Kimling রেস্টুরেন্টের স্পেশাল Chow ।। জুলাই -০৮/০৭/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

চাইনিজ খাবার দাবার তো এখন বলতে গেলে আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মোটামুটি প্রতিদিন না খেলেও সপ্তাহে অন্তত ১-২ দিন আমরা চাইনিজ আইটেম খেয়ে থাকি, সেটা বাড়ি বানিয়েই হোক বা কোন রেস্টুরেন্টে গিয়ে হোক। সাধারণত আমরা বাইরের নরমাল ছোট ছোট দোকানগুলো থেকে চাইনিজ আইটেম খেয়ে থাকি অধিকাংশ সময়। কিন্তু ক্ষেত্র বিশেষ মাঝেমধ্যে ভালো রেস্টুরেন্টে গিয়েও খাই। তবে সেটা হয়তো খুবই কম। বিশেষ করে আমার ক্ষেত্রে এটা তো সব থেকে বেশি হয় আর কি। তবে আপনার কি কখনো চাইনিজদের নিজের হাতে তৈরি করা তাদের যে চাইনিজ খাবার আইটেম সেটা কখনো খেয়েছেন কেউ....? এখানে অনেকেই হয়তো বলবেন যে খেয়েছেন, তবে তারপরও অধিকাংশ মানুষের একটাই উত্তর হবে যে না খাইনি। আচ্ছা যাই হোক তার আগে কলকাতা চায়না টাউনের ছোট একটা বর্ণনা দেই। তিরেত্তা বাজার কলকাতা মহানগরীর মধ্যাঞ্চলে অবস্থিত একটি চায়নাটাউন বা চীনাবসতি। তিরেত্তা বাজার ও ট্যাংরা ভারতের একমাত্র চায়নাটাউন। সাল ১৭৯৮, এক চিনা ব্যবসায়ী কলকাতায় আসেন এবং ঘাঁটি গাড়েন ট্যাংরা এলাকায়। মনে করা হয় আধুনিক ভারতের প্রথম চিনা নাগরিক তিনিই। এই কথাগুলো শুধুমাত্র জায়গাটা চেনার উদ্দেশ্য নিয়েই বললাম। তবে আজকে আমার পোস্ট খাবারের রিভিউ নিয়ে।

InShot_20230708_144516254.jpg

Kimling রেস্টুরেন্ট হলো চায়না টাউনের নামকরা রেস্টুরেন্ট গুলোর ভিতরে অন্যতম। এটাই একমাত্র রেস্টুরেন্ট যেখানে pork এর কোন আইটেম পাওয়া যায় না। এই জন্যই মূলত আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম। বাঙ্গালীদের কথা মাথায় রেখে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কথা মাথায় রেখে তাদের এই সুব্যবস্থা। আর এই কারণেই প্রধানত আমার এই রেস্টুরেন্টে গিয়ে বেশ ভালো লেগেছিল। সবার আগে বলতে হয় এই রেস্টুরেন্টের ভেতরের ambience এর কথা, যেটা আসলে না বললেই নয়। অন্যান্য ভালো রেস্টুরেন্ট গুলো তুলনায় এই রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো-গোছানো। তার থেকে বড় ব্যাপার ছিল এখানে সব ভদ্রলোকেরা খেতে এসেছিল। তবে এখানে খেতে আসলে একটা অসুবিধা আছে সেটা হল যে সব কিছুর দাম প্রচুর পরিমাণে নেয়। যারা এফোর্ট করতে পারবে তারা ছাড়া এখানে আসলে খেতে পারবে না কেউই। কারণ নরমাল খাবার দাবার খেলেই মোটামুটি হাজার টাকার কাছাকাছি বিল হয়ে যাবে।

