You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১২৬| মানিয়ে নেওয়ার নাম জীবন কেন?

বউয়ের কথার সাথে মানিয়ে না চলার কারণ যদি মরণ হয়, তাহলে মানিয়ে চলার নামই জীবন এটাই স্বাভাবিক। যাইহোক এটা গেল তো ফাজলামো এবার আসল কথা বলি।তুমি একটা জিনিস চিন্তা করো শুভদা, ধরো তোমার একজন অনুগত মানুষ রয়েছে যে তোমার সব কথা শোনে, মোটামুটি ভুল ত্রুটি হলেও তোমার সাথে মানিয়ে চলে। আর একজন ব্যক্তি যে সবসময় তোমার বিরুদ্ধে কথা বলে এবং কোন প্রকার ভুল ত্রুটি হলেই কোন কনসিডার করে না। তাহলে তুমি কার সাথে থাকবে...…? যে মানিয়ে নেয়, নাকি যে তোমার বিরুদ্ধে কথা বলে। কথা বললে আসলে অনেক কথাই বলা যায় তবে মানিয়ে নিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এতে করে উভয়পক্ষেরই লাভ হয়। আমার মতে মানিয়ে চলার নামই জীবন। তার মানে এটা বলছি না যে একেবারে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করার নামও কিন্তু জীবন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62991.12
ETH 2685.43
USDT 1.00
SBD 2.55