আমার কবিতার ঝুলি থেকে (অভিমানী)।। নভেম্বর-২৯/১১/২০২২।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
আমি যতদূর জানি, আমাদের এই ভালবাসার কমিউনিটির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা এই মুহূর্তে অনেকটাই খারাপ যাচ্ছে। তার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে সেটা আমরা সকলেই জানি। তবে সেই বিষয় নিয়ে আর বিশেষ কোনো কথা বলতে চাই না। আমি মনে করি এইসব জিনিস যতটা ভুলে থাকা যায় ততটাই আমাদের সবার জন্য ভালো।

অনেকদিন ধরেই খুব ইচ্ছা করছিল একটা কবিতা লেখার জন্য। তবে সুযোগ এবং পরিস্থিতি কোনটাই আমার অনুকূলে ছিল না। তবে পরিবেশ পরিস্থিতি এখন যে অনুকূলে আছে সেটাও বলতে পারছি না। তারপরও একটু ব্যস্ত থাকার কারণে পোস্ট লেখার জন্য যথেষ্ট সময় নেই আজ। তাই অনেকটা বাধ্য হয়েই কবিতা লিখছি। এটা আমার লেখা এই গ্রুপে প্রথম শেয়ার করা কবিতা, যদিও আমি ছোট ছোট করে কবিতা লিখে অনেকবার পোস্ট করেছি, তবে সরাসরি কখনো এখানে শেয়ার করা হয়নি। যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ পেলে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে হাজির হব। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের কবিতা পাঠ করা যাক।

girl-638061_1280.webp
সোর্স

🎊অভিমানী🎊



সেই যে সেদিন মন কেমনের রাত
ভোরের বেলা সোহাগ চুমু ঝরে
সেই যে সেদিন বৃষ্টি ভেজা হাত
মেঘের মতো নরম ঠোঁটের 'পরে।

সেই যে সেদিন পথের দুটো পাশে
তোমার আমার রাস্তা বেঁকে গেলো
সেই যে সেদিন বিকেল বেলার ঘাসে
হলুদ পালক ছড়িয়ে এলোমেলো ।

সেদিন থেকে মনের কপাট ভেজা
যদিও আকাশ প্রখর রোদের তাপে
তোমার আমার অন্ধকারের ডানা
উড়বে বলে থরথরিয়ে কাঁপে।

কাঁপছে প্রহর একলা আলোর মতো
সেই যে সেদিন নদীর জলে মায়া
জীর্ণ পাতায় ঢাকছি গোপন ক্ষত
শহর জুড়ে মন খারাপের ছায়া ।

সেই যে সেদিন জোনাকি হল রাত
স্তব্ধ যুবক আনমনে পথ চলে
সেই যে সেদিন সপাট দরজা খোলা
অভিমানী হাওয়া তোমার গল্প বলে।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের কবিতাটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

বর্তমানে কমিউনিটির সদস্যদের মন মানসিকতা তেমন ভালো নেই আপনি ঠিক বলছেন।সবার উপট এমন একটা ঝড় গেল আসলেই অনেক চিন্তিত হয়ে পড়েছিলাম।এই কমিউনিটিতে অভিমানি কবিতাটি আপনার প্রথম লেখা হলেও বেশ ছন্দ মিলিয়ে লিখতে পেরেছেন।আশা করি লিখতে লিখতে অনেক ভালো কবিতা লিখতে পারবেন ধন্যবাদ আপনাকে।

আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরো সুন্দর করে লেখার চেষ্টা করব। ধন্যবাদ আপু আপনাকে,এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে গতকাল মন এতটাই খারাপ ছিল যে পোস্ট করতে ভীষণ কষ্ট হয়েছে। কারনটা সবার জানা তবুও আমরা এই জায়গাটাকে ভালোবেসে এতদূর এসেছি, শুধুমাত্র একজন নরপশু সব শেষ করে দিতে পারে না। তাই শত প্রতিকূলতা পেরিয়ে গতকাল পোস্ট করেছি এবং আজ সমস্ত স্বাভাবিক কাজগুলো করছি। মন খারাপ করবেন না ভাই, আমাদের এই প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যেতেই হবে।

কবিতা সবসময়ই আবেগ আর অনুভূতির ভীষণ মিষ্টি অনুভূতি এনে দেয়। ঠিক তেমন‌ করে আপনার কবিতায় একজন কাব্যিক মানুষের ছায়া দেখলাম। ভালো লেগেছে আপনার অভিমানী কবিতাটি। এগিয়ে যান এবং আরো চমৎকার কবিতা নিয়ে আমাদের উপহার দেবেন এই কামনায় বিদায় নিলাম।

