You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৯৭ | সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে কেনো অস্ত যায়?

সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যাবে, নাকি দক্ষিণ দিকে অস্ত যাবে, নাকি আবার ঘুরে পূর্ব দিকেই অস্ত যাবে সেটা সূর্যের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আসলে আমাদের কিছু না বলাই ভালো। আর বলা উচিতও হবে না রূপক দা। তবে নিতান্তই যদি জানতে ইচ্ছে করে, তাহলে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে। তবে এক্ষেত্রে সূর্য মাইন্ড করতে পারে তারপরও বলছি আর কি। আমার মনে হয় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিক দিয়ে ঘুরে চাঁদের সাথে রাতের বেলা প্রেম করতে যায়। তাছাড়া এটাও হতে পারে যে সূর্য মনে হয় পশ্চিম দিকের কোন একটা অফিসে সরকারি চাকরি করে।
Sort:  
 11 months ago 

ওই চাঁদের সাথে দেখাই করতে যায় মনে হচ্ছে, হি হি হি।

আমি নিশ্চিত চাঁদের সাথেই দেখা করতে যায়। কারণ অনেকে তো বলে শুনেছি যে চাঁদেরও নাকি কলঙ্ক আছে। হা হা হা...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66668.88
ETH 3521.99
USDT 1.00
SBD 2.55