পৃথিবীর শেষ রাস্তা, যেখানে একা যাওয়া সম্পূর্ণ নিষেধ।। আগস্ট -০৫/০৮/২০২২

আপনার কি জানেন পথের শেষ কোথায়..? কি আছে শেষে... আমি জানি, এই জানার আগ্রহটা অনেকেরই রয়েছে আমাদের। বিশেষ করে ঘুরাঘুরি করতে যারা খুব পছন্দ করেন। ইচ্ছাও করে একবার গিয়ে সেই স্থান করে দেখে আসার। আচ্ছা, আদৌ কি এমন কোন রাস্তা আছে, যা শেষ হয়ে গিয়েছে। কি আছে সেখানে। চলুন একবার ঘুরে আসি। দেখে আসি কি রয়েছে সেখানে। আকাশ যেখানে মিশেছে, সেখানেই কি শেষ পৃথিবীর রাস্তার!
কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন । প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন।সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের বিষয় নিয়ে কৌতুহল কিছুটা দূর করা যাক। আশা করছি আজকের আলোচ্য বিষয় আপনাদের ভালো লাগবে।

tree-3095703_1280.jpg

সোর্স

আপনারা জানলে অবাক হবেন যে, পৃথিবীতে আসলেই সেই রাস্তা রয়েছে, যা শেষ হয়ে গিয়েছে এবং যে রাস্তা মিশে গিয়েছে অসীমে। ভূবিজ্ঞানীরা দিলেন সে রাস্তার হদিস যেখানে স্বপ্ন এসে মিশে যায়। পৃথিবীর সেই শেষ রাস্তার ঠিকানা হল ইউরোপের ই-৬৯ হাইওয়ে। এই ই-৬৯ হাইওয়ে অবস্থিত নরওয়ে-তে। ঠিকানা যখন রয়েছে পৃথিবীর শেষ রাস্তার তখন অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকতে নিশ্চয়ই একবার যেতে মন কাঁদবে আমাদের অনেকেরই। পৃথিবীর শেষ রাস্তাটি উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ঠিক উপরের দিকে অবস্থিত। রাস্তাটিকে কেন পৃথিবীর শেষ রাস্তা বলা হয় তার কারণও ব্যাখ্যা করেছেন ভূ-বিজ্ঞানীরা। সেখানে কি কেউ যেতে পারে, আর যদি সেটা পারে তাহলে কিভাবে সম্ভব তাও ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।
নরওয়ের "ই-৬৯ হাইওয়ে" উত্তর মেরুর গা ঘেঁষে চলে গিয়েছে। এই রাস্তা উত্তর ইউরোপের নর্ডক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডাফিউওর্ড গ্রামের সঙ্গে। এই "ই-৬৯ হাইওয়ে"র দূরত্ব সর্বমোট ১২৯ কিলোমিটার। পাঁচটি ট্যানেল পার করে এই রাস্তা অতিক্রম করতে হয়। এর মধ্যে সবথেকে যে লম্বা ট্যানেলটি রয়েছে তা হল "নর্থ কেপ"। ওই ‘নর্থ কেপ’- যা ৬.৯ কিলোমিটার দীর্ঘ।

conifers-1850227__480.jpg
সোর্স

এই "নর্থ কেপ" ট্যানেলটি গিয়ে পৌঁছায় সমুদ্র দলের ঠিক ২১২ কিলোমিটার নিচে, যেখানেই রাস্তা শেষ। এই রাস্তায় যাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে এবং এই নিয়ম কানুন না মানলে এই রাস্তায় যাওয়ার অনুমতি মিলবে না একদমই এবং এর নিয়ম না মানলে আপনার ভয়ঙ্কর বিপদও হতে পারে। তাই ই-৬৯ হাইওয়েতে একা যাওয়ার কোন অনুমতি নেই।
ভূ-বিজ্ঞানীদের মতে এখানে নাকি ভয়ঙ্কর গতিতে বাতাস বইতে থাকে। আর তেমনি ঠান্ডা। এখানে এতটাই ঠান্ডা থাকে যে গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে। আর শীতকালে এখানকার রাস্তা তুষারে ঢাকা পড়ে যায়। তখন বন্ধ থাকে এখানকার রাস্তা। অতিরিক্ত তুষারপাত বৃষ্টির সঙ্গে তখন সেখানে ঝড় ওঠে। আবহাওয়ার পূর্বভাস এখানে কাজ করে না। প্রধানত আবহাওয়া এই খামখেয়ালিপনার জন্যই এখানে একা যাওয়া নিষেধ।

trees-1587301_1280.jpg

সোর্স

ইউরোপের নরওয়েতে এই ই-৬৯ হাইওয়ে টি তৈরির পরিকল্পনা করা হয়েছিল ১৯৩০ সালে। তবে তার চূড়ান্ত রূপ দিতে কেটে যায় আরো বছর চারেক। ১৯৩৮ সালে শুরু হয় এই রাস্তা তৈরির কাজ। দীর্ঘ এই রাস্তাটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ৬২ বছর। ১৯৯২ সালে শেষে সম্পূর্ণ হয় এই রাস্তার কাজ। এ রাস্তাকে পৃথিবীর শেষ রাস্তা আখ্যা দেয়া হয়। তবে পৃথিবীতে এমন অনেক রাস্তায় রয়েছে বলে জানান ভূ-বিজ্ঞানীরা।যা মিলে গিয়েছে অসীমে।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

পৃথিবীর শেষ রাস্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। যে তথ্যগুলো আগে জানতাম না। ভাইয়া আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। এরকম রাস্তা যে থাকতে পারে তা আমার ধারণা ছিল না। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

এই ধরনের পোস্ট সচারচর কেউ পড়ে না। কারণ এই ধরনের পোস্টগুলো আপনাকে পড়েই কমেন্ট করতে হবে। না পড়ে কমেন্ট করতে পারবেন না। তবে আপনি যে পড়েছেন এটা আমার জন্য সৌভাগ্যের এবং লেখার সার্থকতা হলো। ভালো থাকবেন আপনি।

 2 years ago 

আপনার লেখা পড়েছি।তবে ছোট একটি সাজেশন হলো লেখার পরিমাণ অল্প একটু বাড়াবেন।আর সবসময় অযথা মার্কডাউন ব্যবহার থেকে বিরত থাকুন।
(|....|
|-|)
এই মার্কডাউন সব কিছু ব্যবহার করলে দৃষ্টিকটু দেখায়।এই মার্কডাউনটা কোনো হেডলাইনে ব্যবহার করলেই ভালো লাগে।বা বিশেষ কোনো প্যারাতে।

ঠিক আছে আর একটা প্যারা বাড়িয়ে দেব। যদিও ৩০০ ওয়ার্ড এর কম আমি লেখি না। তবে আজকের লেখার জন্য এর থেকে বড় করা গেলো না। তাহলে ভুল ভাল ইনফরমেশন এড করতে হতো। আর মার্ক ডাউন এর ব্যাপারটা মাথায় থাকলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন আপনি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69026.28
ETH 2737.24
USDT 1.00
SBD 2.71