বাংলাদেশের গ্রাম-বাংলার প্রকৃতির ফটোগ্রাফি।। মার্চ -২৫/০৩/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
রাস্তার পাড়ে ঘের থেকে তোলা একটা ফটোগ্রাফি। পড়ন্ত বিকেল ছিল জন্য ফটোগ্রাফি বেশ সুন্দর লাগছে। বিশেষ করে গাছপালার ছায়া গুলো জলের উপর পড়াতে ফটোটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে।
বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের ফটোগ্রাফি। এই সবুজ ধান ক্ষেত আমার কাছে এত ভালো লাগছিল যে, মন্ত্রমুগ্ধ হয়ে প্রায় কুড়ি মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে ছিলাম। প্রচুর ফটো তোলার চেষ্টা করেছিলাম। তার ভিতরে কিছু ফটো এখন আপনাদের সামনে তুলে ধরলাম।
গ্রামের একমাত্র বড় বটগাছ। বছরের একটা নির্দিষ্ট সময় এই বটগাছের পূজোর অনুষ্ঠান হয়। দেখতেও যথেষ্ট বড় ছিল। গ্রামের কৃষক এবং ক্লান্ত পথিকের একমাত্র বিশ্রামের জায়গা এটা।
এই ব্রীজটা এবং এই খালটা দুটো গ্রামকে সংযুক্ত করেছে। এক পাশে হলো শুকনাড়া এবং অপর পাশে হল মাদুর্গাদি গ্রাম।
গ্রামের এক অতি সাধারণ প্রাথমিক বিদ্যালয়। আসলে অতি সাধারণ বললে ভুল হবে। এখান থেকে আসলে গ্রামের ছেলেপেলেরা তাদের হাতে প্রথম খড়ি দিতে শেখে।
গ্রামের মাঠে ফুটবল খেলার এই দৃশ্যটা দেখে আমার রীতিমতো ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। ছোটবেলায় কত মাঠে ফুটবল খেলতাম, বিশেষ করে বর্ষাকালে বন্ধুদের সাথে নিয়মিত ফুটবল খেলতে যেতাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | নড়াইল বাংলাদেশ। |
ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর বলার অপেক্ষা রাখে না আর কিছু। সত্যিই বাংলাদেশের গ্রাম বাংলার প্রকৃতি চোখ জড়ানো । আপনি তো খুব মজা করছেন এই প্রকৃতির মাঝে। আমিও একবার অবশ্যই যাবো এই সবুজ প্রকৃতি উপভোগ করতে।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই চোখ জুড়ানো। আমি এখানে যতদিন আছি অধিকাংশ দিনই গ্রামে কাটিয়েছি। বেশ উপভোগ করছি এখানকার সবুজ প্রকৃতি।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আপনি চমৎকারভাবে ছবির মাধ্যমে এই অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। বটগাছটা কিন্তু বেশ বড়, আর বিস্তীর্ণ ফসলের মাঠ দেখলে দারুন একটা অনুভুতি আসে আমার। গ্রামের স্কুলটাও কিন্তু দারুন।
সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট ছিল।
বটগাছটা আসলেই অনেক বড় ছিল, তবে ফটোতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। আর গ্রামের স্কুলটাও অনেক বেশি সুন্দর ছিল। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
বাংলাদেশে এসেছেন জেনে খুবই খুশি হয়েছি। আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেছে জেনে খুবই ভালো লেগেছে আর আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আশা করি ছোট ভাইয়ের মামার বাড়িতে বেড়াতে এসে খুবই ভালো সময় কাটাচ্ছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ঐদিন বিকেলটা আসলেই খুব সুন্দর কাটিয়েছিলাম। বিশেষ করে সবুজ ধানক্ষেত আমাকে অনেক বেশি আকর্ষিত করেছিল। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন ভাইয়া গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি ছোট ভাইয়ের মামা বাড়িতে খুব সুন্দর গ্রামের পরিবেশ উপভোগ করেছেন । এরকম সবুজ ধান ক্ষেতের সামনে বসে থাকতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন গ্রামে গিয়ে। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লাগছে। তাছাড়া বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।
আমি যে গ্রামে ছিলাম সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অনেক বেশি সুন্দর ছিল। তবে এখানকার সবুজ ধানক্ষেত গুলো আমাকে অনেক বেশি আকর্ষিত করেছিল। ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
ভাইয়া আমাদের বাংলাদেশের যে প্রান্তে যাবে সেখানে দেখতে পাবেন অবিরাম সুন্দর প্রকৃতি যা দেখে সবার মন ভরে যার। আমাদের প্রকৃতির মাঝেই জীবন। যায়হক আপনি আমাদের দেশে ঘুরতে এসেছেন শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার দেশের প্রকৃতি সবার সামনে তুলে ধরার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।
আর এজন্যই তো সকল কবিরা এই বাংলাকে নিয়ে সৃষ্টি করেছেন তাদের অনবদ্য কবিতা। এই বাংলার রূপের দিকে একবার নজর পড়লে ফেরানো বড় দায়। যাইহোক ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে। 🖤🖤🖤
বাংলার প্রকৃতি এতটাই সুন্দর যে প্রশংসার না করে উপায় নেই তো। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
বাংলার এই রুপেই পাগল হয়ে কবি জীবনানন্দ দাস বার বার এই বাংলাই ফিরে আসতে চেয়েছেন। আবার গানের মধ্যে বলা হয়েছে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সবুজ ধানক্ষেতের দৃশ্যটা এককথায় অসাধারণ ছিল দাদা। গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার দৃশ্য কিছুই বাদ দেন নাই। বাংলাদেশে আপনার সময় টা বেশ ভালোই কাটছে তাহলে।।
আমি তো বাংলাদেশের প্রকৃতি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্রকৃতিকে নিয়ে জীবনানন্দ দাশের লেখা কবিতার সাথে আমার দেখা প্রকৃতি পুরোপুরি মিলে যাচ্ছে।
বাংলাদেশের গ্রামের দৃশ মানেই মন মাতানো ৷ আসলে বাংলার সকল কিছু যেন সোনার মতো ৷ একমাত্র বাংলাদেশে আছে ছয় ৠতুর দেশ৷ যার রুপ সৌন্দর্যের নেই কোনো শেষ৷ দাদা আপনি৫ দেখি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ছবি ছিল প্রানবন্দর ৷ অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷
এই সৌন্দর্য দেখে আসলে ফটো না তুলে পারছিলাম না। এজন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় এই ফটোগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই গ্রামের প্রকৃতি আপনি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, দেখে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য।