এলোমেলো কিছু ফটোগ্রাফি।। জুন -১১/০৬/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বেশ কিছুদিন ধরে আমার গ্যালারিতে কিছু ফটোগ্রাফি এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। অর্থাৎ ফটোগুলো এমনই ছিল যেগুলো নিয়ে পার্টিকুলার কোন পোস্ট তৈরি করা যায় না, তাই সেগুলো একত্রিত করে একটা অন্যরকম পোস্ট তৈরি করতে হতো। যেহেতু ফটোগ্রাফি পোস্ট করার ক্ষেত্রে এই অপশনটা রয়েছে যে এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করা যায়। তাই আমি মনে করি যে আজকের পোস্টটার জন্য ফটোগুলো মোটামুটি পারফেক্ট ছিল। আজকের ফটোগ্রাফি গুলো সবগুলোই যে একসাথে তোলা হয়েছে সেটা কিন্তু নয় কিছু ফটোগ্রাফি রয়েছে যেগুলো এক বছরের অধিক পুরনো, আবার কিছু ফটোগ্রাফি রয়েছে কিছুদিন আগে তোলা। যাই হোক সব মিলিয়ে একটা এলোমেলো পোস্ট হতে চলেছে আজ। আশা করছি আপনাদের ফটোগ্রাফি গুলো মোটামুটি ভালো লাগবে। আর আমি অবশ্যই চেষ্টা করব ফটোগ্রাফির পেছনের দু একটা কথা বলার জন্য যাতে করে আপনারা কিছুটা হলেও ফটোগ্রাফি সম্পর্কে অনুমান করতে পারেন।

20220729_165738.jpg

এই ফটোটা তুলেছিলাম আজ থেকে প্রায় বছরখানেক আগে যখন শিয়ালদা মেট্রো স্টেশন প্রথম চালু হয়। তখন ওই সময়টাতে সব জায়গায় মেট্রো অ্যাভেলেবল ছিল না পার্টিকুলার কিছু জায়গায় মেট্রো চলাচল করতো। যেহেতু নতুন মেট্রো স্টেশন চালু হয়েছিল তাই আমরা বন্ধুরা মিলে দেখতে গিয়েছিলাম। সেখান থেকেই আসলে এই ফটোটা তোলা।

20220729_170952.jpg

একদিন দুপুরে হঠাৎ করে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরার পথে প্রচন্ড খিদে লেগে যায়, তাই শিয়ালদা স্টেশনে নেমে একটা খুব ভালো নিরামিষ হোটেল রয়েছে সেখান থেকে একটা নিরামিষ থালি অর্ডার করেছিলাম এটা তারই ফটোগ্রাফি। আসলে খাবারটা এত টেস্টি ছিল যে ফটো তুলে রাখতে ভুল করিনি।

20230610_222221.jpg

চাকরির প্রস্তুতির জন্য এখন কত কিছুই না করতে হচ্ছে ইদানিং তো আমাকে ক্লাস সেভেনের অংক বইও পড়তে হচ্ছে। এই ফটোটা তুলেছিলাম গতকাল রাতে, কাকুদের বাড়ি থেকে ফেরার পথে।

20220728_211114.jpg

কলকাতা ইকো পার্ক থেকে বেরিয়ে সামনের যে ফাঁকা মাঠ তার অপজিটের রাস্তা থেকে তোলা এই ফটোগ্রাফি টা। আসলে রাস্তাটা এতটাই ফাঁকা ছিল আর খুব সুন্দর লাগছিল, তাই ফটো তুলে নিয়েছিলাম।

20220728_141942.jpg

গত পরশুদিন আমাদের কলকাতায় সামান্য কিছু বৃষ্টি হয়ে পুরো কলকাতাকে শান্ত করে দিয়ে চলে গেছিল। আমি বেরিয়েছিলাম একটু কাজে তাই বৃষ্টি ভেজা রাস্তা দেখে ফটো তুলতে খুব মন চাইছিল এজন্য ফটোটা তুলে নিয়েছিলাম।

20220416_141903.jpg

খুব সম্ভবত এই ফটোটা ইকোপার্ক থেকে তোলা। জাপানি ফরেস্ট থেকে বেরিয়ে কিছুটা সামনে গেলেই এই সূর্যমুখী ফুলের বাগান দেখা যায় সেখান থেকে ফটোটা তুলেছিলাম।

20220622_192855.jpg

এই ফটোটা আমাদের বারাসাত স্টেশন থেকে তোলা গত পরশুদিন বাজার করতে গিয়ে সেখান থেকে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ করেই ওভার ব্রিজের উপর উঠে পুরো স্টেশনের ভিউ টা এত সুন্দর লাগছিল যে ঝটপট একটা ফটো তুলে নিয়েছিলাম।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 last year 

এলোমেলো ফটোগ্রাফি পোস্ট ভিজিট করতে আমার খুব ভালো লাগে ।কেননা একটি পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফটোগ্রাফি উপভোগ করা যায়।।
আপনার গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে খাবারের ফটোগ্রাফিরা দেখে কিন্তু খুব লোভ হচ্ছে বিকেল করে।।

আমার নিজেরও আসলে ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি কিন্তু অনেক সুন্দর ছিল এবং পাশাপাশি দারুন ভাবে বর্ণনা করেছেন। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আপনি শেয়ার করেছেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে একটা সাবলীল মন্তব্য করার জন্য।

 last year 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। এই ধরনের ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। তবে প্রথম এবং ষষ্ঠ ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 last year 

ঠিকই বলেছ, এরকম অনেক ফটোগ্রাফি গ্যালারিতে পড়ে থাকে, যেগুলো নিয়ে নির্দিষ্ট কোন পোস্ট করা যায় না। তবে যেহেতু এখানে এলোমেলো ফটোগ্রাফি পোস্ট করার সুবিধা রয়েছে ,তাই সেক্ষেত্রে ফটোগুলোকে কাজে লাগানো যায়। আসলেই চাকরির প্রস্তুতির জন্য ছোট থেকে বড় সব ক্লাসের বই পড়তে হয়। নিরামিষ থালি টা দেখে ,কিন্তু আমার খুব লোভ হচ্ছে।

আমার গ্যালারিতে যে এরকম কত ফটোর পড়ে রয়েছে সেটা তোমাকে বলে বুঝাতে পারব না। যাইহোক অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে এত সুন্দর করে গুছিয়ে একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04