটেল খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একটি হোটেলে ডাবল বেডের একটি রুম পেয়ে যায় মাত্র ১০০০ টাকা ভাড়ায়। যদিও হোটেলটি সী বিচ থেকে অনেকটা দূরে। সি বিচের কাছের হোটেল গুলোতে থাকতে গেলে তাদের অনেক টাকা গুনতে হবে। এজন্য তারা এই হোটেলটা বেছে নিলো ভাড়া কম হওয়ার জন্য।

হোটেলে জিনিসপত্র রেখে তারা সকলে চলে গেল সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে পৌঁছে ছেলে মেয়ে দুটি দৌড়ে পানিতে চলে গেলো। আর জয়নাল মুগ্ধ বিষয়ে এই বিশাল সমুদ্র দেখছিল। সমুদ্র দেখতে এত সুন্দর এ বিষয়ে তার কোনো ধারণা ছিল না। একটু পরে জয়নাল এবং তার স্ত্রী ও সমুদ্রে নেমে গেলো গোসলের জন্য। দীর্ঘক্ষন তারা সমুদ্রে গোসল করতে থাকলো।

জয়নালের ছেলে-মেয়ে দুটো কেউই সাতার জানে না। তারা বারবার একটু বেশি পানিতে চলে যাচ্ছিলো। জয়নাল তাদেরকে নিষেধ করছিল বেশি পানিতে না যেতে। কিন্তু তারা সেটা শুনছিল না। বিচে আরো অসংখ্য মানুষ গোসল করছিল। হঠাৎ করে জয়নাল খেয়াল করে দেখে তার ছেলেমেয়েকে আর দেখা যাচ্ছে না।

সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে চিৎকার করে তার ছেলে মেয়ে দুটিকে ডাকতে থাকে। কিন্তু ডাকাডাকি করেও তাদের কোনো হদিস মেলে না। জয়নাল এবং তার স্ত্রী চিৎকার করে কাঁদতে থাকে। তাদের আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায়। এর ভেতরে বিচের নিরাপত্তার দায়িত্বে কর্মরত কিছু লোকজন সেখানে চলে আসে। সবকিছু শোনার পর তারা রেসকিউ অপারেশন শুরু করে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত বিকালে ছেলে মেয়ে দুটির লাশ পাওয়া যায়। এক ঝটকায় জয়নালের পরিবার ধ্বংস হয়ে যায়। এভাবেই একটি আনন্দময় সময় বিভীষিকাময় সময়ে পরিণত হয়ে যায়। (সমাপ্ত)

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যিই খুবই মর্মান্তিক একটি ঘটনা ছিল। আসলে বাবা-মা'র অসাবধানতার ফলে দুটি ছেলে সাঁতার জানেনা সমুদ্রে নেমে গিয়েছিল। একটু যদি সচেতন করে রাখতো তাহলে দুটি শিশু কিছু হতো না।আসলে একমাত্র বাবা মা বুজে সন্তান হারানোর কষ্টটা।


IMG_20220106_113311.png

 2 years ago 

আপনার কমেন্ট গুলো পড়তে ভালো লাগে। কমেন্টেও খুব সুন্দর মার্কডাউন এর ব্যবহার করেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
  • ভাইয়া আজকে আপনার এই ভ্রমণ কাহিনীটি পড়ে আমার খুবই খারাপ লাগলো। যখন সমুদ্রের পাড়ে জয়নালের ছেলেমেয়েগুলো দৌড়ে আসলো সমুদ্রতে গোসল করার জন্য, জয়নাল তখন তার স্ত্রীকে নিয়ে গোসল করতে নামলো পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে, কারণ তারা অনেক আনন্দ করতে ছিল। কিন্তু দুঃখের বিষয় জয়নালের ছেলে-মেয়ে সাঁতার জানে না কিন্তু তারা বেশি পানিতে চলে গেল, তারপরে তাদের আর খুঁজে পাওয়া গেল না। তখন থেকে আমার অনেক খারাপ লাগল। শেষ পর্যন্ত ভেবেছিলাম খুঁজে পাবে কিন্তু খুঁজে পেল তাদের লাশ। সত্যিই আমার খুবই খারাপ লাগলো, এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে।এভাবে জয়নালের পরিবারের দুঃখ কষ্ট নেমে আসলো। আসলেই ভ্রমণ আমাদের যেমন আনন্দ দেয়। তেমনি আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে, আমাদের কষ্ট দেয়।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43