ধন্যবাদ ভাই, এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটা।

 2 years ago 

ঠিক বলেছেন আজ কয় দিন ধরে কমিউনিটি সবারই মন অনেকটাই খারাপ। কিন্তু আপনি পিছনে সবকিছু ফেলে দিয়ে আজকে খুব সুন্দর কবিতা লিখেছেন। আমাদের সবারই উচিত এরকম ভাবে সবকিছু পিছনে ফেলে দিয়ে নতুন ভাবে এগিয়ে যাবা। খারাপ মানুষের জন্য নিজেকে খারাপ না ভেবে নিজের লোকের স্থির থাকা। আপনি কবিতার লাইনগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সবার মাঝে উপস্থাপনা করলেন। আপনার কবিতাটি পড়তে আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। 😊

 2 years ago 

ভাইয়া এটি আপনার প্রথম কবিতা হলেও কিন্তু ভালো লিখেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আমিও ভেবেছিলাম একটা কবিতা লিখবো কিন্তু সবার মতো আমারও মনের অবস্থা তেমন ভালো ছিল না। একটা কবিতা লিখতে মনের অনুভূতির দরকার কিন্তু সেটা আর হচ্ছে না বলে কবিতা লিখা হলো না। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কবিতার লিখে ফেলেন আপু, কবিতা পড়তে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি লিখলে আমি অবশ্যই পড়ার চেষ্টা করবো।

 2 years ago 

ভাইয়া শেষে কবিতা লিখেই ফেললেন??🤗 অনেক ভাল লাগলো দেখে। প্রথম লিখলেন, ভাল হয়েছে।তবে লিখতে লিখতে আরও ভাল হবে আশাকরি। লেখা চালিয়ে যাবেন,কেমন। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

আপনাদের সহযোগিতায় কবিতা লিখে ফেললাম আর কি।😁 এখন থেকে মাঝেমধ্যে কবিতা শেয়ার করব। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে কি বলেছেন বর্তমানে কমিউনিটির প্রত্যেকটি সদস্যের মন মানসিকতা খুবই খারাপ। কিন্তু আমাদের এসব জিনিস যতটা ভুলে থাকা যায় ততটা আমাদের জন্য ভালো এটা আমারও মনে হয়। আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে মনটা ভালো হয়ে গেল। কবিতার নাম যেমন কবিতাও ঠিক তেমনি। প্রত্যেকটি লাইন খুবই সুন্দরভাবে মিলিয়ে লিখেছেন আপনি। আপনি প্রথম লিখলেও খুবই সুন্দর ভাবে লিখেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে একটা মন্তব্য করার জন্য এবং পাশাপাশি উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি।

 2 years ago 

আসলেই সকলের মনের অবস্থা তেমন ভালো না।
সবাই দেখি কবি হয়ে যাচ্ছে 😜,আপনি তো শুরু করে দিলেন।পরিস্থিতি অনুকূলে নাকি প্রতিকূলে কবিতার নাম দেখে তো বুঝতে পারছি না😜।যাই হোক বেশ ভালো হয়েছে কবিতাটা।ধন্যবাদ

মানুষ ছ্যাকা খেলে আর দুঃখ পেলে কবি হয়ে যায়, আমি তার বাস্তব উদাহরণ। চিন্তার কোন কারণ নেই, আপনাকেও খুব জলদি কবি বানিয়ে দেব। এত বড় কবি হয়ে যাবেন যে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এসে আপনাকে নোবেল প্রাইজ দিয়ে যাবে।🤣

 2 years ago 

মন-মানসিকতা কারোই ভালো না থাকাতে সেইভাবে আমারও পোস্ট পড়া হয়নি। আর সত্যি বলতে নিজেরও কেমন ভীষণ একাকীত্ব অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা নেই।কিছু একটা হারিয়ে গেছে।হয়তো কমিউনিটির চার্মটাই নষ্ট হয়ে গেছিল। তারপরে অনেক কিছু রেস্ট্রিকশন চলে আসে। ক্ষনিকের জন্য সবাই থমকে গেছিল।যাইহোক এর পরেও অভিমানী কবিতা লিখে আপনি বেশ ভালই অভিমান ভাঙ্গানোর চেষ্টা করেছেন।কবিতাটা সত্যি মন প্রসন্ন করার মতো।

আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। এইভাবে উৎসাহ দিয়ে পাশে থাকলে আরো ভালো কিছু তুলে ধরতে পারবো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81