গুরুত্বপূর্ণ কাজে বিশ্ববিদ্যালয়।। জানুয়ারি-৩১/০১/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
আজ ছিল আমার ইউনিভার্সিটি'র মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার লাস্ট ডেট। বিগত এক মাস ধরে সবাই যে যার মত সময় বের করে সার্টিফিকেট জমা দিয়ে আসছে কিন্তু মাসের প্রথম দিকটাতে আমার ক্লাস এবং পরীক্ষার এত পরিমাণে চাপ ছিল যে আমি ঠিক করে সময় পাইনি মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার। আচ্ছা জমা দেওয়ার সময় পাইনি বলতে আমার যে ক্যাম্পাসে ক্লাস হয় মাইগ্রেশন সার্টিফিকেট জমা নেয় সেখান থেকে প্রায় এক ঘন্টার বাসে করে যাওয়ার রাস্তা অন্য একটা ক্যাম্পাসে। ইচ্ছা থাকলেও অনেক সময় যাওয়া হয়ে ওঠে না। তবে শেষের দিকে এসে হলো আরেক বিপদ বিগত 12 দিন ধরে আমি জ্বরে এত পরিমাণে কাহিল হয়েছিলাম যে ইউনিভার্সিটি যাওয়া এবং মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। এদিকে ৩০-৩১ তারিখ ছিল জমা দেওয়ার লাস্ট ডেট, তাই জমা না দিলেও হয়ে যাবে বিশাল বড় বিপদ। এই উদ্দেশ্য নিয়েই গতকাল গেছিলাম ইউনিভার্সিটি কোনরকম কষ্ট করে।

20230131_143327.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

গতকালের কথা, তা প্রায় আধা ঘন্টার মত লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অফিসে ঢুকতে পারলাম। তারপর নিজের মাইগ্রেশন সার্টিফিকেটটা জমা দিতেই সেটা আবার ফেরত দিয়ে দিল বলল যে ভর্তির রিসিট লাগবে। কিন্তু আমি যাদের কাছে শুনে গেছিলাম তারা এই বিষয়ে কোন কথাই বলেনি, তাই নিয়েও যায়নি সাথে করে। এদিক থেকে তো তাহলে আরও এক বিপদ হয়ে দাঁড়ালো। এবার রিসিট আনতে যদি আমি বাড়ি যাই তাহলে আবার অফিস বন্ধ হয়ে যাবে। তাই সেখান থেকে বাড়ি ফিরে আসতে বাধ্য হলাম সেদিনের মত। কিন্তু আজ ছিল মাইগ্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার লাস্ট ডেট, তাই যে করেই হোক সবকিছু গুছিয়ে ইউনিভার্সিটি গিয়ে দেখি প্রায় দেড়শ জনের মতো লাইনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই লাইন শেষ হয়ে আমার পর্যন্ত আসতে মিনিমাম ২ ঘন্টা সময় লাগবে। কি আর করা যাবে অনেক কষ্ট করে সেখানে দাঁড়িয়ে আমার সিরিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলাম।

20230131_143433.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143327.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143305.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143252.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143249.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143241.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এদিকে আবার ইউনিভার্সিটি'র কোন একটা ডিপার্টমেন্টের সরস্বতী পুজোর খাওয়া-দাওয়া হচ্ছিল তাই সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। যেহেতু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল অনেক সময় ধরে তাই সময় পাস করার জন্য এর থেকে ভালো অপশন ছিল না। ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে থাকার পর আমার সিরিয়াল আসে এবং যাবতীয় কাজ করে মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিয়ে তারপর একটা সিগনেচার করে সেখান থেকে বেরিয়ে চলে আসি। সুতরাং লাস্ট ডেটে গিয়ে আমি মাইক্রোসন সার্টিফিকেট জমা দিলাম। তারপরও একটু নিশ্চিত হচ্ছিলাম যে শেষ পর্যন্ত আমার কাজ হয়ে গেছে। যাইহোক এরপর আর ক্যাম্পাসে খুব বেশি একটা সময় দাঁড়ায়নি। পুরো ক্যাম্পাস ঘোরা আমার পক্ষে অসম্ভব ছিল তাই রাস্তার পাশ দিয়ে আসার সময় কয়েকটা ফটো তুলে বাড়ি চলে আসি।

20230131_143433.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143412.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_143334.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_142041.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141837.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141807.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141754.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141751.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141727.jpg
স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

20230131_141624.jpg

স্থান: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুব অসাধারণ। বিশ্ববিদ্যালয় খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মাইগ্রেশন সার্টিফিকেট জমা দিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকাটা সত্যি খুব কষ্টের। তবে বিশ্ববিদ্যালয় এত চমৎকার পরিবেশে মনে হয় কষ্ট কিছুটা হালকা লেগেছে আপনার। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, পোষ্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

বেশ ঝামেলায় পড়তে হয়েছে তাহলে আপনাকে।মাইগ্রেশন সার্টিফিকেট পেতেও অনেক সমস্যা হয়েছিল এরকম একটা পোস্ট মনে হয় শেয়ার করেছিলেন আরও অনেকদিন আগে। তবে আজকে আপনি আবারও শেয়ার করলেন এই সার্টিফিকেট জমা দেয়া নিয়ে অনেক ভোগান্তির শিকার এর মুহূর্ত। তবে শেষ সময়ে হলেও সার্টিফিকেট জমা দিয়ে এসেছেন জেনে স্বস্তি লাগলো। বিশ্ববিদ্যালয়ের যে ছবিগুলো তুলেছেন সেগুলো দেখার মত ছিল।কয়েকটি ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে।

আমাদের ক্যাম্পাস অনেক বড়, তবে শুধুমাত্র একটা সাইডের ফটো তুলেছি। আপনি আমার পোস্ট পড়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে সেটা অনুমান করতে পেরেছি, যে আপনাদের ক্যাম্পাসটি অনেক বড়। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

বড় এবং সুন্দর😁

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57889.68
ETH 2457.18
USDT 1.00
SBD 2.40