সমুদ্র সৈকত থেকে তোলা কিছু ফটোগ্রাফি।। আগস্ট -০৯/০৮/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

মৌসনি আইল্যান্ডের ভ্রমনের ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। মোটামুটি করোনা আসার বছরখানেক আগে ওখানে যাওয়ার কথা ছিল আমাদের। তবে মাঝখানে বেশ কিছু বছর করোনার প্রকোপ সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। এরপরে মাঝখানে আবার পরপর দুটো বড় ঝড় হলো সেই জন্য মৌসুনি আইল্যান্ড অনেকটাই ভেঙ্গে গেছিল। এর ফলে সেখানে প্রায় বছরখানেক যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। সব মিলিয়ে এমন হয়েছিল যে আমাদের শখটা অনেকটা শখেই মাটি চাপা পড়ে গেছিল। তবে এই বছর সত্যি কথা বলতে পরিবেশ পরিস্থিতি অনেকটাই ভালো ছিল। এই জন্য ওখানে যাওয়ার মত সৌভাগ্য শেষ পর্যন্ত হয় আমাদের।


মৌশুনি আইল্যান্ডের একটা বিশেষত্ব হলো ওখানে লোকজন খুব কম যায় এবং খাওয়া-দাওয়া অনেক বেশি ভালো। তাছাড়াও বিকেলবেলা সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। অন্যান্য সমুদ্র সৈকতের মতো অতটাও ভিড় থাকে না। তাছাড়াও এখানে রয়েছে প্রাইভেট বিচ যার কারণে নিজের ইচ্ছামত সমুদ্রে স্নান করা যায়। যাইহোক আমরা যেদিন ওখানে ঘুরতে গিয়েছিলাম সেদিন বিকেল বেলা আবার গিয়েছিলাম ম্যানগ্রোভ ফরেস্ট নামক একটা জায়গায়। সেখান থেকে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে।

InShot_20230809_151454955.jpg

প্রায় পরিত্যাক্ত ম্যানগ্রোভ ফরেস্টের ধারে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার একটি ফটোগ্রাফি। আমরা আসলে একটু বিকাল বিকাল করেই গেছিলাম যাতে যাতে করে সূর্যাস্ত দেখা যায়। তবে সূর্যাস্তের সময় জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় তাছাড়াও এখানকার ঠেসমূল গুলো এতটাই ভয়ঙ্কর যে পায়ে ফুটলেই ভাল রকমের ইনফেকশন এরা সম্ভাবনা রয়েছে। তারপরও সূর্য অস্ত যাওয়ার এই সিমটা অনেক বেশি আকর্ষণীয় লাগছিল এজন্য ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230809_151601368.jpg

সূর্যাস্ত যাওয়ার কিছু সময়ের ভিতর ই জায়গাটা জোয়ারের জলে একেবারেই ভরে যায়। এই সময়টাও আশেপাশের পরিবেশটা অনেক বেশি আকর্ষণীয় এবং ভয়ঙ্কর সুন্দর লাগছিল। সাধারণত এই জায়গাটায় জোয়ারের জল অনেক বেশি ঘোলা। তবে সমুদ্রের ঢেউ এতটাই তীব্র যে রীতিমতো ভয় লেগে যাওয়ার মত। তবে তারপরও মন্ত্রমুগ্ধ হয়ে বেশ কিছু সময় তাকিয়ে ছিলাম এতটাই সুন্দর লাগছিল দেখতে।

InShot_20230809_151546305.jpg

এটা আসলে সূর্যাস্ত যাওয়ার একটি ফটোগ্রাফি তবে এই জায়গাটার একটা বিশেষত্ব হল এখানে অনেক জায়গায় চোরাবালি রয়েছে। হয়তো এ কথা বললে আপনারা বিশ্বাস করবেন না তবে এটাই সত্যি। মোটামুটি আমি অনেক জায়গায় গিয়েই বালির ভেতর ঢুকে যাচ্ছিলাম। তবে এই জায়গাটা ঐরকম হওয়ার কারণ হলো এখান থেকে মাটি নিয়ে নিয়ে আসলে বাঁধ তৈরি করা হয়েছিল। এজন্য জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে এবং সেখানেই সমুদ্রের বালি এসে জমা হয়েছে। আর এই কারণেই জায়গার পরিস্থিতিটা এরকম।

InShot_20230809_151525063.jpg

ম্যানগ্রোভ ফরেস্ট এর ভিতর অতি যত্নে বেঁধে রাখা একটি মাছ ধরার নৌকা। তবে জোয়ারের জল এ এই নৌকাটা কিন্তু এরকম দাঁড়িয়ে থাকে না তখনও কিন্তু জলের উপর ভাসতে থাকে। এই ধরনের মাছ ধরার নৌকো রংবেরঙের হওয়ার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় এবং সমুদ্রের অনেক দূর থেকে দেখা যায়। আমার কাছেও আসলে দেখতে খুব ভালো লাগছিল এজন্য ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230809_151508653.jpg

