মাস্ক গার্ডেন থেকে তোলা কিছু ফটোগ্রাফি(পর্ব-০১)।। জুন -০৭/০৬/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

কলকাতার সব থেকে বড় পার্ক গুলোর ভিতরে ইকো পার্কের নাম সবার আগে আসে। আর এর আগের কয়েকটা পর্বে তো আমি অলরেডি বলে দিয়েছি যে ইকো পার্ক কত বড় এবং তার ভেতরকার পরিবেশেরও কিছু দৃশ্যপট আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে ফেলেছি। তবে ইকো পার্কের ভিতরে কিছু কিছু জায়গা বেশ আকর্ষণীয় রয়েছে যেগুলো দেখার জন্যই আসলে দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে ঘুরতে আসে। যদিও ব্যাপারটা আমার কাছে অনেকটাই কমন হয়ে গেছে তারপরও কেন জানি না মাঝেমধ্যে ইকো পার্কে ঘুরতে বেশ ভালই লাগে।



ইকোপার্কের বেশ কিছু আকর্ষণীয় জায়গাগুলোর ভিতরে একটা হল স্টিম গার্ডেন, যেটা প্রচন্ড ফেমাস গরমকালে অর্থাৎ এই সময়টাতে এখানে মেঘের দেশের মতো পরিবেশ সৃষ্টি করা হয়। চারিদিকে কুয়াশায় ভরা এবং ভেতরটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হলো যে মাস্ক গার্ডেন। যেটা দেখার জন্য আসলে দেশ-বিদেশ থেকে প্রচুর লোক এখানে সমাগম ঘটায়। তবে একটা অসুবিধা হলো এখানে যে মাস্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তেমন বিস্তারিত কিছু আমি জানিনা। এমনকি এই মাস্ক গার্ডেনের আশেপাশেও বা প্রত্যেকটা মাস্কের নিচে এমন কিছু লেখা ছিল না যেটা দিয়ে আসলে আপনাদের মাস্ক সম্পর্কে কোন বর্ণনা দেওয়া যেতে পারে। কিছুদিন আগে blacks দা মাস্ক গার্ডেন নিয়ে পর্ব তৈরি করেছিল দেখেছিলাম। তবে আজ আমি আপনাদের সামনে সেরকমই কিছু মাস্ক এর ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি, তবে এগুলো সম্পর্কে বিস্তারিত না জানার কারণে তেমন বিশেষ কিছু লিখতে পারবো না আজ।

InShot_20230607_153834160.jpg
এটা খুব সম্ভবত দুঃখের প্রতিরূপ সৃষ্টিকারী মাস্ক, যার চোখ দিয়ে জল পড়ছে।

20220728_165138.jpg
এটা কোন অপদেবতার মাস্ক হতে পারে। তাছাড়া তেমন কিছু আন্দাজ করতে পারছি না।

20220728_165148.jpg
এটা খুব সম্ভবত ভূতের আদলে সৃষ্টি করা মাস্ক। আমার কাছে ওরকমই মনে হচ্ছে,তবে আপনারা যদি আলাদা কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন।

20220728_165156.jpg

এই মাস্কটা কোন দৈত্য টাইপের কিছু একটা হবে।

20220728_165211.jpg
হাসিমুখওয়ালা মাস্ক। যদিও এখানে আরো কিছু মাস্ক রয়েছে আশেপাশে।

20220728_165220.jpg

এই মাস্কের পেছনে আরো কয়েকটা মাথা ছিল তবে এটা যে কিসের মাস্ক সেটাই বুঝতে পারিনি। খুব সম্ভবত কোন দেবতার হবে।

20220728_165236.jpg

এই মাস্কটা শিম্পাঞ্জি বা বানর জাতীয় কিছু একটার হবে।

20220728_165250.jpg

এটা খুব সম্ভবত শিবের মুখ ওয়ালা মাস্ক।

20220728_165400.jpg

20220728_165408.jpg

এই মাস্কটা একেবারে অজানা, কোন কিছুই আসলে আন্দাজ করতে পারলাম না এটা নিয়ে।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনইকোপার্ক,কলকাতা।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 last year 

ভাই মাস্ক গার্ডেন থেকে তোলা আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। তবে মাস্ক গুলোর ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না বিধায়, আইডিয়া করে মোটামুটি বর্ণনা দিয়েছেন। আসলে বিস্তারিত কিছু না জানলে সেটার ব্যাপারে ভালোভাবে কিছু বলাও যায় না। তবুও আপনার বর্ণনা দেওয়ার প্রচেষ্টা দেখে খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে ভাই ওখানে তেমন বিশেষ কিছু লেখা ছিল না যেটার ভিত্তিতে আমি এখানে লিখব। এজন্য তেমন বিশেষ কিছু লিখতে পারিনি। যদি লেখা থাকতো তাহলে টুকটাক যতটা সম্ভব উপস্থাপন করার চেষ্টা করতাম।

 last year 

অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।মাস্ক গার্ডেন থেকে তোলা বিভিন্ন ধরনের মার্স্কের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, পোস্ট পড়ে এত সুন্দর করে গুছিয়ে একটা সাবলীল মন্তব্য করার জন্য।

 last year 

একদমই তাই দাদা, ইকো পার্কের ভিতরে অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক লোক সেখানে ঘুরতে যায়। আমিও তোমার মত ,এই মাস্ক গার্ডেন সম্পর্কে বেশি কিছু জানিনা। বলতে গেলে কিছুই জানিনা। দুঃখের প্রতিরূপ সৃষ্টিকারী মাক্সটা দেখে কিন্তু আমি অনেক মজা পেলাম, যদিও আমার দুঃখ পাওয়ার কথা ছিল, হি হি হি। ফটোগ্রাফির দিক থেকে, তুমি যে অতুলনীয় ,তা আর আলাদা করে বলার না । অনেক সুন্দর ফটোগ্রাফি করো তুমি।

আসলে আমি নিজেও মাস্ক গার্ডেন সম্পর্কে তেমন কিছু জানিনা। কারণ ওখানে এমন কোন কিছুই লেখা ছিল না যেটার ভিত্তিতে পোস্ট তৈরি করা যায়। পুরোটাই নিজের মতামতের ভিত্তিতে পোস্ট তৈরি করেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62102.31
ETH 2432.92
USDT 1.00
SBD 2.67