একটি বিশুদ্ধ ফটোগ্রাফি পোস্ট।। জুন -২১/০৬/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

বেশ কিছুদিন আগের কথা গিয়েছিলাম কলকাতা কফি শপে। আসলে কফি শপে যাওয়াটা প্রধান উদ্দেশ্য ছিল না কলেজ স্ট্রিটে আমার কিছু কাজ ছিল। টুকটাক কিছু বই কেনার প্রয়োজন ছিল সেই জন্য আর কি গিয়েছিলাম। তবে কলেজ স্টিট গেলে অন্তত কফি হাউসটা একবার ঘুরে আসার চেষ্টা করি। সব সময় যে ওখানে গিয়ে কফি খাই সেটা কিন্তু নয়, তবে ওখানে মাঝেমধ্যে বেশ বিখ্যাত মানুষ আসে তাদের দেখা-সাক্ষাৎ পাওয়া যায় এজন্য অনেকটা লোভের বশবর্তী হয়ে সেখানে যাই। যদিও মাঝখানে দুইবার গেলেও সেখানে তেমন বিশেষ কেউ আসেনি। হয়তোবা এসেছে আমি আসার আগে বা পরে। যাইহোক কলেজ স্ট্রিটে একটা অন্যরকম ব্যাপার রয়েছে এক পাশে কফি হাউস ঠিক তার অপজিটে একটুখানি এগিয়ে গিয়ে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়, তার পাশে রয়েছে সংস্কৃত কলেজ সব মিলিয়ে জায়গাটা বেশ সুন্দর এবং একটা অন্যরকম অনুভূতি কাজ করে এই জায়গায় গেলে।



আমি কলকাতায় ঘুরতে বেরোলেই ফটোগ্রাফি করতে একদমই ভুল করি না। আর এরকম বিখ্যাত জায়গাগুলো যদি হয় তাহলে তো ফটোগ্রাফি না করে সেখান থেকে আসার কোন প্রশ্নই ওঠেনা। তাই তো কলকাতার কলেজের স্ট্রিট গিয়ে এইবারও আমি কিছু ফটোগ্রাফি তুলেছি সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তবে তাছাড়া দুই একটা ফটো অন্য জায়গা থেকে তোলা রয়েছে তবে সেটাও সেই আশেপাশের জায়গা। এই কমিউনিটিতে অনেকেই রয়েছেন যার অনেক সুন্দর ফটোগ্রাফি করেন সে তুলনায় আমিও হয়তো কিছু নই তবে কলকাতার কিছু ঐতিহ্যবাহী জায়গা আপনাদের দেখাতে পারব এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। যাইহোক আর বেশি কথা বলবো না চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক। আর যদি পারি তাহলে টুকটাক বর্ণনা দেওয়ার চেষ্টা করছি।

InShot_20230621_134858576.jpg
কলকাতা সেই ঐতিহ্যবাহী হাতে টানা রিকশা, যেটার ফটো অলরেডি আমি আপনাদের সাথে বেশ কয়েকবার শেয়ার করেছি।

20220729_165300.jpg
এটা শিয়ালদা মেট্রো স্টেশন এর ভেতর থেকে তোলা, যখন প্রথম চালু হয়েছিল মেট্রো স্টেশন তখনই আমি গিয়েছিলাম এই জন্য প্ল্যাটফর্মটা অনেকটাই ফাঁকা দেখাচ্ছে।

20220729_173736.jpg
কলেজ স্ট্রিটের কোন একটা পাড়া বা গলির ভেতর থেকে তোলা ফটোগ্রাফি। এই ছোট ছোট গলি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

20220729_181340.jpg
কলেজ স্ট্রিটের পাশে একটা নামকরা ক্লাবের সুইমিং পুল। এখানে সাধারণত বাচ্চাদের এবং অন্যান্য বয়সের মানুষদের সাঁতার শেখানো হয়।

20220729_182620.jpg
এটা হল সে বিখ্যাত কফি হাউজের ভেতরকার দৃশ্য যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে। যদিও এখন এখানকার কফি মুখে দেওয়ার মতো নয় এতটাই বাজে করে।

20220729_182246.jpg
কলকাতা সংস্কৃত কলেজ যেটা কফি হাউসের ঠিক অপজিটে অবস্থিত।

20220729_184545.jpg
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরের থেকে তোলা একটা ফটোগ্রাফি। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর যেটা বাইরে থেকে বোঝা যায় না।

20220728_181535.jpg
এই ফটোটা পড়ন্ত বিকেলের ইকোপার্ক থেকে তোলা। লেকের পাড়ে এই সময়টাতে অনেক সুন্দর পরিবেশ তৈরি হয় এবং অনেক লোকের সমাগম ঘটে।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 last year 

বাহ খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার প্রত্যেক ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আসলে আলোকচিত্র তুলতে আমারও খুব ভালো লাগে। বিকেলে ইকোপার্ক থেকে তোলা ফটোগ্রাফি টি খুবই দুর্দান্ত লাগছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য।

 last year 

আমি মনে হয় একমাত্র ব্যক্তি , যে এখনও কলকাতার কফি হাউসে যায়নি। কলকাতার কলেজ স্ট্রিটের জায়গাটা তাহলে, অনেক সুন্দর দেখছি। কমিউনিটির অন্যান্যদের মতো তুমি অনেক সুন্দর ফটোগ্রাফি করো। সদ্য চালু হওয়া মেট্রো স্টেশনের ফটোটি দারুন লাগছে দেখতে। পড়ন্ত বিকেলের ইকোপার্ক থেকে তোলা ফটোটিও অসাধারণ লাগছে। এছাড়া বাদবাকি সবকটা ফটোই খুব সুন্দর হয়েছে।

কফি হাউজের না গিয়েই ভালো করেছো। আসলে ওখানকার খাবার দাবার একেবারেই জঘন্য। আমি আজকে সেই বিষয় নিয়েই একটা পোস্ট করেছি। যদি পড়ে থাকো অবশ্যই বুঝতে পারবে।

 last year 

ভাইয়া একটি ফটোগ্রাফি দেখলাম বিখ্যাত কফি হাউজের ভেতরকার দৃশ্য যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে। এখন কথা হলো সেখানকার কফি মুখে দেওয়ার মতো নয় এতটাই বাজে করে। তাহলে এত মানুষ যায় কেন সেটাই তো বুঝলাম না। এর কোন উত্তর জানা আছে না কি। ধন্যবাদ।

কফি হাউজ নিয়ে আজকে একটা পোস্ট করেছি। ওটা পড়লেই আপনি আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পোষ্ট পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31