একটি সাদাকালো 3D মেন্ডেলা আর্ট।। এপ্রিল -০৩/০৪/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

অনেকদিন পর আজ আবার আপনাদের মাঝে নতুন একটা 3D মেন্ডেলা আর্ট নিয়ে হাজির হয়েছি। খুব সম্ভবত লাস্ট ম্যান্ডেল আর্ট করেছিলাম কলকাতা থাকতে। এর ভিতরে আর তেমন কোন সুযোগ সুবিধা পাইনি, যাতে করে ম্যান্ডেলা তৈরি করা এবং সেটা শেয়ার করা যায়। গতকাল বিকালের দিকে বেশ কিছুটা সময় ফাঁকা পেয়েছিলাম। এ সময় ভাবলাম যে যদি একটা ম্যান্ডেলা আর্ট করা যায় তাহলে একেবারে মন্দ হয় না। তবে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস কোথায় পাব। আমার যা জিনিস তা তো সব কলকাতায় রেখে এসেছি। তারপরও হাতের কাছে যা যা পেয়েছি তাই দিয়ে মোটামুটি একটা থ্রিডি ম্যান্ডেলা আর্ট তৈরি করার চেষ্টা করেছি। 3D আর্ট প্রথমবার এই জন্য হয়তো হাতের কাজ অতটা নিখুঁত হয়নি, তবে এটা সত্যি কথা যে এই আর্ট তৈরি করতে কমপক্ষে আমাকে তিনবার আবার নতুন করে করতে হয়েছে। কারণ প্রথম দুইবার করতে গিয়ে এমন এমন জায়গায় ভুল হয়েছে যেটা পরবর্তীতে মিলাতে গিয়ে গোলমাল হয়ে গেছে। দেখতেও অনেকটা বাজে লাগতো, এজন্য নতুন করে আবার তৈরি করেছি। যাই হোক আর বেশি কথা বলবো না, চলুন তাহলে আজকের থ্রিডি মেন্ডেলা আর্ট টা দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20230403_095414186.jpg

💢প্রয়োজনীয় উপকরণ💢

১. পেন্সিল।
২. কাটা কম্পাস।
৩. রাবার।
৪. পেন্সিল কাটার।
৫. সাদা আর্ট পেপার।
৬. কালো ফিক্স মার্কার পেন।

20230228_235646.jpg

🍀প্রথম ধাপ🍀

20230301_224426.jpg

প্রথমে একটা নির্দিষ্ট মাপের বৃত্ত তৈরি করে নেব। তবে সেটা 4 থেকে 5 সেন্টিমিটারের বেশি নয়, তাহলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাচ্ছে এবং মেলাতে গিয়ে সমস্যা হবে এবং বৃত্তের মাঝ বরাবর একটা দাগ কেটে নেব।

🍀দ্বিতীয় ধাপ🍀

20230301_225104.jpg

এরপর ঠিক ওই বৃত্তকে কেন্দ্র করে ওই একই মাপের আরও দুটো বৃত্ত একে নেব। এক্ষেত্রে কম্পাসের কাটা থাকবে পরিধির উপর এবং পেন্সিল থাকবে ঠিক বৃত্তের কেন্দ্র।

🍀তৃতীয় ধাপ🍀

20230301_225240.jpg

এরপর ঠিক ওই একই ভাবে একই মাপ নিয়ে আরো কয়েকটা বৃত্ত একে একটা সুন্দর সেফ দেব। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বৃত্ত যেন একই আয়তনের হয়। কম বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যাবে।

🍀চতুর্থ ধাপ🍀

InShot_20230403_110236631.jpg

এরপর প্রথম বৃত্ত এবং শেষে যে বৃত্তটা করা হয়েছে ঠিক তার মাঝ বরাবর একটা দাগ কেটে নেব এবং সেই দাগকে কেন্দ্র করে একই আয়তনের পরপর আরো কয়েকটা বৃত্ত একে নেব আগের বৃত্ত গুলোর চারপাশ জুড়ে।

🍀পঞ্চম ধাপ🍀

InShot_20230403_110310664.jpg

এরপর ঠিক ওই একই ভাবে আগের মত করে আরো কয়েকটা বৃত্ত একে নেব। তবে এক্ষেত্রে প্রথম বৃত্ত টা কে বাদ দিয়ে পরে যে বৃত্ত তৈরি করা হয়েছে ঠিক তার মাঝ বরাবর থেকে দাগ কেটে আগে থেকে হিসাব করে নেব।

🍀ষষ্ঠ ধাপ🍀

InShot_20230403_110400965.jpg

এরপরে ঠিক ওই একই ভাবে আরো কয়েকটা বৃত্ত একে পুরো আর্টের মেইন শেফ তৈরি করে নেবো।

🍀সপ্তম ধাপ🍀

InShot_20230403_110429956.jpg

এরপর আসলো রং করার পালা। প্রথমে তো একদম কেন্দ্রের দিকটা রং করে একটা তারার সেফ তৈরি করব। তারপর আবার পরবর্তী লাইনে গিয়ে একটা খোপ গ্যাপ দিয়ে দিয়ে কালার পেন দিয়ে ভরাট করে দেব।

🍀অষ্টম ধাপ🍀

InShot_20230403_110447430.jpg

এরপর থেকে একইভাবে একটা রো বাদ দিয়ে, একটা খোপ বাদ দিয়ে দিয়ে রং করে উপরের দিকে উঠতে থাকবো এবং একদম শেষ পর্যায়ে গিয়ে দেখব যে দেখতে একটা থ্রিডি আর্টের মত লাগছে।

