সকালে মাছ ধরা এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।। মার্চ -২৩/০৩/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

এখন তো বলতে গেলে মাছ ধরা আমার নিত্যকর্ম হয়ে গেছে। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ ধরতে বেরিয়ে যাই। কখনো বিলে অথবা কখনোবা বাড়ির পাশের পুকুরে অথবা বেশ কিছুটা দূরে গিয়ে ঘেরে। তবে যেখানেই মাছ ধরি না কেন, প্রত্যেকদিন বেশ আনন্দের সাথে কাটছে। গতকাল সকালবেলা বাড়ির পাশে পুকুরে মাছ ধরেছিলাম বেশ বড় বড় সাইজের কিছু তেলাপিয়া এবং ছোট দুটো কাতলা মাছ ছাড়া তেমন কিছু আর পাওয়া যায়নি। তার আগে একদিন বিলের মাছ খেয়েছি সেটা খুবই সুস্বাদু ছিল। আজ হঠাৎ করে আমার এক জেটু সকাল বেলায় ঘুম থেকে ডেকে তুলে। বলল যে চল আমাদের ঘেরে গিয়ে মাছ ধরে আসি। আর এই কথা শুনেই তো আমি হুড়মুড় করে ঘুম থেকে উঠে পড়লাম। অল্প কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। আমি যেখানে রয়েছি সেখান থেকে মাছ ধরার ঘের হেঁটে ১০ মিনিটের রাস্তা ছিল। মোটামুটি সকাল সাড়ে সাতটা নাগাদ সেখানে গিয়ে পৌঁছাই। আসলে সকালে মাছ না ধরলে নাকি তেমন বিশেষ মাছ পাওয়া যায় না। রোদের তাপে মাছগুলো জলের অনেক নিচে চলে যায় তাই তাদেরকে ধরা বেশ চাপের হয়ে পড়ে। এজন্য আরকি সকালে মাছ ধরতে যাওয়া।

InShot_20230323_075319662.jpg

20230318_093500.jpg

তবে ঘেরের পাড়ে পৌঁছে বেশ কিছুটা অবাক হয়ে যাই, ঘেরের একটা পাড় পুরো ভাঙ্গা ছিল। আমার সেই জেঠুর কাছে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে এই ঘেরের পাড় দিয়ে ব্রিজ হবে তাই সরকার থেকেই ঘের ভেঙে দিয়েছে। তবুও ঘেরে অল্প কিছু পরিমাণ জল রয়েছে এবং সেখানেই নাকি টুকটাক মাছ পাওয়া যাবে। আমি বেশ কিছু দিন ধরে গলদা চিংড়ি খাব এই কথা বলছিলাম, তাই আজ সেই উদ্দেশ্যেই ঘেরে যাওয়া। ঘের তো অনেকটাই ছোট ছিল তাই আমার মনে হচ্ছিল যে এখানে কি আদৌ মাছ আছে। কিন্তু ঘেরের একটা সাইডে নেমেই বুঝতে পারলাম যে মাছের কোন কমতি নেই পুরো ঘের জুড়ে ছোট বড় অসংখ্য মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। যাইহোক ঘেরের একটা জায়গায় প্রথম খেপ দিতেই দেখলাম তেমন বিশেষ কিছু ওঠেনি। দুই একটা পুটি মাছ এবং কয়েকটা দেশি টেংরা বাদে আর তেমন কিছু দেখা গেল না। এরপর দ্বিতীয় খ্যাপ দিতেই দেখলাম একটা ছোট সাইজের সরপুটি এবং কিছু মায়া মাছ বাধলো। কিন্তু আমরা যে উদ্দেশ্যে নিয়ে এসছিলেন অর্থাৎ চিংড়ি মাছ ধরার জন্য তার একটা চিংড়িও জালে তখন পর্যন্ত আটকাইনি।

20230318_092151.jpg

20230318_085545.jpg

কেন এই সমস্যা হচ্ছে বুঝার জন্য আমি জালের কাছে গেলাম। গিয়ে দেখি জালের অর্ধেক প্রায় ছেড়া। তাহলে ছেড়া জলের ভিতর মাছ আটকে থাকবে কি করে। আসলে জেঠুর যে ভালো এবং নতুন জালটা ছিল সেটা গতকাল নাকি গ্রামের কেউ একজন নিয়ে গেছে মাছ ধরার জন্য, তাই আমাদের বাধ্য হয়ে আজ ছেঁড়া জাল দিয়ে মাছ ধরতে হচ্ছিল। মোটামুটি আরো দুই এক খেপ দেওয়ার পরও তেমন বিশেষ কোন লাভ হলো না, সেই আগের মত ছোট পুটি, খলিশা মাছ, তেলাপিয়া মাছ, সরপুটি এবং কিছু পরিমাণ মায়া মাছ ছাড়া আর তেমন কিছু দেখা গেল না। যদিও লাস্টের দিকে কয়েকটা খেপে কাকরা মাছ উঠেছিল তবে সেটা নিতান্তই নামে মাত্র ছিল। এরপর সিদ্ধান্ত নেয়া হলো যে বাঁশ দিয়ে ঘেরের এক প্রান্ত থেকেও প্রান্ত জলের ভিতরে বাড়ি করা হবে এবং একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে খেপ দেয়া হবে। এতে যদি করে কিছু পাওয়া যায় তাহলে ভালো না হলে আজকের মত এখানেই মাছ ধরার সমাপ্তি হবে।

