কিছুটা স্বস্তির নিঃশ্বাস।। ডিসেম্বর-২৫/১২/২০২২

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
মাঝেমধ্যে আজকাল তো ভুলেই যাচ্ছি যে আমি কে... নিজেকে দেওয়ার মতো সময় পর্যন্ত আমার হাতে নেই। এই প্লাটফর্মে তো আমি সব মিলিয়ে এক থেকে দুই ঘন্টার মত সময় দিতে পারি, বাকি সময়টা আমার অন্য কাজে ব্যয় হয়। আপনার বিশ্বাস করবেন না, বিগত দেড় মাস ধরে আমি চার থেকে পাঁচ ঘণ্টার বেশি ঘুমাতেই পারছি না। এরপর আবার বাবাকে নিয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে নিজেকে প্রায় ভুলতেই বসেছিলাম। তবে গত পরশুদিন থেকে বেশ কিছুটা ফ্রি হয়েছি এবং আশা করা যায় এটা আরো কয়েকদিন অবধি থাকবে। আমার খুব কাছের বন্ধুবান্ধবের সাথে অনেক দিন হয়ে গেল দেখা হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সময় বের করে সবাই একটু একসাথে আড্ডা দেবো। আমি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমার বন্ধুবান্ধবেরও একই অবস্থা, সবারই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে। যাইহোক তারপরও সবার সাথে আলাপ করে গতকাল সন্ধ্যার দিকে কমন সময় বের করলাম।

20221218_175624.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

স্টেট ইউনিভার্সিটি ঠিক পেছনে সুন্দর একটা ক্যাফে রয়েছে। আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যার দিকে সেখানে গিয়ে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং সবার জমে থাকা কথা একে অন্যকে শেয়ার করব। আসলে আমাদের এই জায়গাটা পছন্দ হওয়ার পেছনেও যথেষ্ট কারণ ছিল। প্রথমত এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং সেটা তারা বরাবরই অব্যাহত রাখার চেষ্টা করে। অন্যদিকে সব থেকে আমার কাছে যে বিষয়টা ভালো লাগে সেটা হল, ঠিক এই ক্যাফেটার পেছনে একটা ফাঁকা জঙ্গল রয়েছে এবং সেখান থেকে শিয়ালের ডাক শোনা যায় সন্ধ্যার পরে। যেটা সবার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়।

20221218_175536.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221218_175529.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

আমাদের সবার একত্রিত হতে মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে গেল এবং তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খুব বেশি একটা সময় লাগে না আমাদের বাড়ি থেকে যেতে। মোটামুটি কুড়ি মিনিটের ভিতরেই গাড়িতে করে পৌঁছে যাওয়া যায়। সন্ধ্যার দিকটাতে এই জায়গাতে বেশ ভিড় হয়। তবে কেন জানি না ঐদিন ভিড় একটু কম মনে হয়েছিল আমার কাছে। যাই হোক সেটা কোন ব্যাপার না, ভিড় কম হলেই আমার কাছে আরো বেশি ভালো লাগে। আমাদের সবার উদ্দেশ্যই যেহেতু ছিল একত্রিত হওয়া এবং সব জমে থাকা কথাগুলো একে অন্যকে শেয়ার করা, তাই খাবারের দিকে আমরা অতটা গুরুত্ব দেইনি। তারপরও মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে এখানকার সব থেকে বিখ্যাত যে ডিস সেটাই আমরা ট্রাই করবো আজ। তবে দুঃখের বিষয় আমরা যেটা খেতে চেয়েছিলাম সেটা এভেলেবেল ছিল না ঐদিন। তাই শুধুমাত্র চা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেহেতু গ্রীন টি আমার খুব পছন্দের এবং সবাই সেটাই সহমত করলো, ফলে সবার জন্য গ্রিন টি অর্ডার করে দিলাম।

20221218_175523.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221218_175517.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

