এমন কিছু ফটোগ্রাফি যা আমাদের সবার জীবনের সাথে সম্পৃক্ত।। জুলাই -১৯/০৭/২০২২ ।।

আজ সারাদিন আমার উপর দিয়ে যে কি রকম ধকল গেলো সেটা বলে বোঝাতে পারবো না। সকাল থেকে ভয়ংকর রোদ এবং পুরো রোদটাই আমার গায়ের উপর দিয়ে চলে গেছে। সকাল থেকে ২ বার ইউনিভার্সিটি দৌড়াদৌড়ি করতে হলো। কারণ মাস্টার্স করার জন্য আমি বোম্বের একটা ইউনিভার্সিটিতে ফরম ফিলাপ করেছিলাম। সেখানে এখন লাস্ট সেমিস্টারের মার্কশিট চাইছে। তবে আমাদের লাস্ট সেমিস্টারের মার্কশিট এখনো বের হয়নি কারণ সবে মাত্র পরীক্ষা শেষ হলো। তবে এখনো প্রাকটিক্যাল, ভাইবাও বাকি আছে। সুতরাং এই সমস্যার সমাধান করার জন্য আমাকে সকাল থেকে এতটা দৌড়াদৌড়ি করতে হলো। তবে এখনো এই সমস্যার সমাধান পুরোপুরি হয়নি।
যখন বিকালে এই কাজগুলো শেষ করে বাড়ি ফিরছি, তখন আবার মুষলধারে বৃষ্টি নামলো। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, সারাদিন রোদে পুড়লাম এবং বিকালে বৃষ্টিতে ভিজলাম। এক ভয়ানক কম্বিনেশন বলা যেতে পারে। বাড়ি ফিরেই শরীরটা প্রচন্ড রকম খারাপ লাগছে জানিনা কত সময় সুস্থ থাকতে পারবো হয়তো আবার জ্বর আসতে পারে। যাইহোক এই দুর্বিষহ ঘটনা বলতে থাকলে আজকে আর বলা শেষ হবে না তার থেকে আমাদের আজকের বিষয়ে ফিরে আসা যাক।
আজ এমন কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করব যা আমাদের মোটামুটি সবার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল কোন এক সময়। আসলে এই ফটোগুলো নিয়ে বিস্তারিত তেমন কিছু বলার নেই। তবে আজকের ফটোগুলো নিয়ে যদি গল্প বলা শুরু হয় তবে সেটা কোথায় গিয়ে শেষ হবে, বলা মুশকিল। তাই তেমন বেশি কিছু বলতেও চাই না এগুলো নিয়ে। কারণ আমার উপরের লেখাগুলো পড়লে হয়তো আপনার বুঝতে পারবেন কত কষ্ট করে এখন বাড়ি ফিরে পোস্ট লিখছি।
InShot_20220719_140919114.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক পোস্ট যেহেতু করেছি সুতরাং এই বিষয়ে টুকটাকটা আলোচনা তো করতেই হবে। ফটোগুলো বেশ পুরনো তা প্রায় মাঝখানেক আগের। সময়ের অভাবে পোস্ট করব করব করেও আসলে এই পোস্টটি করা হয়নি। কিছুদিন আগে আমি এবং আমার এক বন্ধু মিলে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা গ্রামে ঘুরতে। আসলে এটাকে গ্রাম বললেই ভুল হবে, একটি ফাঁকা বিলের মাঝখানে কয়েকটি নতুন বাড়ি গড়ে উঠেছে। কিছু বছর আগে এই জায়গাটা ফাঁকা ছিল কিন্তু নতুন বসতি গড়ে ওঠার ফলে জায়গাটা বেশ জমজমাট এবং সাজানো গোছানো হয়ে উঠেছে।
যেহেতু বিকালে পৌঁছেছিলাম ওখানে, সুতরাং দেখলাম কিছু বাচ্চা ছেলে মেয়েরা ওখানে খেলাধুলা করছে। কেউ খেলছে ব্যাট বল, আবার কেউ ঘুড়ি ওড়াচ্ছে আবার কিছু মেয়েদের দেখলাম তাদের ইচ্ছা মতো রান্নাবাটি খেলছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন ঠিক এরকম খেলাধুলা করতাম বন্ধুদের সাথে। এমনকি মেয়েদের রান্নাবাটি পর্যন্ত খেলতাম। সেই দিনগুলো এখন কোথায়, সব হারিয়ে গেছে কালের গহব্বরে। সত্যি মনে পড়লে খুব কষ্ট লাগে সেই দিনগুলোর কথা। অনেকদিন পর এই ছবিগুলোই আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিল।
InShot_20220719_141436867.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141403754.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141342402.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141324190.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141257332.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141227826.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141157248.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141142514.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141125221.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141103958.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141531690.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141513020.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20220719_141459319.jpg

স্থান: নর্থ ২৪ পরগনা, কলকাতা, ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব আর বেশি বড় করবো না। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার আজকের পোষ্টের টাইটেল অনেক ভালো লেগেছে। কারণ আসলেই আপনি যেই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এগুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথেই সম্পৃক্ত। এমন দুরন্তপনা মুহূর্তগুলো সবার জীবনেই ছিল খেলাধুলা আনন্দ ঘুড়ি উড়ানো এই সব কিছু ছোটবেলায় সবার জীবনেই ঘটেছে। আপনার আজকের পোস্ট অনেক ভালো লেগেছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য। খুব ভালো থাকবেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

শৈশবের অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। সত্যিই এই সময়গুলো আর কখনো হয়তো ফিরে পাওয়া যাবে না। অসাধারণ ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার কমেন্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি ঠিক এভাবে উৎসাহ দিয়ে যাবেন। খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে আমি আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম ভাইয়া। ঘড়ির নাটাই হাতে করে কতদুর নিয়ে বেড়িয়েছি মাঠে মাঠে আর কত খেলে চির রৌদ্রের মধ্যে ক্রিকেট খেলা সবগুলোই মনে পড়ে গেল আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেবার জন্য।

জি ভাইয়া, আমরা সবাই একসময় এই সুন্দর দিনগুলো পার করেছি। যেগুলো আসলে এখন মনে পড়লে খুব কষ্ট লাগে। তবে কষ্ট লাগার পাশাপাশি এই ফটোগুলো দেখলে অনেকটা ছোটবেলার কথা মনে পড়ে ভালোও লাগে কোনো একটা দিক থেকে। যাই হোক, আপনার মন্তব্যটা পড়ে আমার খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো দেখে আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেলো। আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ছোট বেলা অনেক ঘুড়ি উড়িয়েছি। আপনার পোস্ট দেখে সব মনে পড়ে গেলো ভাই।

আপনার কমেন্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি ঠিক এভাবে উৎসাহ দিয়ে যাবেন। খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আমাদের ছোট বেলাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই ফটোগ্রাফি গুলো ই যথেষ্ঠ। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার উপস্থাপননা।।
শুভেচ্ছা রইল ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য। খুব ভালো থাকবেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

সত্যিই অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন এবং আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে আমার ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেল। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য। খুব ভালো থাকবেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনিও সব সময় খুবই ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

😊😍
 2 years ago 

আসলে ভাই কিছু কিছু ফটোগ্রাফি জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। কিছু কিছু মুহূর্ত কখনো ভুলা যায় না। আপনার পোস্ট দেখে অতীতের কথা মনে পড়ে গেলো এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার কমেন্টটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি ঠিক এভাবে উৎসাহ দিয়ে যাবেন। খুব ভালো থাকবেন আপনি, শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72