You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন ১২৫ | চোখের জলের কোনো রং হয় না কেন?

প্রথমেই উদাহরণ দিয়ে শুরু করছি দাদা, দেখা গেল সকিনার জন্য কান্না করলে চোখ দিয়ে লাল রঙের জল পড়ে, জরিনার জন্য কান্না করলে সবুজ রং, আর মর্জিনার জন্য কান্না করলে হলুদ রং। তাহলে তো ছেলেরা ধরা পড়ে যাবে যে একচুয়ালি কার জন্য কাঁদছে। এজন্যই উপর থেকেই ব্যাপারটা মিউচুয়াল করে দিয়েছে স্বয়ং ভগবান নিজে। এবার তুমি যদি সকিনার সামনে বসে মর্জিনার কথা চিন্তা করে কাঁদো তাহলে সমস্যা নেই, সেই সাদা রংয়ের জলই বেরোবে। তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপার অন্যরকম, তাদের কিন্তু রংবেরঙের কান্না বের হয় চোখ দিয়ে। কারণ তারা এত পরিমানে মেকআপ করে থাকে যে, সেই মেকাপের রঙের সাথে কান্নার জল মিশে রংবেরঙের কান্না বের হয়। সেই ক্ষেত্রে তাদের কান্না আইডেন্টিফাই করা আরো বেশি কঠিন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59500.17
ETH 2654.95
USDT 1.00
SBD 2.41