জোয়ারের জলে ভেসে থাকা দুটি মাছ ধরার নৌকা। নৌকা দুটি জোয়ারের জলের সাথে এত সুন্দর ভাবে হেলেদুলে নাচছিল যেটা সত্যিই মনমুগ্ধকর ছিল। তবে ওই সময় কিন্তু নৌকায় লোকজন ছিল এবং তারা এক নৌকা থেকে আরেক নৌকে নৌকায় মাছ ট্রান্সফার করছিলো।

InShot_20230809_151430639.jpg

ম্যানগ্রোভ ফরেস্টের এক কোনায় পড়ে থাকা মৃত প্রায় একটি গাছ তবে এই গাছের ঠেশ মূল গুলো এতটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল যে গাছটা যদি মরেও যায় তাহলে সেখান থেকে তাকে তুলে আনা যথেষ্ট মুশকিল হবে। সূর্যাস্ত যাওয়ার সময় গাছটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল এজন্য আসলে ফটো তুলেছিলাম। আসলে নোনা জলের এই গাছ গুলো হত সহজে মরতে চায় না।

InShot_20230809_151410927.jpg

সমুদ্রের তীরে পড়ে থাকা একটি নোঙ্গর। তবে এটা কিন্তু কোন জাহাজের নোঙ্গর নয়, এটা হল নরমাল মাছ ধরার নৌকার নোঙ্গর। সচরাচর এই ধরনের নোঙ্গর দেখা যায় না তবে হঠাৎ করে চোখে পড়ে যাওয়ার কারণে ফটো তুলতে ভুল করিনি। যদিও অনেকটা জং ধরে গেছিল তারপরও দেখতে কিন্তু একবারে খারাপ লাগছিল না, কি বলেন..

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনমৌসুনি আইল্যান্ড।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সমুদ্র সৈকতে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সমুদ্র সৈকতে বিকেলবেলা এবং সকালবেলার ফটোগ্রাফি গুলো অনেক বেশি ভালো লাগে। যাই হোক আমি তেমন একটা ফটোগ্রাফি করতে পারি না। তারপরও মোটামুটি চেষ্টা করেছি। এত সুন্দর প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

সমুদ্র সৈকতে বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছে আপনি। আসলে সমুদ্র সৈকতের অপরূপ সুন্দর দেখতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। নিশ্চয়ই সমুদ্র সৈকতে খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। এত দুর্দান্ত পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য। আশা করি এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

 last year 

সমুদ্র সৈকতে বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছে আপনি। আসলে সমুদ্র সৈকতের অপরূপ সুন্দর দেখতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। নিশ্চয়ই সমুদ্র সৈকতে খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। এত দুর্দান্ত পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আমার তো বর্তমান এ সমুদ্র সৈকত থেকেও পাহাড় দেখতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

সমুদ্র সৈকতের ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার অনেক ভালো লাগে।আসলে সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাদের মনকে আকৃষ্ট করে তোলে। যাই হোক আজকে আপনার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার তো সমুদ্র সৈকতে ঘুরতেও যেমন ভাল লাগে তেমনি পাহাড় ঘুরতেও তেমন ভালো লাগে। ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 last year 

সেদিন আপনার মোসুনি আইল্যান্ডের ব্লগ টা পরেছিলাম আর ফটোগ্রাফি গুলোও দেখেছিলাম আমার খুবই ভাল লেগেছিল।অনেক ধন্যবাদ মোসুনি আইল্যান্ড নিয়ে দারুন তথ্য দেওয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য। আশা করি ঠিক এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

 last year 

প্রত্যেকটা ছবি ছিল তাকিয়ে থাকার মত, অপরূপ সৌন্দর্য ছিল সমুদ্র সৈকতের ছবিগুলো। নিঃসন্দেহে যে কারো মন ভালো করে দিতে পারে আপনার আজকের ফটোগ্রাফি গুলো।

ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। আশা করি এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

 last year 

বাহ্! মৌসুনি আইল্যান্ড দেখছি ভয়ংকর সুন্দর। ইউটিউবে অনেকবার অনেক ব্লগারের ভিডিওতে দেখেছি এই আইল্যান্ড, তবে তোমার ফটোগ্রাফি গুলো এত বেশি সুন্দর হয়েছে যে সেখানে ছুটে যেতে মন চাইছে, একবার ঘুরতে যেতেই হবে দেখছি আইল্যান্ডে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। আর ঠেস মূল, ম্যানগ্রোভ ফরেস্ট এর কথা শুনে সেই ভূগোল বইয়ের সুন্দরবনের কথা মনে পড়ে গেল, হি হি হি।

আমিও আসলে youtube দেখেই গেছিলাম। তবে ইউটিউবে দেখতে যতটা সুন্দর লাগে এখানে গিয়ে নিজের স্বচক্ষে দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47