You are viewing a single comment's thread from:

RE: সুন্দরবন ভ্রমণ( অষ্ঠম পর্ব)।

তারপরে প্রায় ৫ বছরের বেশি সময় চলে গেছে কিন্তু মালাটা আমার কাছে এখনো আছে। এখন পযর্ন্ত মালাটা দেওয়ার মতো কাউকে পাইনি হি হি সযত্নে রেখে দিয়েছি।

রেখে দেন, কেউ না কেউ তো আপনার ওই মালা পরতে অবশ্যই কোন সময় আসবে। তখন ওটা দিয়ে দেবেন আর আপনার এই কাহিনী খুলে বলবেন। আপনার আগের পর্বগুলো দেখা হয়নি তবে এই পর্বটা বেশ ভালো লাগলো। যদিও এই পর্বটা কেনাকাটা বিষয়ক ছিল তবে ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল।

যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।

এ কথাটা অনেক জায়গায় অনেক বার শুনেছি। তবে কথাটা কিন্তু বেশ মূল্যবান।

Sort:  
 2 years ago 

জী দাদা অপেক্ষায় আছি তার। ধন্যবাদ আপনাকে।। এবং কথাটা সত্যি অনেক মূল‍্যবান এবং সত্য।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69