20230625_141334.jpg

আমরা রেস্টুরেন্টে ঢুকেই বেশ কিছু আইটেম অর্ডার করেছিলাম এর ভিতর ছিল কিছু নন ভেজ আইটেম এবং কিছু ভেজ আইটেম। যেহেতু আমাদের ronggin ভেজিটেরিয়ান অর্থাৎ সে মাছ মাংস কিছু খায় না এজন্য তার জন্য স্পেশাল ভাবে ভেজিটেবল আইটেম অর্ডার করা হয়েছিল। তবে আমার কাছে ভেজ আইটেম খুব বেশি একটা ভালো লাগে না। এজন্য নন-ভেজ খাওয়ার চেষ্টা করি সব সময়। এবার একটা কথা বলি, এই রেস্টুরেন্টের সাধারণত দুটি সাইট ছিল এক সাইডে বসে সবাই মিলে খাবার দাবার খাওয়া যায়, আর অন্য সাইট হলো বার অর্থাৎ সেখানে মদ বা বিয়ার পাওয়া যায়। যদিও আমরা যেখানে বসেছিলাম সেখানেও লোকজন বিয়ারের বোতল নিয়ে বসে খাচ্ছিল। ইনফ্যাক্ট আমার পাশের টেবিলের লোকও কয়েকটা বিয়ারের বোতল নিয়ে খেতে বসেছিল দেখলাম। তবে সেদিকে আমাদের গুরুত্ব খুব বেশি একটা ছিল না। আমরা মূলত আমাদের খাবারের দিকে ফোকাস করি। মোটামুটি খাবার অর্ডার করার আধা ঘন্টা পর সমস্ত খাবারের আইটেম আমাদের সামনে এসে উপস্থিত হয়।

20230625_141548.jpg

একটা কথা আছে না যে খাবার দেখেই যদি ভালো লাগে তাহলে সেটা খেতে যদি একটু খারাপপ হয় তাহলে তাতে সমস্যা নেই। আসলে প্রথম দেখাতেই খাবার গুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যাইহোক এইবার আসি যে চাওমিন নিয়ে আজকের পোস্ট সেটার সম্পর্কে কিছু রিভিউ দিতে। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এই চাওমিন টা আমার জীবনে খাওয়া বেস্ট চাওমিন অর্থাৎ এর আগে আমি এত টেস্টি চাওমিন কোনদিন খাইনি। চাইনিজদের নিজের হাতে তৈরি করা অথেন্টিক চাওমিন, যেটার টেস্ট আমার মুখে এখনো পর্যন্ত লেগে আছে বলতে গেলে। যেহেতু এটি মিক্সড চাওমিন ছিল তার মানে এর ভিতর ছিল চিকেন, প্রণ মাশরুম এবং সুইট কর্ন। তাছাড়া আরো কিছু কিছু আইটেম ভেতরে এড করেছিল সেগুলোর নাম তো জানিনা, এজন্য বিস্তারিত বলতে পারলাম না। আসলে দাম প্রচুর পরিমাণে নিলেও কোয়ান্টিটি ছিল বেশ ভালো। মোটামুটি চারজনে অল্প অল্প করে ভাগ করে নিয়ে নিয়েছিলাম। এবার যদি টেস্টের কথা বলি তাহলে বলব যে বাইরে সাধারণত এরকম টেস্ট এবং এরকম ফ্লেভারের চাওমিন পাওয়া যায় না। শুধুমাত্র ওখানে গেলে ছাড়া এ টেস্ট পাওয়া মুশকিল। আসলে বলে বোঝানো যাবে না সেই অথেন্টিক টেস্ট কেমন ছিল। সব মিলিয়ে আমি চাওমিনের রেটিং ১০ এ ১০ দেব। কারণ এর থেকে ভালো এর আগে আমি কখনো চেখে দেখিনি।

20230625_135003.jpg

20230625_135008.jpg

20230625_135406.jpg

20230625_135443.jpg

20230625_135535.jpg

20230625_135708.jpg

পোস্ট বিবরণ


শ্রেণীফুড রিভিউ পোস্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনচায়না টাউন, কলকাতা।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

