You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১২৮ | বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী কেমন কাটে?

বিবাহিতদের ১৪ ফেব্রুয়ারী ভয়ংকর যন্ত্রণা এবং কষ্টের মধ্যে দিয়ে কাটে। কোন কোন বিবাহিত পুরুষ চিন্তা করে যে আর কয়টা দিন অপেক্ষা করে যদি বিয়েটা করতাম তাহলে এইরকম পেত্নীর মুখ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে হতো না। আর ১৪ই ফেব্রুয়ারি হাতে হাত রেখে সুন্দরী বউ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে পারতাম। কেউ কেউ তো আবার বাজারে গিয়ে মুলো কিনে নিয়ে আসে। কারণ তাদের বউরা মুলোর জুস ছাড়া তাদের কিছু খেতেই দেয় না আর, বেশি খেলে শরীর খারাপ হয়ে যাবে এই কথা চিন্তা করে। কেউ কেউ তো আবার ভয়ে অসুস্থ হয়ে যায় ১৪ই ফেব্রুয়ারি, যে কি নাকি গিফট চেয়ে বসবে বউ, পরে বিপদে পড়ে যাব। কেউ কেউ আবার বউয়ের হাতের ঝাটার বাড়ি খেয়ে বন্ধুর বাড়িতে এসে আশ্রয় নেয়। সব মিলিয়ে একটা বিভীষিকাময় দিন যায় নিরীহ বিবাহিত পুরুষদের উপর এই ১৪ই ফেব্রুয়ারি।
Sort:  
 2 years ago 

হা হা 😄
দাদা এতো অভিঙ্গতা কোথায় পেলেন তাই চিন্তা করছি 😂

কিছুটা কল্পনা আর কিছুটা চোখের সামনে হতে দেখা। হা হা হা...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63223.35
ETH 2688.72
USDT 1.00
SBD 2.55