গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফি।। মার্চ -১৯/০৩/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে কাটানো এটা আমার তৃতীয় দিন।সত্যিই বেশ ভালো লাগছে এখানে প্রত্যেকটা দিন কাটাতে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেই বেরিয়ে যাই ঘেরে মাছ ধরতে। তারপর সেখান থেকে মাছ ধরে বাড়ি নিয়ে এসে কেটেকুটে খাওয়া দাওয়া। দিনের শুরুটাই যেহেতু এত সুন্দর ভাবে কাটছে, তাহলে বাকিটা সময় কতটা সুন্দরভাবে কাটতে পারে সেটা আপনার অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা এবার কথা বলি এখনকার টপিকস নিয়ে। আমি যেখানে এসেছি সেই গ্রামেই বিগত দুদিন ধরে বিশাল বড় যোগ্য অনুষ্ঠান হচ্ছে, কাল বিকালে সেখানে গিয়েছিলাম একটু নাম জপ শুনতে। বেশ একটু সময় শোনার পর মনে হচ্ছিল যে আশেপাশে টা একটু ঘুরে দেখা যাক। সেই উদ্দেশ্য নিয়ে আমি একা একা বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। কিছুদূর এগিয়ে যেতেই একটা সুন্দর ব্রিজ পড়ে এবং ব্রিজের নিচ দিয়ে চলে গেছে ছোট একটা খাল। সেখানকার কিছু ফটোগ্রাফি তুলেছি এবং মোটামুটি আমার কাছে অনেক সুন্দর লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। যাই হোক আর বেশি কথা না বলে চলেন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক এবং ফটোগ্রাফি সম্পর্কে যদি টুকটাক বর্ণনা দিতে পারি তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি।

InShot_20230318_185858078.jpg
ব্রিজের নিচে থেকে তোলা খালের একাংশ। এখানে দেখা যাচ্ছে একটা ডোঙ্গা বাধা রয়েছে তীরে এবং তার পাশে রয়েছে বাঁশ দিয়ে তৈরি করা বান্দাল। এখানেই সাধারণত বিভিন্ন ফিশিং গিয়ার রেখে মাছ ধরা হয়।

InShot_20230318_190001227.jpg

InShot_20230318_185647943.jpg

InShot_20230318_185626315.jpg

গ্রাম বাংলার মেঠো পথের পাশেই রয়েছে অসংখ্য তালগাছের সারি। সামনাসামনি দেখতেও যেমন অসম্ভব সুন্দর লাগছিল। তেমনি ফটোতেও বেশ ভালো লাগছে দেখতে।

InShot_20230318_190037969.jpg

তাল গাছের গোড়া দিয়ে তৈরি করা এক ধরনের নৌকা। সাধারণত এই নৌকাগুলো বিলের মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। যেসব জায়গা গুলোতে বড় নৌকা ঢুকানো সম্ভব হয় না, সেই সব জায়গায় এই নৌকাগুলো ব্যবহার করা হয়। তবে নৌকাগুলোতে চড়া বেশ রিস্কি। একটু এদিক ওদিক হলেই জলে ডুবে যেতে পারে।

InShot_20230318_190016925.jpg

খালের পাড়ে বাধা রয়েছে সারি সরি নৌকা। বিলের ধান কাটা সহ যাবতীয় মাছ ধরার কাজে এই নৌকা ব্যবহার করা হয়। এটা চলাচলের জন্য যেমন কমফোর্ট তেমনি সব জায়গায় নিয়ে যাওয়া যায়। বেশ ভালো লাগছিল দেখতে এই নৌকাগুলো।

InShot_20230318_185837073.jpg

এগুলো হল সালো মেশিন। সাধারণত জমিতে জল দেওয়ার জন্য এই মেশিন গুলো ব্যবহার করা হয়। অনেক বছর পর এই মেশিনগুলো দেখতে পেলাম গতকাল।

InShot_20230318_185757836.jpg

বিলের ধারে রাস্তার পাশে বেশ কিছু গরু ঘাস খাচ্ছিল। যদিও এই দৃশ্যটা খুবই কমন, তবে আমার কাছে বেশ ভালো লাগছিল তাই ফটো তুলে নিলাম

InShot_20230318_185717028.jpg

InShot_20230318_185739133.jpg

আমি যে ব্রীজের উপর ঘুরতে গেছিলাম এটাই হল সেই ব্রিজ। যদিও আকৃতিতে খুব ছোট তবে গ্রাম অঞ্চলে এটা বেশ কার্যকরী। অধিকাংশ সমস্যার সমাধান হলো এই ব্রিজ। খালের দুই প্রান্তের মানুষের যোগাযোগ স্থাপনের বেশ ভালো একটা মাধ্যম এটা।