🍀নবম ধাপ🍀

InShot_20230403_110516492.jpg

এরপর নিজের সিগনেচার দিয়ে আর্টের সমস্ত প্রসেস কমপ্লিট হবে।

🧘পোস্ট বিবরণ🧘


শ্রেণীমেন্ডেলা আর্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনখুলনা, বাংলাদেশ।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 2 years ago 

মেন্ডেলা আর তোমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে একটি মেন্ডেলা আর্ট করে শেয়ার করেছেন। আপনার আর্ট টি দেখে মনে হচ্ছে খুবই কঠিন এ ধরনের আর্ট মনোযোগ সহকারে করতে হয় ।নইলে একটু এদিক সেদিক হলেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

এই অর্টটা আসলেই অনেক কঠিন ছিল তৈরি করতে। আমি যখন ইউটিউবে দেখেছিলাম তখন মনে হচ্ছিল খুব সহজ, তবে যখন নিজে করতে বসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে আসলেই ব্যাপারটা কত কঠিন। তারপরও অনেক চেষ্টার পর মোটামুটি একটা সেফ দিতে পেরেছি।

 2 years ago 

আপনার সাদাকালো ম্যান্ডেলাটি দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে ভাইয়া কথায় আছে না একবারে না পারিলে দেখ শতবার।যাইহোক আপনি তৃতীয় বারে ম্যান্ডেলাটি কমপ্লিট করে আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে অনেক ভালো লাগল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এই কথাটা একদম ঠিক বলেছেন "একবার না পারিলে দেখ শতবার"। প্রথমদিকে তো আমি একদমই আর্ট করতে পারতাম না। তবে আপনাদের অনুপ্রেরণায় এখন মোটামুটি করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে সাদাকালো একটি থ্রি ডি মেন্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেল আর্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লাগছে ভাই। আপনি তিনবারের পরে আমাদের মাঝে আর্ট তৈরি করে দিতে সফল হয়েছেন । যাইহোক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, পোস্ট পড়ে এত সুন্দর একটা গঠন মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

থ্রিডি আর্ট গুলো খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে করা লাগে। আপনি খুবই সুন্দর সাদা কালো একটা থ্রিডি আর্ট অঙ্কন করেছেন যা দেখে বুঝতে পারছি অনেক সময় লেগেছে এটি অংকন করতে। এরকম কাজগুলো করতে যদিও সময়ের প্রয়োজন হয়। কিন্তু সময় দিয়ে যেকোনো কাজ করলে তা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। সত্যিই আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হচ্ছে।

এই আর্ট টা করতে আমাকে সত্যিই অনেক ধৈর্য ধরতে হয়েছিল। কারণ এখন যেটা দেখছেন এর আগেও এরকম দুটো তৈরি করেছিলাম। তবে সেটা ভাল হয়নি এজন্য আবার নতুন করে করতে হয়েছিল। তারপরও খুব বেশি একটা ভালো হয়নি। তবে আপনাদের মন্তব্য গুলো আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করে।

 2 years ago 

অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন ভাইয়া। এরকম থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার থ্রিডি আর্টটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি সবসময় অসাধারণ কিছু থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

এর আগে আমি থ্রিডি আর্ট কখনো করিনি, যদিও খুব বেশি একটা ভালো হয়নি দেখতে তবে আপনাদের প্রশংসা গুলো আমাকে আরো অনেক বেশি অনুপ্রেরণিত করে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার এই থ্রিডি আর্টের দারুন পরিচয়টা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে থ্রিডি আর্ট করেছেন যেটা সত্যি বড় কঠিন ব্যাপার। থ্রিডি আর্ট করা অনেক দক্ষতা আর ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। আপনি সেই পর্যায় অতিক্রম করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম। হয়তো বিস্তারিত ফটোগুলো দেখতে পারছি না সার্ভারজনিত কারণে তারপরে দেখেই বুঝে ফেলেছি আপনার সুন্দর সু কৌশলী দক্ষতা রয়েছে।

এই আর্ট টা করতে আমার যথেষ্ট সময় লেগেছিল রে ভাই। অন্য কোন আর্ট করলে হয়তো এত সময় দুটো থেকে তিনটা কমপ্লিট করে ফেলতে পারতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

থ্রিডি ম্যান্ডেলা আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। আর্টটি দেখেই বুঝা যাচ্ছে প্রচুর সময় লেগেছে করতে। দুই বার নষ্ট হয়ে যাওয়ার পর আপনি হাল ছাড়েননি এবং তৃতীয় বারের মাথায় সফল হয়েছেন। যা দেখে খুবই ভালো লাগলো। আপনার ধৈর্যের প্রশংসা করতেই হয়। আপনার আর্টটি আমার কাছে একেবারে নিখুঁত মনে হয়েছে। এতো সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

একেবারে নিক্ষুদ হয়নি রে ভাই। তবে কষ্ট হয়েছে এটা সত্যি কথা। আগে যদি জানতাম যে এটা করা এত ঝামেলার কাজ তাহলে করতাম না। কারণ মিলাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল।

 2 years ago 

ভাই প্রথম করেছেন তো সেজন্য বেশি কষ্ট হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চেষ্টা করতে থাকুন অবশ্যই আরও ভালো হবে।

এই রকম জিনিষ আর বানাবো না ভাই।😂 এত কষ্ট করা যাবে না।

 2 years ago 

ভাই আরেকবার এই রকম জিনিস শেষবারের মতো বানাবেন। আপনার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। 😂😂

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37