ল্যাপটপ বা মোবাইল যাই বলেন না কেন প্রথম প্রথম প্রচন্ড ফাস্ট থাকে। এরপর আস্তে আস্তে স্লো হয়ে যায়। অবশ্য আমি বেশিরভাগ কাজ মোবাইল দিয়েই করি এজন্য আমার ল্যাপটপের উপর খুব বেশি একটা প্রেসার পড়ে না। কিন্তু গত সাত আট দিন ধরে দেখছি ল্যাপটপে মারাত্মক সমস্যা হয়েছে। এই জন্য আমি নিজেও দুই একদিন আগে ল্যাপটপ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তবে তেমন বিশেষ কোনো সুবিধা করতে পারিনি।
আমি যতদূর বুঝি ল্যাপটপ একটানা এক-দেড় বছরের ইউজ করার পরে উইন্ডোজ টা চেঞ্জ করা অত্যাবশ্যাক হয়ে পরে।