মাস্ক গার্ডেন থেকে তোলা কিছু ফটোগ্রাফি(পর্ব-০২)।। জুন -০৯/০৬/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
গত পরশুদিন ইকো পার্কের ভিতর অবস্থিত আকর্ষণীয় জায়গাগুলোর ভিতরে একটা পার্টিকুলার জায়গা হল মাস্ক গার্ডেন, সেটা নিয়ে অলরেডি প্রথম পর্ব তৈরি করেছি। আজকে দ্বিতীয় এবং শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে পুরো ইকো পার্কটাই এত সুন্দর যে কোনটা রেখে কোনটার প্রশংসা করব বুঝে উঠতে পারি না। বিশেষ করে লেকের পাড়ে কাটানো সন্ধ্যার সময় টা, তাছাড়াও ইকো পার্কের ভিতর নতুন সংস্কার করা পৃথিবীর ভেতর সপ্তাশ্চর্য জিনিসগুলো। যেগুলো নিয়ে আমি পরবর্তীতে হয়তো কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাস্ক গার্ডেন এর ভিতরে যে মাস্কগুলো রয়েছে সেগুলোর প্রপার বর্ণনা দেওয়া নেই। এজন্য আমি এমন বিশেষ কিছু লিখতে পারবো না সেই মাস্ক গুলো নিয়ে যাতে করে আপনারা কোনো সঠিক ইনফরমেশন পাবেন। যদিও এই কথাটা আমি গতকালই বলে দিয়েছি। তারপরও চেষ্টা করব যতদূর পারি বলার। যদিও আজকের পর্বের যে বর্ণনা গুলো সেগুলো অধিকাংশই অনুমানের ভিত্তিতে হবে।
গত বছর ঠিক এরকম একটা সময় বর্ষার দিনে আমি এবং আমার দুই বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম ইকোপার্ক। তবে তারা কোন একটা কাজে ব্যস্ত হয়ে পড়ার ফলে আমি কিছুটা একা হয়ে যাই এজন্য ঘুরে ঘুরে পুরো পার্ক দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই মনে পড়লো যে মাস্ক গার্ডেন ঘুরে আসা যাক। কারণ এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। যাইহোক আর তেমন বিশেষ কিছু বলবো না, চলুন ফটো গুলো দেখে নেয়া যাক আর ফটো গুলো সম্পর্কে টুকটাক বর্ণনা দেওয়া যাক।
এটা হতে পারে কোন অপদেবতা বা মা কালীর মুখোশ। যদিও পুরোটাই আমার অনুমান।
দেখতে অদ্ভুত এবং অনেকটাই ভয়ংকর এই মাস্কটা খুব সম্ভবত কোন রাজা বা হতে পারে কোন অপদেবতা।
এই মাস্কটা সম্পর্কে আমার অনুমান একেবারে শূন্য তাই কিছু লিখতে পারলাম না।
মাস্ক গার্ডেনের একটা নির্দিষ্ট জায়গা থেকে অনেকগুলো মাস্ক একসাথে কাভার করার চেষ্টা করেছি।
একজন রাগান্বিত মানুষের মুখের মাস্ক। সামনে থেকে দেখতে যথেষ্ট ভয় লাগছিল।
মাস্ক গার্ডেনের একটা সাইট থেকে অনেকটা অংশ কাভার করার চেষ্টা করেছিলাম।
এটা খুব সম্ভবত দুর্গা মায়ের মুখের আদলে তৈরি করা মাস্ক অথবা অন্য কোন দেবীর। যদিও পুরোটাই আমার অনুমান।
অনেকগুলো মাস্ক একসাথে কাভার করার চেষ্টা করেছিলাম।
অনেকগুলো মাস্ক একসাথে। তার ভিতরে একটা প্যাঁচার মাস্ক, কয়েকটা অপদেবতা এবং একটি মানুষের মুখচ্ছবি।
এটা হলো আমাদের জটাধারী শিবের মাস্ক। যেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল।
এটা হতে পারে কোন অপদেবতা বা দেবী মূর্তি। যদিও দেখতে অনেকটা মা কালীর মত লাগছে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি। |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | ইকোপার্ক,কলকাতা। |
মাস্ক গার্ডেনের কিছু ছবি যতদূর মনে পড়ে দাদার পোস্টে দেখেছিলাম।
এটা একটা অদ্ভুত সুন্দর জায়গা।
এই মাস্কগুলোর সাথে একটু ছবি তুলতে পারলে ভালো লাগতো 😄
ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি উপহার দেয়ার জন্য।
Blacks দা মাস্ক গার্ডেন নিয়ে দুটো পোস্ট তৈরি করেছিল এটা ঠিক কথা। আসলে ভিতরে ঢোকা যায় না এজন্য মাস্ক এর সাথে ফটো তোলা প্রায় অসম্ভব।
গত পর্বের ফটোগ্রাফি গুলো দেখেছি খুবই সুন্দর ছিল দৃশ্য। আসলে যে কোন পার্কের এইরকম সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে
যেমনটা আপনার কাছে ভালো লেগেছে তার পাশাপাশি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমরাও উপভোগ করলাম অনেক ভালো ছিল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আশা করি এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
সত্যি বলতে আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিল ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার নজর কেড়েছে মনে হচ্ছিল ডিএসএলআর ক্যামেরা দিয়ে প্রতিটি ফটোগ্রাফি ধরে ধরে ওঠানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাস্ক গার্ডেন থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
এখন আসলে ফোনের ক্যামেরাই এত সুন্দর হয়ে গেছে যে DSLR লাগে না ফটো তুলতে। ফটোগুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।
পার্কে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। মাস্ক গার্ডেন পার্কের চারপাশের পরিবেশ খুবই অসাধারণ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। ফটোগ্রাফি দেখে পার্কের সৌন্দর্য উপভোগ করছি। আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
পার্কটা আসলে অনেক সুন্দর ভাই। যদি কখনো কলকাতা আসেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে পুরো ইকোপার্ক টা কত সুন্দর এবং চমৎকারভাবে সাজানো হয়েছে। বিশেষ করে সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে এখানে সময় কাটাতে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে এটাই স্বাভাবিক। ইকো পার্কে ঘুরতে গিয়ে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখি আমি সত্যিই মুগ্ধ। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটাতো ইকো পার্কের সামান্য একটা অংশ ভাই। পুরো ইকো পার্ক টা যদি আপনি ঘুরে দেখেন তাহলে রীতিমত অবাক হয়ে যাবেন, এত সুন্দর আর এত বড়।
প্রথম পর্বের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছিল ভাই। আপনি প্রথম পর্বেই বলেছিলেন যে, মাস্ক গুলোর ব্যাপারে আপনি বিস্তারিত কিছু জানেন না। কারণ সেখানে কোনো বর্ণনা দেওয়া ছিলো না। যাইহোক আজকের ফটোগ্রাফি গুলো দেখেও খুব ভালো লেগেছে ভাই। আইডিয়া করে বেশ ভালোই বর্ণনা দিয়েছেন। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি যখন পোস্ট করার জন্য কোন ফটোগ্রাফি করি বা কোন টপিক্সের ফটো তুলি তখন চেষ্টা করি আশেপাশের লেখাগুলো পড়ার জন্য, যাতে সেই সম্পর্কে লেখা যায়। কিন্তু এখানে গিয়ে আমি তেমন কিছুই দেখতে পাইনি যে, যেটা নিয়ে আসলে বিস্তারিত লেখা যায়।