Kimling রেস্টুরেন্টের স্পেশাল Chow ।। জুলাই -০৮/০৭/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
Kimling রেস্টুরেন্ট হলো চায়না টাউনের নামকরা রেস্টুরেন্ট গুলোর ভিতরে অন্যতম। এটাই একমাত্র রেস্টুরেন্ট যেখানে pork এর কোন আইটেম পাওয়া যায় না। এই জন্যই মূলত আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম। বাঙ্গালীদের কথা মাথায় রেখে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কথা মাথায় রেখে তাদের এই সুব্যবস্থা। আর এই কারণেই প্রধানত আমার এই রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো লেগেছিল। সবার আগে বলতে হয় এই রেস্টুরেন্টের ভেতরের ambience এর কথা, যেটা আসলে না বললেই নয়। অন্যান্য ভালো রেস্টুরেন্ট গুলো তুলনায় এই রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো-গোছানো। তার থেকে বড় ব্যাপার ছিল এখানে সব ভদ্রলোকেরা খেতে এসেছিল। তবে এখানে খেতে আসলে একটা অসুবিধা আছে সেটা হল যে সব কিছুর দাম প্রচুর পরিমাণে নেয়। যারা এফোর্ট করতে পারবে তারা ছাড়া এখানে আসলে খেতে পারবে না কেউই। কারণ নরমাল খাবার দাবার খেলেই মোটামুটি হাজার টাকার কাছাকাছি বিল হয়ে যাবে।
আমরা রেস্টুরেন্টে ঢুকেই বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম এর ভিতর ছিল কিছু নন ভেজ আইটেম এবং কিছু ভেজ আইটেম। যেহেতু আমাদের ronggin ভেজিটেরিয়ান অর্থাৎ সে মাছ মাংস কিছু খায় না এজন্য তার জন্য স্পেশাল ভাবে ভেজিটেবল আইটেম অর্ডার করা হয়েছিল। তবে আমার কাছে ভেজ আইটেম খুব বেশি একটা ভালো লাগে না। এজন্য নন-ভেজ খাওয়ার চেষ্টা করি সব সময়। এবার একটা কথা বলি, এই রেস্টুরেন্টের সাধারণত দুটি সাইট ছিল এক সাইডে বসে সবাই মিলে খাবার দাবার খাওয়া যায়, আর অন্য সাইট হলো বার অর্থাৎ সেখানে মদ বা বিয়ার পাওয়া যায়। যদিও আমরা যেখানে বসেছিলাম সেখানেও লোকজন বিয়ারের বোতল নিয়ে বসে খাচ্ছিল। ইনফ্যাক্ট আমার পাশের টেবিলের লোকও কয়েকটা বিয়ারের বোতল নিয়ে খেতে বসেছিল দেখলাম। তবে সেদিকে আমাদের গুরুত্ব খুব বেশি একটা ছিল না। আমরা মূলত আমাদের খাবারের দিকে ফোকাস করি। মোটামুটি খাবার অর্ডার করার আধা ঘন্টা পর সমস্ত খাবারের আইটেম আমাদের সামনে এসে উপস্থিত হয়।
একটা কথা আছে না যে খাবার দেখেই যদি ভালো লাগে তাহলে সেটা খেতে যদি একটু খারাপপ হয় তাহলে তাতে সমস্যা নেই। আসলে প্রথম দেখাতেই খাবার গুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যাইহোক এইবার আসি যে চাওমিন নিয়ে আজকের পোস্ট সেটার সম্পর্কে কিছু রিভিউ দিতে। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এই চাওমিন টা আমার জীবনে খাওয়া বেস্ট চাওমিন অর্থাৎ এর আগে আমি এত টেস্টি চাওমিন কোনদিন খাইনি। চাইনিজদের নিজের হাতে তৈরি করা অথেন্টিক চাওমিন, যেটার টেস্ট আমার মুখে এখনো পর্যন্ত লেগে আছে বলতে গেলে। যেহেতু এটি মিক্সড চাওমিন ছিল তার মানে এর ভিতর ছিল চিকেন, প্রণ মাশরুম এবং সুইট কর্ন। তাছাড়া আরো কিছু কিছু আইটেম ভেতরে এড করেছিল সেগুলোর নাম তো জানিনা, এজন্য বিস্তারিত বলতে পারলাম না। আসলে দাম প্রচুর পরিমাণে নিলেও কোয়ান্টিটি ছিল বেশ ভালো। মোটামুটি চারজনে অল্প অল্প করে ভাগ করে নিয়ে নিয়েছিলাম। এবার যদি টেস্টের কথা বলি তাহলে বলব যে বাইরে সাধারণত এরকম টেস্ট এবং এরকম ফ্লেভারের চাওমিন পাওয়া যায় না। শুধুমাত্র ওখানে গেলে ছাড়া এ টেস্ট পাওয়া মুশকিল। আসলে বলে বোঝানো যাবে না সেই অথেন্টিক টেস্ট কেমন ছিল। সব মিলিয়ে আমি চাওমিনের রেটিং ১০ এ ১০ দেব। কারণ এর থেকে ভালো এর আগে আমি কখনো চেখে দেখিনি।