আমার কবিতার ঝুলি থেকে (ফুলশয্যা)।। জানুয়ারি-০৫/০১/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। |
---|
আজকের কবিতাটা প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছরের নিচে কোন ব্যক্তি আমার আজকের কবিতা পড়া থেকে বিরত থাকবেন। হা হা হা... যাইহোক মজা করলাম আর কি। এই কবিতাটা লিখেছিলাম খুব সম্ভবত মাসখানেক আগে। তখন কি মনে হয়েছিল জানিনা, কবিতাটা হঠাৎ করেই মাথায় আসে তাই কোন রকম চিন্তাভাবনা ছাড়া লিখে ফেলেছিলাম আর কি। ৪-৫ দিন আগেও আমি একটা কবিতা পোস্ট করেছি। ইচ্ছা ছিল আরো দুই এক দিন পর কবিতাটা পোস্ট করব, কিন্তু আমার বোনের মেয়ে এসেছে বিগত চার-পাঁচটা আমার বাড়িতে এবং ঘরের ভিতর লেখাপড়া করা বা এইখানে সময় দেয়ার মত কোন পরিবেশই পাচ্ছিনা আমি। সারাদিন আমাকে ডিস্টার্ব করছে। এজন্য অল্পের ভিতরে কাজ সারতে হলো আজ।ইনফ্যাক্ট এই পোস্টটা লিখতে গিয়েও এত পরিমাণে ডিস্টার্ব করছিল যে অলরেডি একটা পোস্ট মিসটেক হয়ে গেছে এবং ওটা পোস্ট করা হয়ে গেছে বেনিফেসিয়াল ছাড়া। তারপর আবার নতুন করে এটা লিখতে শুরু করলাম। যাই হোক আর বেশি কথা বলতে চাই না, আজকের কবিতার দিকে এগনো যাক।
🙈(❤️ফুলশয্যা❤️)🙈
বিছানায় ছিল না ফুল, ভাসমান প্রেম ছিল শুধু
কত কথা বয়ে যায় অন্ধকারে, শব্দহীন চরাচর ধূ ধূ
কাছে আসে মায়া
অর্ধেক চাঁদের ছায়া
অন্য টাইম স্পেসে তুমি তো আমারই বধূ।
প্রলাপেই জমে ওঠে নিদ্রাহীন কথোপকথন
শরীর উন্মুখ হয় গর্ভবতী নদীর মতন
আদরের দাগ
ফুলের পরাগ
বহু পথ ঘুরে এসে তোমাতেই স্থিত হয় মন।
ভুলে গেছি জীবনের নাটকীয় প্রখর সংলাপ
আমার সজ্জা জুড়ে ঝরে পড়ে তীব্র অনুরাগ
প্লিজ তুমি কথা বলো
চেয়ে দেখো চোখ মেলো
গহন হৃদয়পথে গাঢ় হয় তোমারি পায়ের ছাপ।
আগুন সাক্ষী হবে, চিতাকাট দাউ দাউ জ্বলে
তোমাকে ছুঁয়েছি বহুদিন, তোমাকেই না বলে
জাগরিত মৃত্যু প্রহর
ম্রিয়মাণ আমার শহর
এত ভালোবাসা ছেড়ে কিছুতেই যাবো না চলে।
💢পরিশিষ্ট💢
যাইহোক আজকের কবিতা এইটুকুই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের কবিতাটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।
বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল "ফুলশয্যা" কবিতাটি। আপনি খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি লাইন লিখেছেন কবিতাটির। এরকম কবিতা গুলো আরো বেশি ভালো লাগে পড়তে। কবিতার মাধ্যমে নিজের দক্ষতার প্রকাশ ঘটে। আমি কবিতা পড়তে এবং লিখতে দুটোই ভীষণ ভালোবাসি। কোনরকম চিন্তাভাবনা ছাড়া কবিতাটি লিখে ফেলেছেন। এজন্য ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ সবার মাঝে এত সুন্দর একটি কবিতা ভাগ করে নেওয়ার জন্য।
আমারও এই ধরনের কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে এবং আমি লিখতেও খুব পছন্দ করি এই ধরনের কবিতা। ধন্যবাদ আপু, কবিতাটা পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
সত্যি বলতে আপনার কবিতার নাম দেখেই আমি অবাক। আপনি মাঝখানেক আগে এই কবিতাটি লিখেছিলেন। কি মনে করে লিখেছিলেন তা আপনি নিজেও জানেন না। মাথায় আসার সাথে সাথে ভাবনা ছাড়া লিখে ফেলেছেন। আমার কাছে কিন্তু পড়তে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতার মাঝে এক একটি কাহিনী লুকিয়ে থাকে। যাই হোক অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে আমার লেখা কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম ভাই। আসলে আপনাদের এই উৎসাহ গুলোই আমাকে আরো বেশি অনুপ্রেরণিত করে।
আসলে ভাই, আপনার কবিতাটি অনবদ্য ছিলো। বেশ সুন্দর দুর্দান্ত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসাধারণ ছন্দের বিকাশ ঘটিয়েছেন কবিতার মধ্যে। কবিতা পড়ে ভালো লাগলো। আমাদের মাঝে চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আমি তো 18+ না তাহলে মনে হয় আপনার কবিতা পড়তে পারবো না😜।যাই হোক কবিতা পড়ে মনে হচ্ছে আমি আসলেই প্রাপ্ত বয়স্ক না,কারন আমি কবিতার কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি কঠিন লাইন লেখেন ইদানিং বড় বড় কবি কবি ভাব😊
আপনি তো কচি খুকি, তাই হয়তো মাথার উপর দিয়ে গেলো। কবিতাটা resteem করে রাখেন, যখন বয়স ১৮+ হবে তখন পড়বেন🤣
দাদা, চার-পাঁচদিন নাকি চার-পাঁচটা তোমার ভাগ্নী।যাইহোক কবিতাটি কিন্তু আমি পড়েই ফেললাম।বেশ হয়েছে তবে তীব্র কষ্ট নিয়ে লেখা মনে হচ্ছে।ভালোবাসার শহরে মনের মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে শুধু নেই মনের মানুষ।তবে একসময় ছিল এটাই বোঝাতে চেয়েছ মনে হয় দাদা।ধন্যবাদ
চার পাঁচটা না,লেখা ভুল হয়েছে।😁আমার ভাগ্নি ওই একটাই অনেক কষ্ট করে হয়েছে।
আমার মনে কোনো কষ্ট নেই বুনু। আমি সব সময় হ্যাপি🤣
কষ্টের সাগরে আমরা সবাই হ্যাপি☺️☺️
এটা ঠিক কথা🥺
ভাইয়া আমি ১৮ বছরের উপরে হয়েও কবিতা বুঝতে অপারগ। এত কঠিন ভাষা কেন? আমি আসলে সহজ ভাবে লিখিতো, তাই শব্দ চয়ন আমার কাছে কঠিন লাগছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আচ্ছা এরপর থেকে কিছুটা সহজ করে লেখার চেষ্টা করবো আপু। তবে আপনি যদি কোথাও না বোঝেন তাহলে বলবেন, আমি মিনিং বলে দেওয়ার চেষ্টা করবো।🙂