চায়ের পেয়ালায় চুমুক দিতেই হাসি পেয়ে গেল। গ্রিন টির মধ্যে চিনি দিয়ে দিয়েছে। যেটা আমাদের সবার কাছে আনএক্সপেক্টেড ছিল এবং আশ্চর্যজনকও বটে। আমি জীবনে কোনদিনও কাউকে গ্রিন টিতে চিনি দিয়ে খেতে দেখিনি। যাইহোক অনেকটাই জোরজবস্তি করেই খাওয়া হলো আর কি। তারপর আমাদের ভিতরে কথোপকথন হতে হতে কখন যে রাত দশটা বেজে গেছিল বুঝতেই পারিনি। এরপর বাইরে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে আবার নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি কথা বলতে অনেক দিন পরই সবাই এত সুন্দর একটা দিন কাটাতে পেরেছিলাম। আমার বন্ধুবান্ধব অনেকেই আছে যারা এখন চাকরি করছে এবং আমার মত অনেকে আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে। তাই তাদের জন্য সময় বের করা কষ্টকর বটে। জানিনা আবার কবে সবার সাথে এভাবে একত্রে দেখা হবে। তবে বেশ মনে রাখার মত একটা দিন ছিল।

20221218_173527.jpg
স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20221218_173502.jpg

স্থান: ব্যারাকপুর রোড, বারাসাত।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

কলেজ পার হবার পর বন্ধুরা এক এক জন এক এক দিকে চলে যায়।চাইলেও একসাথে হওয়া যায়না। আপনারা সবাই এক সাথে হয়েছেন দেখে ভাল লাগল।বেচারারা ভুল করে মেইবি চিনি দিয়ে ফেলছে।অথবা আপনার স্বাস্থ্য যাতে আর কমে না যায় সেজন্য চিনি দিয়েছে।ধন্যবাদ দাদা সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।আপনাদের বন্ধুত্ব টিকে থাকুক আমরণ।

আমারও তাই মনে হয়, ভুল করে চিনি দিয়ে ফেলেছিল। তবে শেষ পর্যন্ত খেতে পারিনি ফেলে দিতে হয়েছিল। কারণ চিনি দিয়ে তো আর গ্রীন টি খাওয়া যায়না।

 2 years ago 

ভাইয়া আমি ভাবতাম আমিই মনে হয় সব থেকে বেশি ব্যস্ত থাকি। এখন দেখছি আমার মত সবার একই অবস্থা। সময়ের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন চলে যাচ্ছে। তবে যায় বলেন সব বন্ধুরা এক সাথে হলে জীবনের আনন্দটা বহু গুনে বেড়ে যায়। আরেকটি বিষয় হলো রেস্টুরেন্টে বসে সন্ধ্যার পরে শিয়ালের ডাক শোনা সত্যি খুবই আকর্ষণীয় ব্যাপার। ধন্যবাদ ভাইয়া।

আসলে ওই জায়গাটা আগে জঙ্গল ছিল। কিছু বছর হল সেখানে রাস্তা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রেস্টুরেন্ট বসানো হয়েছে। তবে শিয়াল গুলো এখনও মাঝেমধ্যে জঙ্গল থেকে বেরিয়ে এসে ডাকাডাকি করে।

 2 years ago 

ভাইয়া, সবাই আমরা ব্যস্ত, হয়ত ব্যস্ততার কারনগুলো আলাদা আলাদা কিন্তু ব্যস্ততাই জীবন।আপনি খুব বেশি ব্যস্ত তার উপর আপনার বাবাকে নিয়ে এদিক সেদিক যেতে হয় আপনার।আপনি এখন কয়টা দিন একটু ফ্রি।তাই বন্ধুদের নিয়ে গল্প করবেন চিন্তা করলেন।তারাও আপনার মতোই ব্যস্ত।যাই হোক সবশেষে সুন্দর সময় ক্যাফেতে কাটালেন।যদিও আপনাদের ইচ্ছা ছিল ওখানকার সেরা ডিশটা খাবেন কিন্তু তা এভেলেবল ছিলনা বলে গ্রিন টি খেয়েছেন।খুব গল্প, ভাবের আান- প্রদান রাত ১০ টা পর্যন্ত চলল।এভাবে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আমার লেখাটাই তো ছোট করে লিখে দিয়েছেন দেখছি আপনি।🤭 সত্যিই খুব ভালো লাগলো আপু, আপনি আমার পোস্ট পড়ে মন্তব্য করেছেন।

