পলাশ ফুলের ফটোগ্রাফি।। মার্চ -১৪/০৩/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
বসন্তকাল আসলেই কলকাতার মানুষের মুখে শুধুমাত্র একটা জায়গার নাম শোনা যায়, সেটা হলো পুরুলিয়া। কারন এই সময়টাতে পুরো পুরুলিয়া জুড়ে ফুটে থাকে পলাশ ফুল। পাহাড়ি এলাকায় পলাশ ফুলের সৌন্দর্য কতটা সুমধুর সেটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা সেই সময়টাতে সেখানে ঘুরতে যায় বা উপস্থিত থাকে। আমি অনেক আগেই শুনেছিলাম যে পুরুলিয়ায় নাকি বসন্তকালে প্রচুর পরিমাণে পলাশ ফুল ফোটে, তবে বসন্তকালে যাওয়ার মত সৌভাগ্য আমার কখনোই হয়নি। এর আগে একবার পুরুলিয়া গেছিলাম খুব সম্ভবত শীতকালে, তবে সেই সময়ে তেমন বিশেষ কোন কিছু দেখতে পারিনি। তবে আজ আপনাদের সামনে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করব সেগুলো পুরুলিয়ার পাহাড়ি এলাকা থেকে তোলা না, এগুলো তুলেছিলাম ঘাটশিলা নামক একটা জায়গা থেকে। এই জায়গাটাও পুরুলিয়ার মত পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা। প্রচুর জায়গায় ঘোরাঘুরি করছি এবং প্রচুর ফটো তুলেছিলাম এই জায়গার। আজ আপনাদের সামনে ঘাটশিলা থেকে তোলা কিছু পলাশ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
সবার প্রথমেই এই ফটোগুলো তুলেছিলাম। কারণ পলাশ ফুলের গাছ অনেক উঁচুতে ছিল সুতরাং খুব কাছ থেকে ফটো তোলা সম্ভব হয়নি। তাছাড়াও গাছের নিচে কিছু ফুল ঝরে পড়েছিল সেগুলোর ফটোও তুলেছিলাম। বিশেষ কোনো গন্ধ আমার নাকে লাগেনি, তবে হাতে নিয়ে ফটো তুলতে বেশ ভালোই লাগছিল।
আমার এক বন্ধু তো ফুল হাতে পেয়ে কানের কাছে নিয়ে পোজ দেওয়া শুরু করল, আর আমাকে ফটো তুলে দিতে বলল। এটা তার দেখা পলাশ ফুল প্রথমবার, এত সামনে থেকে।
হলুদ রঙের পলাশ ফুল যেটা একদমই বিরল। বিশ্বাস করবেন কিনা জানিনা আমি পুরো ঘাটশিলা ঘুরে শুধুমাত্র এই দুটো পলাশ ফুল গাছ দেখেছিলাম যে গাছের ফুলের রং হলুদ। আমার চোখে আর কোন হলুদ পলাশ ফুল পড়েনি।
পড়ন্ত বিকেলে গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ করেই একটা পাহাড়ের ঢাল এ তিনটে, চারটে গাছ দেখতে পেলাম এবং গাছগুলো এতটাই নিচুতে ছিল যে হাত দিয়ে ফুল তোলা যাচ্ছিল। সেখানে গাড়ি থামিয়ে ঝটপট কিছু ফটো তুলে নিয়েছিলাম এবং খুব কাছ থেকে পলাশ ফুল দেখে বেশ ভালো লাগছিল। আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটা এইসব দৃশ্য না দেখলে হয়তো বোঝা যায় না।
গাছ থেকে একটা ফুলের ডাল ভেঙে হাতে নিয়ে ঝটপট একটা ফটো তুলে নিয়েছিলাম। তারপর সেই ফুলের ডালটা কলকাতাতে নিয়ে এসছিলাম ব্যাগে করে। হা হা হা..
