কলকাতা মিউজিয়াম (হাজার বছরের পুরনো পাথরের মূর্তি)।। ফেব্রুয়ারি-০২/০২/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
গত দুইদিন আগের একটা পোস্টে কলকাতা মিউজিয়ামের টুকটাক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং অনেকের কাছে যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছিলাম। তাই আজ আবার হাজার বছরের পুরনো পাথরের মূর্তির দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মূর্তিগুলো কোন নির্দিষ্ট জায়গা থেকে উদ্ধার করা হয়নি, বরঞ্চ তার বদলে সারা ভারতবর্ষের আনাচে-কানাচে ঘুরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। তবে এর ভিতর আরো কিছু পাথরের মূর্তি রয়েছে যেগুলো দেশের বাইরের। এক সময় পাথরের মূর্তির খুবই প্রচলন ছিল। যেহেতু তখনকার সময়ে ক্যামেরা বা মুহূর্ত ক্যাপচার করার জন্য তেমন বিশেষ ব্যবস্থা ছিল না তাই পাথরের গায়ে বিভিন্ন দেবদেবী এবং রাজাদের মূর্তি খোদাই করা হতো। তাছাড়া বিভিন্ন ঘটনা পাথরের গায়ে খোদাই করে লিপিবদ্ধ করা হতো। সেই সময় এই ব্যাপার গুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হয়তো তখনকার মানুষ বুঝতে পারেনি, তবে এখন সেই প্রত্যেকটা জিনিস মানুষের কাছে এক একটা ইতিহাস এবং অমূল্য সম্পদ। চলুন তাহলে আর বেশি কথা না বলে পাথরের মূর্তিগুলো দেখে নেয়া যাক এবং তার সম্পর্কে টুকটাক আলোচনা করা যাক।

🎯পাথরের মূর্তি- দ্বিতীয় পর্ব🎯


20221227_153340.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আসনের উপর উপবিষ্ট অবস্থায় রয়েছে নাগরাজ। আনুমানিক নবম শতাব্দীতে বিহারের কোন একটা জায়গা থেকে এই মূর্তি সংগ্রহ করা হয়। তবে এটা কত পুরনো সেই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

20221227_153328.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আসনে উপবিষ্ট থাকা অবস্থায় কোন এক দেবী। এটাও নবম শতাব্দীতে ঝাড়খণ্ডের কোন একটা অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। এখন সেটা কলকাতা মিউজিয়ামে রয়েছে।

20221227_153347.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

পাথরের তৈরি এই মুহূর্তে সম্পর্কে বিশেষ কোন ইনফরমেশন পাওয়া যায়নি। তবে আনুমানিক নবম শতাব্দীর কাছাকাছি সময় এটা সংগ্রহ করা হয়েছিল।

20221227_153356.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

গভীর ধ্যানে আরোহণরত, পাথরের গায়ে খোদায়কৃত বুদ্ধদেবের মূর্তি।

20221227_153405.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

চুনাপাথরের তৈরি এই মূর্তিগুলোর মাধ্যমে যুদ্ধের নানা ঘটনাবলী প্রকাশ করা হয়েছিল। এটি অন্ধপ্রদেশ থেকে সংগ্রহ করা হয়।

20221227_153408.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221227_153413.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এই দুটো পাথরের মূর্তিও চুনা পাথরের তৈরি এবং সংগ্রহ করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে। তবে তাছাড়া বিশেষ কোনো ইনফরমেশন পাওয়া যায়নি।

20221227_153420.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

পাথর কেটে তৈরি করা হয় এই মূর্তিটির তেমন বিশেষ কোন ইনফরমেশন পাওয়া যায়নি। তবে আনুমানিক নবম শতাব্দীতে উড়িষ্যা থেকে সংগ্রহ করা হয় এই মূর্তিটি।

20221227_153424.jpg
স্থান: কলকাতা মিউজিয়াম , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

সেই সময়কার কোন এক রাজার মূর্তি। তবে মাথা এবং হাতের একটা অংশ না থাকার কারণে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়নি।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার পোষ্টের মাধ্যমে কলকাতা মিউজিয়ামে হাজার বছরের পুরনো কিছু পাথরের মূর্তি দেখতে পেলাম। অনেক বছর পরনো হওয়ার কারনে কিছু মূর্তি নষ্ট হয়ে গেছে। মিউজিয়ামে গেলে জ্ঞান বৃদ্দি পায়। অনেক অজানা জিনিষ জানা যায়। ধন্যবাদ ভাইয়া।

মিউজিয়ামে আসলে সত্যিই জ্ঞান বাড়ে এবং অনেক অজানা তথ্য জানা যায়। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59531.52
ETH 2678.46
USDT 1.00
SBD 2.43