You are viewing a single comment's thread from:
RE: আবেগের কবিতা || বৈশাখের অনুভূতির কথা || Original Poetry by @hafizullah
বুদ্ধির ব্যবহার সকল ক্ষেত্রে করা যাবে না, মাঝে মাঝে বুদ্ধি রেখে কুবুদ্ধির ব্যবহার করতে হবে, যেটাকে সহজেই বলে চিকন বুদ্ধি, হি হি হি।
তবে তাই হোক আজ থেকে।😁
হাফিজ ভাই আমি আপনার কবিতার এমনি খুব বড় একজন ফ্যান। মাঝেমধ্যে আপনার কবিতা পড়ার চেষ্টা করি।
পান্তা খেয়ে আলতো করে
বউ যখন বলবে মোরে
ইলিশটা নয়তো পদ্মার
এই সব কিনে আনবে না খবরদার।
আমার মনে হয় হাফিজ ভাইয়ের সাথে এরকম কিছু একটা ঘটে গেছে। না হলে এরকম একটা সিরিয়াস কবিতা কি করে বের হলো মাথা দিয়ে। হা হা হা..
হা হা হা, আরে ভাই এই সব তো কমন ব্যাপার, কতো যে ধরা খাইছি খুশি মনে ইলিশ কিনে বাড়িতে এসে মিষ্টি ভাষায় বউয়ের জারি হজম করেছি, হি হি হি।