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | ঘাটশিলা, ঝাড়খন্ড। |
পলাশ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গেল ভাই। আপনার পোষ্টের মাধ্যমে অনেক দিন পর পলাশ ফুলের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম ভাই। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ফটো দেখে এত ভালো লাগছে, তাহলে সামনা সামনি পলাশ ফুল দেখলে কত খুশি হতেন সেটাই চিন্তা করছি। ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ দারুন ছিল পলাশ ফুলের ফটোগ্রাফি গুলো আসলেই পাহাড়ি অঞ্চলে এইরকম সুন্দর ফুলের দৃশ্যপথ দেখলে মন ভালো হয়ে যাবে। অনেকদিন যাবত পলাশ ফুলের এরকম বিচরণ দৃশ্য দেখতে পাই না আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।
এই ফুল গুলো দেখলে সত্যিই মন প্রাণ ভরে যায়। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার ফটোগ্রাফিগুলো আমার খুব ভালো লেগেছে । আর বিশেষ করে হলুদ রঙের পলাশ ফুল এর আগে আমি কখনও দেখি নি। আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও কখনো হলুদ রঙের পলাশ ফুল দেখিনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ নিলয় বাবু, তোমার সুন্দর মন্তব্যের জন্য।
ভাই দারুন কিছু পলাশ ফুলের ফটোগ্রাফি করেছেন। এই শীতের মৌসুমে আমি পলাশ ফুলের ফটোগ্রাফি করতে পারলাম না। প্রত্যেক শীতের মৌসুমে অনেক বেশি ঘুরাঘুরি করি কিন্তু এই মৌসুমে ঘুরাঘুরি করার সময় পায়নি। কিন্তু আমি হলুদ কালারের পলাশফুল দেখেছি বলে মনে হয় না । একদম মুগ্ধ হয়ে গেলাম আপনার প্রত্যেকটি ছবি দেখে।
আমিও ঘুরাঘুরি করার জন্য খুব একটা সময় পাই না। তবে এই বছর বেশ খানিকটা সময় পেয়েছি ঘোরাঘুরি করার জন্য। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পলাশ ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি আছে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি তো দেখছি পলাশ ফুল নিয়ে দারুণ মজাও করেছেন। এই রং এর ফুল গুলো আমাদের এলাকাতে খুব একটা বেশি দেখতে পাওয়া যায়।
এই ফুল গাছগুলো পাহাড়ি এলাকায় বেশি হয়, এই জন্য সমতল ভূমিতে বেশি একটা দেখা যায় না। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বসন্তকালের পলাশ ফুল গুলোর দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া।এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে।ইন্ডিয়া তে পুরুলিয়া নামক স্থানে এই ফুলটির বেশ জনপ্রিয়তা রয়েছে বসন্তকালে।এর আগে শীতকালে গিয়েছিলেন,তাই পলাশ ফুল দেখতে পাননি।পলাশ ফুলগুলো ছবিতে এতো ভালো লাগছে,তাহলে বাস্তবে না জানি কতো সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
শুধু পুরুলিয়া না, যে কোন পাহাড়ি এলাকায় এই ফুল প্রচুর পরিমাণে দেখা যায়। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
শুধু পুরুলিয়া না, যে কোন পাহাড়ি এলাকায় এই ফুল প্রচুর পরিমাণে দেখা যায়। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আহা! শৈশবে হারিয়ে গেলাম ভাইয়া। এই পলাশ কত কুড়িয়েছি। আর এখন এসব গাছ তো দূরের কথা গাছের পাতাও দেখা যায় না। সময়ের পরিক্রমায় সব হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। পুরুলিয়া পুরো পলাশময় হয়ে আছে। দারুণ এক অনুভূতি হয়েছিল নিশ্চয়। 🍃🦋
পাহাড়ি এলাকা দিয়ে ঘুরে আসতে পারেন ভাই, আশা করি আপনার শৈশব খুঁজে পাবেন। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
কেউ বলে বসন্তের আগমন কেউ বলে পলাশের বন কেউবা বলে রে ঋতুরাজ।। সত্যিই সময়টা আমরা এত এত ফুল দেখতে পাই যা অন্য কোন সময় থাকে না।। চারিদিকে পরিবেশটা যেন সে দেখে নতুন রূপে যেদিকে তাকাই শুধু ফুলের সমান।।
আপনার ফটোগ্রাফি খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে পলাশ ফুলের রাজ্য মনে হচ্ছে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।।
ধন্যবাদ ভাইয়া।।
এইজন্যই তো বসন্তকাল সকলের কাছে এত প্রিয়। ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
ভাই, ফাল্গুন মাসে চারিদিকে যেন ফুলের সমারোহ দেখে সত্যিই খুব ভালো লাগে। আর আপনি তো জানালেন বসন্ত কাল আসলে কলকাতায় একটা জায়গার নাম শোনা যায় সেটা হল পুরুলিয়া। তবে পুরুলিয়া গিয়ে পাহাড়ি এলাকায় ফুলের মেলা দেখতে না পারলেও, আপনি ঘাটশিলা গিয়ে পলাশ ফুলের যে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন তা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে হলুদ পলাশ ফুল দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। কেননা আমি সবসময় শুধু লাল পলাশ ফুল দেখে এসেছি, আজ আপনার পোষ্টের মাধ্যমে হলুদ পলাশ ফুল দেখার সুযোগ পেলাম। ধন্যবাদ ভাই, পলাশ ফুলের অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমিও তো সেটাই জানতাম, যে পলাশফুল শুধু লাল রং এর হয়। হলুদ রঙের হয় এটা ওখানে গিয়েই বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।