You are viewing a single comment's thread from:

RE: শারদীয়া কনটেস্ট ১৪২৯।। পর্ব-০২(অষ্টমীর পুজো)।। অক্টোবর-০৪/১০/২০২২

এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য rme দার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। তবে দাদা প্রতিযোগিতার আয়োজন না করলেও আমি প্রত্যেকটা ফটোই শেয়ার করতাম যেগুলো এখন শেয়ার করেছি আপনাদের সাথে। কিন্তু দাদা প্রতিযোগিতার আয়োজন না করলে আরেকটা ব্যাপার হতো সেটা হচ্ছে যে, পুরো কলকাতার সব মন্দিরের ফটোগুলো শেয়ার করতাম। কিন্তু এখানে যেহেতু একটা প্রতিযোগিতা সেজন্য পার্টিকুলার কিছু ফটোগ্রাফি বেছে বেছে share করতে হচ্ছে। এখানে হয়তো সব ঠাকুর গুলো তিনটি পর্বের মাধ্যমে দেখাবো কিন্তু যদি প্রতিযোগিতা না হত তাহলে ৮ থেকে ১০ টা পর্ব তৈরি করতাম। কালকের পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনার। অবশ্যই কালকের পর্ব দেখার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Sort:  
 2 years ago 

দাদা প্রতিযোগীতা শেষের পরেও পুজার ঘোরাঘুরি নামে একটি সিরিজ বানান।অপেক্ষায় রইলাম দাদা।

ওই রকম করে তো ফটো তোলা হয়নি বিশেষ। তবে আপনার কথা অবশ্যই রাখার চেষ্টা করবো। পুজোর পর আরো পর্ব বানাবো। তবে কিছুদিন পর কালীপুজো আসছে। আর কালীপূজা বারাসাতে বিখ্যাত। সুন্দর সুন্দর থিমের পূজা দেখাতে পারবো। ততদিন অপেক্ষায় থাকেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.032
BTC 61362.14
ETH 2643.36
USDT 1.00
SBD 2.58