রাঙ্গামাটি ভ্রমণ অভিজ্ঞতা (দ্বিতীয় পর্ব)। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এখন আপনাদের সাথে কাপ্তাই লেক ভ্রমণ এর দ্বিতীয় পর্ব শেয়ার করব। গতপর্বে বলেছি দুপুর পর্যন্ত কাপ্তাই লেকের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে আমরা ক্লান্ত হয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম। পরে হোটেলে জিনিসপত্র রেখে আমরা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেই। যখন হোটেল রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। তখন শরীরে এত ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল আর ঘুরতে যাব না। আপাতত শুয়েই থাকি। কিন্তু আমার বন্ধু ফেরদৌসের কথায় আবার কাপ্তাই লেকে ঘুরতে গেলাম।

IMG_20211229_140547.jpg

IMG_20211229_140506.jpg

আমাদের হোটেল থেকে সেখানে যেতে ১৫-২০ মিনিট সময় লেগেছিল। পৌছেই পূর্বপরিকল্পনা মত আমরা ঘণ্টা চুক্তিতে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করি। সেই নৌকায় আমরা দুজনই যাত্রী ছিলাম। নৌকাটি খুব বেশি বড় নয় আবার ছোটও নয়। আগেই মনে হয়েছিল এত চমৎকার একটি লেকে যদি নৌকায় করে ঘুরতে না পারি তাহলে আমাদের ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা নৌকায় উঠার পর নৌকা চলতে শুরু করল। নৌকার মাঝি নৌকা চালানোর পর একটি জায়গায় এসে পৌঁছল। থামলে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন থেমেছেন? সে উত্তর দিল তেল নেয়ার জন্য থেমেছি। শুনে আমরা কিছুটা অবাক হলাম। পরে তার তেল নেয়া শেষ হলে আমরা আবার রওনা দিলাম।

IMG_20211224_125333.jpg

IMG_20211229_140527.jpg

কাপ্তাই লেক বিষয়ে কিছু তথ্য

কাপ্তাই লেকে ভ্রমণের আগে আমার ধারণা ছিলনা যে লেকটি এত বড়।

কাপ্তাই লেকের মূল আয়তন ১৭২২ বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক। বেশিরভাগ মানুষই জানে না যে এই লেকটি একটি কৃত্রিম লেক। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই লেকের সৃষ্টি হয়েছিল। এই লেকের গড় গভীরতা ৩০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ১৫১ মিটার।

তথ্যসূত্র

তথ্যসূত্র

এই লেকটাকে রাঙ্গামাটি জেলার প্রাণ বলা যেতে পারে। এখানে প্রচুর মিঠা পানির মাছের উৎপাদন হয়।

যখন নৌকায় করে লেকের বুকের ঘুরে বেড়াচ্ছি। তখন এর সৌন্দর্য দেখে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে ছিলাম। আদিগন্ত বিস্তৃত এই লেক এর যেন কোন কুল কিনারা নাই। দৃষ্টির শেষ সীমায় দেখা যাচ্ছে পাহাড়ের সাড়ি। লেক আর পাহাড়ের এমন মেলবন্ধন আমাদের দেশে আর কোথাও নেই। নৌকা ভ্রমন কালে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। লেকের শান্ত পানি এবং কোলাহল মুক্ত পরিবেশ যেন চোখে আদরের পরশ বুলিয়ে দিচ্ছিল। লেকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম। কখন যে সূর্যমামা অস্ত যাওয়ার পথে তা টেরই পাইনি। আরো কিছু নৌকা দেখছিলাম লেকের বুকে ঘুরে বেড়াচ্ছিল। সবাই চুপচাপ লেকের সৌন্দর্যে ডুবেছিল। মনে হচ্ছিল যদি এই নৌকা ভ্রমণটা না হতো তাহলে আসলেই আমাদের এই ভ্রমণ সম্পূর্ণ হতো না। একটা বড় অপূর্ণতা রয়ে যেত। যদিও ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে সারাদিন ঘুরতে পারলে ভালো হতো। কারণ তাহলে আমরা আরো কিছু দর্শনীয় স্থান দেখতে পারতাম।


IMG_20211224_125325.jpg

IMG_20211224_125146.jpg

IMG_20211224_124849.jpg

IMG_20211224_125142.jpg

IMG_20211224_164022.jpg

IMG_20211224_170930.jpg

IMG_20211224_140200.jpg

IMG_20211224_164515.jpg

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই
ফটোগ্রাফার@rupok
স্থানলিংক

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


Polish_20211012_184119287.jpg

আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 3 years ago 

ভাইয়া সবগুলা ছবি অনেক সুন্দর হয়েছে।আমারও ভালো লাগে গুরতে।যদিও কখনে রাঙ্গামাটিতে যাওয়া হয়নি।তবে যাওয়ার ইচ্ছে আছে। আপনার ছবিগুলা দেখে আমার এখনেই যেতে ইচ্ছে করছে।

 3 years ago 

বাহ অসাধারণ ভাই। কাপ্তাই লেকটা তো দেখছি খুবই সুন্দর। এবং আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। আপনি ভ্রমণটা খুবই উপভোগ করেছেন। এবং নৌকা ভ্রমণের সময় কাপ্তাই লেকের একটি ভিডিও ধারণ করতে পারতেন ভাই। আরও ভালো করে দেখতে পেতাম🙂।

 3 years ago 

ভাই রাঙ্গামাটি ভ্রমণ এর প্রথম পর্বটি বেশ ভালো লেগেছিল । দ্বিতীয় পর্ব টি আরো ভালো লেগেছে । প্রতিটা জাগার ফটোগ্রাফি গুলো আমাদের সামনে তুলে ধরেছেন ।যেখানে আপনি ঘুরেছেন সবগুলো অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন । আমরা এই অনুভূতিতে বিমোহিত হয়ে গেছি । আরো রাঙামাটি ভ্রমণ এর কিছু পর্ব আপনার কাছে আশা করছি ।ধন্যবাদ ভাই এত সুন্দর ভ্রমণ এর আনন্দময় মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছবিগুলো অসাধারণ মনোমুগ্ধকর ভাইয়া। এখনই যেতে মন চাচ্ছে। কাপ্তাই লেক নিয়ে অনেক ভালো ভালো কথা শুনেছি যদিও এখনও যাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে আরও কিছু জানতে পারলাম। কৃত্রিম লেক এটাও জানতাম না। যাইহোক অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর ছবি এবং অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। যাওয়ার ইচ্ছে এখন আরও অনেক বেড়ে গেল।একদিন যাব ইনশাআল্লাহ।
আপনার সকল মুহুর্ত এভাবে সুন্দর কাটুক।

 3 years ago 

আপনার বিষয়বস্তু খুবই আকর্ষণীয়, ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ, ছবির একটি সুন্দর নিয়ে যাওয়া

 3 years ago 

ভাইয়া অনেক শুনেছি রাঙ্গামাটি নাকি খুবই সুন্দর জায়গা দেখতে। কিন্তু আমি কখনো যাইনি সেখানে। তবে আপনার এই পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে কল্পনা করেই রাঙ্গামাটিতে চলে গেল। রাঙ্গামাটির অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করেছেন হয়ে। শেষ করে কাপ্তাই লেক দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51