অবশেষে হাতের মুঠোয়।। জুন -১৭/০৬/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
যাইহোক ভারতবর্ষে একটা ব্যাপার রয়েছে সেটা হল প্রতিবছরই লক্ষ লক্ষ ধর্মীয় গ্রন্থের বই বিনামূল্যে দেওয়া হয়। তবে সেটার জন্য কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসের ভিতর দিয়ে সবকিছু মেনটেইন করতে হয়। যদিও বা আমার এই বিষয়ে তেমন বিশেষ কোনো জ্ঞান নেই, আমার ছোট ভাই ronggin এ বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখে। তাই আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে ronggin বলেছিল যে অনলাইনে ধর্মীয় গ্রন্থের বই বা যথার্থ গীতা যেটা শ্রী ভগবত গীতার শাশ্বত ব্যাখ্যা দেওয়া আছে, সেটারই নতুন কিছু বই বিনামূল্যে প্রদান করা হচ্ছে বিভিন্ন বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে। আসলে এর আগেও আমি অনেক কিছু ফ্রিতে পেয়েছি। ইশা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান রয়েছে যেটার প্রতিষ্ঠাতা হল সৎ গুরু। তিনি প্রতি বছরই বিনামূল্যে পুরো ভারতবর্ষের মানুষের কাছে অনেক জিনিস পৌঁছে দেন। তার ভিতর রুদ্রাক্ষ, শিবের ভস্ম, তাছাড়া একটা বিশেষ বই। এর আগে আমি তিন-চারটা অর্ডার করেছিলাম আমার পরিবারের জন্য এবং প্রত্যেককেই একটা করে দিয়েছিলাম। যদিওবা আপনি চাইলে তাদের আর্থিক সহযোগিতা করতে পারেন, তবে তারা নিজে থেকে কিছু চায়না।
মোটামুটি ইউটিউব ঘেঁটে দেখলাম যে একজনের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ব্যাপারটা নিয়ে একটা লিংক রয়েছে এবং সেখানে গিয়ে অর্ডার করলেই ফ্রিতে বাড়ি বই চলে আসবে। আমি তো সমস্ত প্রসেস কমপ্লিট করে আমার ফোন নাম্বার দিয়ে, ইমেইল আইডি সবকিছু দিয়ে একটা বই অর্ডার করে দিলাম। যদিও সেখানে পেমেন্টের অপশন থাকে কিন্তু আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে আমি সামান্য কিছু পেমেন্ট করেও দিলাম। কারণ একেবারে ফ্রিতে বই নিতে নিজের কাছেও কেমন জানি খারাপ লাগে। মোটামুটি রেজিস্ট্রেশন কমপ্লিট করেই আমি দু-একদিনের ভিতরেই ভুলে গেছিলাম এই বইয়ের কথা। যদি টাকা দিয়ে অর্ডার করতাম তাহলে হয়তো বারবার মনে পড়ত কিন্তু যেহেতু এখানে টাকার কোন ব্যাপার নেই তাই এমনিতেই ভুলে গেছিলাম। এভাবেই কেটে গেছিল প্রায় তিন চার মাস এর মধ্যে আসলে আমার এই ব্যাপারটা একেবারেই মাথা থেকে উঠে গেছিল। গতকাল সন্ধ্যা নাগাদ আমার ফোনে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং তিনি জানান যে আমার একটা ডেলিভারি আছে। যদিও আমি তৎক্ষণাৎ মনে করতে পারিনি যে কিসের ডেলিভারি। কারণ বিগত ৩-৪ মাসের ভিতরে আমি এমন কোন কিছু অর্ডার দেইনি অনলাইনে যেটা ডেলিভারি হবে। কারণ আমার সব অর্ডার রঙিন এর ফোন থেকেই করি।
অনেকটা কৌতুহল হয়ে গিয়ে দেখি সেই 4-5 মাস আগের যে বইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেটা এসেছে। অনেকটাই খুশি হয়েছি কারণ বইটাতে নাকি নতুন নতুন কিছু জিনিস অ্যাড করেছে যেটা পড়ার জন্য আমি অনেকটাই উৎসাহী। গতকাল রাতে দেখলাম বাবা বইটা নিয়ে খানিক সময় পড়ল। এজন্য আমি আর পড়ার প্রতি তেমন বিশেষ আগ্রহ দেখায়নি। তবে দেখলাম বাবা বলছে যে বেশ সুন্দর সুন্দর কিছু কথা লেখা রয়েছে যেগুলো আমাদের প্রত্যেকেরই পড়া উচিত। তাই বাবাকে বললাম যে তুমি আগে বইটা পড়ে শেষ কর তারপর আমি পড়ে নেব সময় সুযোগ বুঝে। যাইহোক বইটা হাতে পেয়ে আমি সত্যিই অনেক খুশি হয়েছি। যদিওবা বইটার কোন রিভিউ আমি দেব না তবে সত্যি কথা বলতে অনেক দিন পর গতকাল সন্ধ্যায় বেশ ভালই লাগছিল এই ব্যাপারটা। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | বারাসাত,কলকাতা। |
আসলে নিজের ধর্ম সম্পর্কে সবকিছু ভালো ভাবে জেনে নেওয়াই ভালো। আপনি চার পাঁচ মাস আগে এই বইটার অর্ডার দিয়েছিলেন অনলাইনে, এত মাস পরে আসার কারণেই আপনি একেবারে ভুলে গিয়েছিলেন কিসের অর্ডার। কাল কে দেখেছিলেন আপনার আব্বু এই বইটা পড়ছে এবং বলেছিল এই বইটা সবারই পড়া উচিত। আশা করছি এটি পড়ে ভালো ভালো এবং নতুন নতুন অনেক কিছুই জানতে পারবেন। ভালো লাগলো আমার কাছে আপনার পোস্ট।
আমি এখনো আসলে বইটা পড়ে দেখিনি। তবে অবশ্যই পড়বো এবং টুকটাক যে ব্যাপার গুলো রয়েছে সেগুলো অবশ্যই জানার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এই গীতাটি আসলেই অনেক ভাল। প্রত্যেকটি শ্লোক দারুন ভাবে ব্যাখ্যা করা আছে। বুঝতে অনেক সুবিধা হয়।নতুন নতুন অনেক কিছু জানা যায়৷ আমাদের ও একটি আছে। সকাল বেলা পড়লে, সারাদিন অনেক ভাল কাটে। ধন্যবাদ দাদা আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আমি এখনো পড়া শুরু করিনি, তবে আপনি যেভাবে বলছেন তাতে অবশ্যই পড়বো।আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
আমিও তাই মনে করি। ভারতবর্ষে যে এরকম একটা ফাউন্ডেশন রয়েছে, আর তার থেকে প্রতিবছর বিনামূল্যে ধর্মীয় বই দেওয়া হয়,এটা তোমার এই পোস্ট থেকে জানতে পারলাম ।ভালো লাগলো বিষয়টা জানতে পেরে। সুবীর দাদা দেখছি এই বিষয়ে বেশ ভালো খবর রাখে।
সুবীর এর এই বিষয়ে বেশ ভালই জানাশোনা আছে। তবে পরবর্তীতে তুমি যদি সুযোগ পাও তাহলে এরকম একটা অফার নিতেই পারো।