20230318_085518.jpg

20230318_085513.jpg

যেই কথা সেই কাজ, মোটামুটি পাঁচ মিনিট ধরে ঘেরের ভিতর জল ঘোলা করার পর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে খেপ দেয়া হলো কিন্তু ফলাফল জিরো। দুটো গলদা চিংড়ি পাওয়া গেছিল খুব সম্ভবত আর আগের মত ছোট ছোট মাছ তাই ছাড়া আর তেমন কিছু পাওয়া যায়নি। সুতরাং সিদ্ধান্ত নেয়া হলো যে মাছ ধরা এখানেই সমাপ্তি দেয়া হবে। এরপর যদি ভালো জাল পাওয়া যায় তাহলে আবার মাছ ধরবো। আমি একবার ভেবেছিলাম যে জলে নেমে হাতিয়ে মাছ ধরবো। তারপর আবার চিন্তা করলাম যে গা নোংরা করে কি হবে আবার তো সেই সাবান দিয়ে স্নান করতে হবে। এরপরেও গায়ে ময়লা লেগে থাকবে। আসলে অনেক বছর হয়ে গেছে কাদায় নামা হয় না তাই এখন অনেকটাই আনইজি মনে হয় কাদা নামলে। এরপর আর কোন মাছ ধরা হয়নি ওখান থেকে যা মাছ পাওয়া গেছিল সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওগুলো নিয়ে ই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানে যে মাছ দেখতে পাচ্ছেন তার অর্ধেক মাছ রান্না করার পর আমি নিজেই খেয়েছিলাম। হা হা হা...

20230318_085036.jpg

20230318_085135.jpg

20230318_085538.jpg

20230318_085012.jpg

20230318_084959.jpg

20230318_085200.jpg

পোস্ট বিবরণ


শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশননড়াইল বাংলাদেশ।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 2 years ago 

আপনি তো ভাই একদম জেলে হয়ে গেছেন। মাছ ধরার আপনার যথেষ্ট দক্ষতা রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। যাইহোক পুটি মাছ কিন্তু আমার খুবই প্রিয়। আপনার এই এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমি তো ছোট বেলা থেকেই জেলে। হা হা হা... ছোটবেলা থেকেই মাছ ধরতে ভালো লাগে আমার। ধন্যবাদ তোমার সুন্দর মন্তব্যের জন্য, নিলয় বাবু।

 2 years ago 

আপনার মাছ ধরার পোস্ট পড়ে ছোট বেলায় হারিয়ে যাচ্ছিলাম। ছোট বেলায় মাছ ধরতাম অনেক, এমনকি কাঁদায় নেমে প্রচুর মাছ ধরেছি।
জাল ছেঁড়া বিধায় তেমন মাছ পেলেন না, ইনশাআল্লাহ ভালো জাল হলে আবারও ভালো মাছ পাবেন।
দোয়া রইল ভাই।

এক সময় আমিও গ্রামে গিয়ে কাদায় মাছ ধরতে নেমে পড়তাম। তারপর সারা গায়ে চুলকানির হতো। হা হা হা... ধন্যবাদ ভাই পোস্ট পড়ার জন্য।

 2 years ago 

বাংলাদেশে এসে তাহলে মাছ ধরার পেছনে লেগে পড়েছেন। আসলে এভাবে যদি মাছ ধরা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। আমরা আগে অনেক সময় পুকুরে গিয়ে জাল দিয়ে মাছ ধরতাম অথবা হাত দিয়েও পুকুরে হাতিয়ে মাছ ধরতাম। তবে বর্তমানে এভাবে মাছ ধরার সুযোগ পাইনা, কারন সে সময় টুকু এখন পাওয়া মুশকিল। তবে জাল যদি ছেড়া হয় তাহলে সেখানে কোন মাছ আটকাবে না এটাই তো স্বাভাবিক। আপনার জেঠুসহ মাছ ধরতে গিয়েছেন এই মুহূর্তটা পড়তে পেরে ভালো লাগছে খুব।

মাছ ধরার চান্স পেলে আমি ছেড়ে কথা বলিনা ভাই। মাছ ধরতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই পোস্ট পড়ার জন্য।

