You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১৭৮ | কথায় বলে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, .... বাড়িতে কি মধুর চাষ হয় ?

আমার মনে হয় দাদা সব দোষ এই মৌমাছির। কারণ কোনো বাড়িতে সুন্দরী মেয়ে দেখলেই তারা সেখানে দাঁড়িয়ে যায়। তারপর নিয়মিত সেই সুন্দরী মেয়েকে দেখার জন্য তাদের বাড়ির আশেপাশেই মধুর চাক তৈরি করে, যাতে করে সব সময় যেতে আসতে দেখতে পারে সুন্দরী মেয়েদের। এই কারণেই আসলে মেয়ের বাপের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে মধুর কখনো কমতি হয় না। কারণ মৌমাছি নিজেই যখন এসে ধরা দিচ্ছে তখন তো আর মধুর কমতি হওয়ার কথা না। এটা একটা কারণ, তবে আমার মনে হয় অন্য আরো একটা কারণ রয়েছে। আসলে বিয়ের পর পুরুষ মানুষের কি অবস্থা হয় সেটা তো পুরুষ মানুষ বিয়ে করলেই বুঝতে পারে। বিয়ের পর পুরুষ মানুষের শরীরের যত মধু সেটা তার বউ চুষে নেয়, জীবনে শান্তি বলে কিছু থাকেনা। এই ব্যাপারটা আবার শশুর মশাই বুঝতে পারেন, কারণ মেয়েটা তো তারই। এই কারণেই আসলে শ্বশুর মশাই সব সময় বাড়িতে মধু রেখে দেয়, যাতে মধুর অভাবে তার মেয়ের জামাই শুকিয়ে না যায়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে সুন্দরী শালীও কিন্তু মধুর ভূমিকা পালন করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61720.10
ETH 2429.72
USDT 1.00
SBD 2.63