InShot_20230318_185604207.jpg

InShot_20230318_185536639.jpg

InShot_20230318_185510087.jpg

ব্রিজের উপর দাঁড়িয়ে, ব্রিজের দুইপাশ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি তোলার চেষ্টা করেছিলাম। যদিও সন্ধ্যা হয়ে আসছিল তাই খুব বেশি একটা ভালো হয়নি ফটোগ্রাফি, তারপরও চেষ্টা করেছি আর কি।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশননড়াইল, বাংলাদেশ।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 last year 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। এরকম ফটোগ্রাফি গুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। গ্রামের ফটোগ্রাফি শহরের ফটোগ্রাফির চেয়ে বেশি সুন্দর দেখায়। নৌকা বাধা দেখে ইচ্ছে করছে নৌকায় ভ্রমণ করে কোথাও যাই।

গ্রামের সৌন্দর্য আলাদা, শহরের সৌন্দর্য তার কাছে কিছুই না। আমার কাছে শহর তো মরীচিকা মনে হয়।

 last year 

এর আগের একটি পোস্ট এবং আপনাকে বলেছিলাম শহর থেকে গ্রামে আপনার কাটানো মুহূর্তটা সবচেয়ে বেশি সুন্দর হবে। সেটা এখন বুঝতে পারছেন আসলেই গ্রাম বাংলার সবুজ প্রকৃতির রূপ বিশুদ্ধ হাওয়া একান্ত নিরিবিলি এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।

আমার কাছে শহরের থেকে গ্রামই বেশি ভালো লাগে আর এটা আমি সবসময়ই বলবো। গ্রাম বাংলার যে সৌন্দর্য এবং যে বিশুদ্ধতা, সেটা শহরে খুঁজে পাওয়া যায় না।

 last year 

বাংলাদেশে এসে ত খুব ভাল সময় কাটিয়েছেন। গ্রামে নিজেই মাছ ধরে সেই মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। গ্রাম বাংলার অনেক সুন্দর কিছু ছবি ক্যামেরাবন্দী করেছেন। ছোট ছোট নৌকাগুলো আমি কখনো দেখিনি, খুব সুন্দর লাগছে দেখতে। সেলো মেশিন আমিও অনেক দিন পর দেখলাম। ধন্যবাদ দাদা।

এই ছোট নৌকাগুলো এর আগে আমিও মনে হয় কখনো দেখিনি, প্রথমবার দেখছি। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যিই ভাইয়া গ্রামের ব্রিজ ছোট হলেও লোকজনের জন্য অনেক উপকারী। খালের পাড়ের নৌকা গুলো অনেক ভালো লেগেছে। আর তাল গাছ গুলো সুন্দর ভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, দেখতে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

শহরের মানুষের কাছে এগুলো কোন ব্যাপার না, তবে গ্রামের মানুষের কাছে সত্যিই এই ছোট ছোট ব্রিজ গুলো বেশ কার্যকরী ভূমিকা পালন করে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আমি ভাবছি খালের মধ্যে এতো সব নৌকা শোভা পাচ্ছে। সত্যি গ্রাম বাংলার এ দৃশ্যগুলো যে কাউকে মুগ্ধ করবে। তালগাছের গোড়া দিয়ে বানানো এমন নৌকা কখনো দেখা হয়নি ভাইয়া। রাস্তার পাশে সারি সারি তালগাছ, ঠিক পাশেই খাল, এক কথায় একটা গ্রামীণ জীবনের ফিলিংস পেলাম 🌼🦋

তাল গাছের গোড়া দিয়ে বানানো এই নৌকা গুলোতে ছড়া বেশ রিস্কি। যেকোনো সময় ডুবে যেতে পারে। তবে যারা খুবই অভিজ্ঞ তাদের কাছে এগুলো কিছুই না।

 last year 

এ দেশে থেকেও এতো সুন্দর সিনারি চোখে পরেনি ভাই😐।ছবিগুলোতে প্রতিটা জায়গা এতো সুন্দর লাগছে যা বুঝানোর মতো না।
দুর্দান্ত ছিল সবগুলো ক্লিক।শুভ কামনা রইলো।

এ দেশে থেকেও এতো সুন্দর সিনারি চোখে পরেনি ভাই😐।

বলেন কি ভাই।🥺

বাংলাদেশ তো সৌন্দর্যের খনি,আর আপনি থেকেই এই দৃশ্যগুলো মিস করে যাচ্ছেন।

 last year 

গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফি দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

গ্রাম বাংলার প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ধরনের ডিঙ্গি নৌকা গুলোতে ছোটবেলায় খুব চলাচল করতাম।

আমিও ছোটবেলায় এই নৌকাগুলোতে চড়ে, বিলে যেতাম দাদুর সাথে মাছ ধরতে। সে কথাগুলো এখনো মনে পড়লে খুব ভালো লাগে।

 last year 

ভাই, গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে একদম ফিদা হয়ে গেলাম। এখনকার সময় তো তাল গাছের সারি কোথাও দেখতে পাওয়া যায় না। অথচ আপনার গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফিতে সারিবদ্ধ তাল গাছ গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। ভাই, গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির সাথে সুন্দর সময় কাটানোর পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আর সেই সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

খুব ভালো লাগলো ভাই আপনার এত সুন্দর মন্তব্য পড়ে। আমি নিজেও কখনো এরকম তালগাছের সারি দেখিনি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63162.76
ETH 3063.49
USDT 1.00
SBD 3.85