 2 years ago 

আপনার মাছ ধরাটা দেখে আমার মনেও স্বাদ জাগল মাছ ধরার। সেজন্য গত দুদিন আগে নিজেদের পুকুরে মাছ ধরলাম ধন্যবাদ ভাই।

আসলে কি বলবো আপনার মাছ ধরার দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনি বেশ ভালোই মাছ ধরেছেন, অনেকটা সময় ধরে মনে হয় মাছ ধরেছেন, আর বেশ ভালোই মাছ পেয়েছেন দেখলাম।

আপনি যে মাছগুলোর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন, সেগুলো আমাদের এদিকেও পাওয়া যায়।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

আমাদের এই দিকে এই মাছ গুলোই বেশি পাওয়া যায়। খালে বিলে তো ভরা এই মাছ দিয়ে। ধন্যবাদ ভাই পোস্ট পড়ার জন্য।

 2 years ago 

সকাল সকাল আপনার জেটুর সাথে মাছ ধরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো ভাই। তবে মাছ তেমন পাননি এটা জেনে একটু খারাপ লাগলো। পরের বার গেলে ভালো জাল নিয়ে যাবেন। তাহলে বেশি মাছ ধরতে পারবেন। তবু্ও মোটামুটি কয়েক ধরনের মাছ তো পেয়েছেন এটা দেখে ভালো লাগলো। বিশেষ করে ফলি পাতা মাছ এবং খলশে মাছ দেখে বেশ ভালই লাগলো। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

একদম যে মাছ পাইনি সেটা কিন্তু না। যতটা পেয়েছিলাম সেটা দিয়ে মোটামুটি এক দিন ভালো ভাবে চলে গেছিলো। ধন্যবাদ ভাই পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দাদা ভাই মাছ ধরার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে আমিও তো গ্রামে থাকি তাই প্রায় সময়ে বিলে মাছ ধরা হয় ৷ সত্যি বলতে মাছ ধরার মজাই আলাদা ৷

জেঠুর চিরা জাল দিয়ে মাছ ধরেছেন ৷ পুটি মাছের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷

আমাদের এখানে বিল শুকিয়ে গেছে এই জন্য ঘেরে মাছ ধরতে গেছিলাম। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাই, আপনি আর জেঠু মিলে মাছ ধরতে গেলেন তাও আবার ছেঁড়া জাল দিয়ে। ছেঁড়া জালেও যে এত মাছ পাওয়া যায় তা আপনার পোষ্ট না পড়লে হয়তো বুঝতে পারতাম না। যাইহোক সকালে মাছ ধরা অভ্যাসে দাঁড়িয়েছে বলেই প্রায় প্রতিদিন এত টাটকা টাটকা মাছগুলো খেতে পারছেন। যার কারনে মাছ ধরার অর্ধেক মাছগুলোই আপনার পেটে চলে যায়। যাইহোক ভাই, সকালে ঘুম থেকে উঠেই মাছ ধরা নিয়ে খুব সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ছেড়া জালে মাছ ধরা যায় এটা আমি নিজেও দেখে অবাক হয়েছিলাম।🤭 তবে খুব মজা হয়েছিল মাছ ধরার সময়।

 2 years ago 

কোথায় আছে 'মাছে ভাতে বাঙালি' তাই যেন মাছের প্রতি এতটা। মাছ ধরার এত সুন্দর উপস্থিত জীবন গল্প গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। যেহেতু আজ পর্যন্ত আমরাও এই কাজে নিযুক্ত রয়েছি কারণ মাছ চাষ করি তাই। এটা যেন অন্যরকম একটি ভালোলাগা আর মনের প্রশান্তি সৃষ্টি। আমরা এখনো জল দিয়ে মাছ ধরি আগে সিপ বা বরশি দিয়ে ধরতাম। এত কিছু দিন আগে পুকুর ছেকে মাছ ধরলাম। তাই খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে।

আপনি মাছ চাষ করেন....? তাহলে তো আপনি এই বিষয়ে অনেক বেশি জানবেন।🤭 আমিও ছোট বেলায় কত ছিপ দিয়ে মাছ ধরেছি, সেই কথা মনে পড়লে খুব ভালো লাগে।

 2 years ago 

শুধু তেলাপিয়া আর ছোট ছোট কাতলা মাছ মেসেঞ্জারে ভীষণ ভালো লাগলো। আমি তো মনে করছি আরও বেশি মাছ ধরেছেন। আসলে আমি কোনভাবেই মাছ ধরতে পারি না। কখনো ধরার চেষ্টাও করি না। কিন্তু আপনার হাতে মাছ গুলো দেখে ভীষণ ভালো লেগেছে।

ছেড়া জাল দিয়ে কি আর মাছ ধরা যায় ভাই।😂 অনেক কষ্ট করে ওই টুকু ধরেছিলাম। তবে খুব মজা হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 70156.02
ETH 2460.87
USDT 1.00
SBD 2.38