 2 years ago 

ভাইয়া আপনি তো বলেছেন যে দেড় থেকে দুই মাস ৪-৫ ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না। আর আমি তো প্রায় আট নয় মাসই ঠিকমতো তিন ঘন্টা ঘুমাই কিনা তা সন্দেহ আছে। কারণ বাবু এত পরিমান জ্বালাতন করে যে আমি নিজে ঘুমাতেই পারি না। যাই হোক আপনি এতদিন পর নানা ব্যস্ততার পরে যে নিজের প্রিয় বন্ধুদের সাথে সময় কাটাতে পেরেছেন তা দেখে বেশ ভালই লাগছে। গ্রিন টি তে চিনি দিয়েছে শুনে ব্যাপারটা বেশ হাস্যকর মনে হয়েছে।

আপনি তো শুনে অবাক হচ্ছেন, আর আমি খেয়েছি, তাহলে চিন্তা করে দেখেন আমি কতটা অবাক হয়েছিলাম।🤭 ধন্যবাদ আপু পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

যদিও আপনি প্রচন্ড রকম ভাবে ব্যস্ত ছিলেন কিছুদিন আগে, বেঁচে থাকার কারণে হয়তো কমিউনিটিতে তেমন একটা সময় দিতে পারেননি এখন যেহেতু আপনি ফ্রি সময় অতিবাহিত করছেন তাই কমিউনিটিতে প্রতিনিয়ত একটু একটু সময় দিবেন বলে আশা রাখি। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আপনি ফ্রি সময় পাবার সাথে সাথেই তাদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। তবে একটা দেবের শুনে সত্যিই অনেক বেশি হেসেছে গ্রিন টি তে চিনি হাহ। এই প্রথম এরকম কিছু শুনলাম এর আগে কখনোই শুনিনি। যাইহোক আপনার সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আসলে আমিও গ্রিন টি তে চিনি দেয় একথা শুনে অনেকটাই অবাক হয়েছিলাম।🤣

 2 years ago 

নিজেকে নিজে ভুলে গেলে আমাকে বলিয়েন আমি মনে করে দিব নে😜😜।শিয়াল গুলো মনে হয় আপনাকে ডাকছে😜।যাই হোক আশ্চর্যজনক হলেও আমি কিন্তু চিনি ছাড়া গ্রিন টি খেতে পারি না😜😜।যাই হোক বন্ধুরা মিলে বেশ ভালোই আড্ডা দিলেন,বেশ ভালোই কোয়ালিটি টাইম পার করলাম।আচ্ছা আপনি কোথাও গেলে এমন হয় নাকি বিখ্যাত ডিস হয়তো শেষ হয়ে যায় তা না হয় এভেলেবেল হয় না, আপনি আসলে অভাগা বটে😜😜

শেয়ালগুলো আমাকে ডাকছিল না, ওগুলো সব shy fox এর শেয়াল।🤭

যাই হোক আশ্চর্যজনক হলেও আমি কিন্তু চিনি ছাড়া গ্রিন টি খেতে পারি না😜

আমি মোটেই আশ্চর্য হয়নি, কারন আমি জানি আপনি এরকম করতে পারেন। 🤣

 2 years ago 

আমি ভাবতাম হয়তো আমিও সময় পাইনা কিন্তু এখন দেখছি আমার থেকেও অনেক ব্যস্ত মানুষ এই কমিউনিটিতে আছে। যাইহোক অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা করে খুব আনন্দের সময় কাটিয়েছেন। আমিও কখনো গ্রিন টি চিনি দিয়ে খেতে কাউকে দেখিনি । অনিচ্ছা শর্ত খাওয়া হয়েছে। রেস্টুরেন্টে বসে সন্ধার পরে শিয়ালের ডাক শোনা, যায় যা আমার কাছে খুবই ভালো লেগেছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য। আসলে আপনার বা আমার সবারই ব্যস্ততা রয়েছে। তবে তার মধ্যেও সময় বের করে কাজ করে যেতে হবে আর কি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63