You are viewing a single comment's thread from:

RE: কবিতা || স্বরচিত কবিতা - পাহাড় কথা।

আপনারা যখন কবিতা লিখেন।তখন যে বিষয় নিয়ে লিখেন তখন কি সে বিষয়টিতে নিজেকে কল্পনা করেন?

এটাই তো মূল উপায় কবিতা বা গান লেখার। আপনি নিজেকে ওই জায়গায় রেখে যদি কোনোকিছু লেখেন তাহলে সেটা সব থেকে ভালো কবিতা বা গান হবে। আপনি হয়তো জানেন কিছুদিন আগে আমি শান্তিনিকেতন দিয়ে ঘুরে আসলাম। ওখানে যে নদীটি আছে(কোপাই নদী) যেটা দাদা একটা পোস্টে উল্লেখ করেছিল। ওই নদীর পড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। এবং এই কোপাই নদীকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর কবিতা রয়েছে। যেটা ছোট বেলায় আমরা সবাই পড়েছি।
আচ্ছা এইবার আশা যাক আপনার লেখা কবিতার কোথায়। খুব সুন্দর হয়েছে বললেও হয়তো কম হয়ে যাবে। কারণ কাল একবার পড়েছিলাম এখন মন্তব্য করার আগে আরো একবার পড়লাম। ভালো থাকবেন আপনি আপু। আগামী দিন গুলোর জন্য শুভকামনা রইলো।
Sort:  
 2 years ago (edited)

হ্যা পড়েছিলাম ।ধন্যবাদ এতো মনোযোগ দিয়ে পরার জন্যে।

আপু না। হে:হে:হে:

 2 years ago 

কেনো যে আমি আপনার নামটা রুপা পড়ি নিজেও বুঝলাম না!এ নিয়ে অনেকবার।😁😁

এটা কোনো সমস্যাই না। আমি তো আইরিন আপু কে আরিয়ান পড়েছি কিছুকাল। হে: হে:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59991.95
ETH 2664.96
USDT 1.00
SBD 2.45