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফুড রিভিউ পোস্ট। |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | চায়না টাউন, কলকাতা। |
প্রথমেই বলি আপনি যেভাবে খাবারটির প্রশংসা করলেন শুনে ভীষণ ভালো লাগলো। সত্যিই পরিবেশ এবং খাবারটি দেখে ভালো লাগলো। তবে কস্টলি খাবার এগুলো মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ ভাই চমৎকার একটি রিভিউ পোস্ট করার জন্য।
খাবারটা একটু কস্টলি ছিল এটা সত্যি কথা, তবে যেভাবে প্রশংসা করেছি সেটা আসলে প্রশংসার যোগ্যই ছিল। এত টেস্টি ছিল খেতে যে বলে বোঝাতে পারবো না ভাই।
ভাই আপনি ঠিক বলেছেন খাবার যদি দেখতে ভালো লাগে, তাহলে খেতে কম ভালো হলেও ভালো লাগে কিন্তু। কারণ ডেকোরেশন হলো খাবারের মূল সৌন্দর্য। যাইহোক ভাইয়া শুনে ভালো লাগলো জে আপনার খাওয়া বেস্ট চাওমিন ছিল এটি। যেহেতু টাকা বেশি নিয়েছে তাই খাবারটা ভালো হয়েছে। যেমন দাম তেমন মান। আপনার কাছে খাবারের রিভিউ শুনে আমার কিন্তু টেস্ট করতে ইচ্ছা করছে ভাইয়া।
আসলে আপু এটা তো ছিল অথেন্টিক জায়গার চাওমিন তাই অরজিনাল টেস্ট পেয়েছিলাম। আসলে আমরা বাইরে যেটা খাই ওটাতে অরজিনাল টেস্ট পাওয়া যায়। এজন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভাই চাওমিন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে হয়তো বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, আপনার ভাবীর হাতের চাওমিন টাও কিন্তু বেশ স্পেশাল হয়। যদিও বা রেস্টুরেন্টের মত হয়তো অত অভিজ্ঞতা নেই, তবে তার হাতের চাউমিন খেলে অনেকেই খুবই প্রশংসা করে। যাইহোক ভাই, আপনার পোস্টে ফটোগ্রাফিতে থাকা চাওমিন দেখে এবং প্রশংসা শুনে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে।Kimling রেস্টুরেন্টের স্পেশাল চাওমিন নিয়ে আপনার সুন্দর মন্তব্যটুকু তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলে নিজের পরিবারের বা পছন্দের মানুষের হাতের খাবার সকলেরই ভালো লাগে। তবে আমাদের ভাবি এত সুন্দর রান্না করে এই প্রশংসা যদি তিনি শুনতেন তাহলে হয়তো আরও সুন্দর করে রান্না করতেন আপনার জন্য ভাই। 🤭
চায়না টাউনের কথা আমি অনেকবার শুনেছি, তবে এই রেস্টুরেন্টে গিয়ে আসলে কখনো খাওয়া হয়নি। তবে তুমি যত সুন্দর করে রিভিউ উপস্থাপন করলে তাতে মনে হচ্ছে একদিন গিয়ে এই জিনিস খেয়ে আসতে হবে। আর ওদের খাবারগুলো আসলেই টেস্টি হওয়ার কথা, কারণ আমরা তো অনেক কিছু মিক্সড করে তারপর চাওমিন তৈরি করি। কিন্তু তারা অথেন্টিক জিনিস তৈরি করে, এজন্য টেস্ট অনেকটাই বেড়ে যায়। সত্যিই খুব সুন্দর একটা রিভিউ দিয়েছো।
ওখানে সব রেস্টুরেন্টের খাবার কিন্তু আবার টেস্টি না, তোমাকে দেখে শুনে তারপর যেতে হবে। তবে এটা সত্যি কথা যে তারা অথেন্টিক জিনিস তৈরি করে এজন্য আমরা নরমাল যেরকম চাইনিজ খাবার খাই তার থেকে অনেক বেশি আলাদা এবং টেস্টি।