প্রথমেই বলি আপনি যেভাবে খাবারটির প্রশংসা করলেন শুনে ভীষণ ভালো লাগলো। সত্যিই পরিবেশ এবং খাবারটি দেখে ভালো লাগলো। তবে কস্টলি খাবার এগুলো মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ ভাই চমৎকার একটি রিভিউ পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

খাবারটা একটু কস্টলি ছিল এটা সত্যি কথা, তবে যেভাবে প্রশংসা করেছি সেটা আসলে প্রশংসার যোগ্যই ছিল। এত টেস্টি ছিল খেতে যে বলে বোঝাতে পারবো না ভাই।

 last year 

ভাই আপনি ঠিক বলেছেন খাবার যদি দেখতে ভালো লাগে, তাহলে খেতে কম ভালো হলেও ভালো লাগে কিন্তু। কারণ ডেকোরেশন হলো খাবারের মূল সৌন্দর্য। যাইহোক ভাইয়া শুনে ভালো লাগলো জে আপনার খাওয়া বেস্ট চাওমিন ছিল এটি। যেহেতু টাকা বেশি নিয়েছে তাই খাবারটা ভালো হয়েছে। যেমন দাম তেমন মান। আপনার কাছে খাবারের রিভিউ শুনে আমার কিন্তু টেস্ট করতে ইচ্ছা করছে ভাইয়া।

আসলে আপু এটা তো ছিল অথেন্টিক জায়গার চাওমিন তাই অরজিনাল টেস্ট পেয়েছিলাম। আসলে আমরা বাইরে যেটা খাই ওটাতে অরজিনাল টেস্ট পাওয়া যায়। এজন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ভাই চাওমিন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে হয়তো বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, আপনার ভাবীর হাতের চাওমিন টাও কিন্তু বেশ স্পেশাল হয়। যদিও বা রেস্টুরেন্টের মত হয়তো অত অভিজ্ঞতা নেই, তবে তার হাতের চাউমিন খেলে অনেকেই খুবই প্রশংসা করে। যাইহোক ভাই, আপনার পোস্টে ফটোগ্রাফিতে থাকা চাওমিন দেখে এবং প্রশংসা শুনে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছে।Kimling রেস্টুরেন্টের স্পেশাল চাওমিন নিয়ে আপনার সুন্দর মন্তব্যটুকু তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলে নিজের পরিবারের বা পছন্দের মানুষের হাতের খাবার সকলেরই ভালো লাগে। তবে আমাদের ভাবি এত সুন্দর রান্না করে এই প্রশংসা যদি তিনি শুনতেন তাহলে হয়তো আরও সুন্দর করে রান্না করতেন আপনার জন্য ভাই। 🤭

 last year 

চায়না টাউনের কথা আমি অনেকবার শুনেছি, তবে এই রেস্টুরেন্টে গিয়ে আসলে কখনো খাওয়া হয়নি। তবে তুমি যত সুন্দর করে রিভিউ উপস্থাপন করলে তাতে মনে হচ্ছে একদিন গিয়ে এই জিনিস খেয়ে আসতে হবে। আর ওদের খাবারগুলো আসলেই টেস্টি হওয়ার কথা, কারণ আমরা তো অনেক কিছু মিক্সড করে তারপর চাওমিন তৈরি করি। কিন্তু তারা অথেন্টিক জিনিস তৈরি করে, এজন্য টেস্ট অনেকটাই বেড়ে যায়। সত্যিই খুব সুন্দর একটা রিভিউ দিয়েছো।

ওখানে সব রেস্টুরেন্টের খাবার কিন্তু আবার টেস্টি না, তোমাকে দেখে শুনে তারপর যেতে হবে। তবে এটা সত্যি কথা যে তারা অথেন্টিক জিনিস তৈরি করে এজন্য আমরা নরমাল যেরকম চাইনিজ খাবার খাই তার থেকে অনেক বেশি আলাদা এবং টেস্টি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56159.14
ETH 2370.54
USDT 1.00
SBD 2.30