বিশুদ্ধ ফটোগ্রাফি পোস্ট।। জুলাই -১৯/০৭/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

আজকের ফটোগ্রাফি পোস্টটা একটু ভিন্নধর্মী করার চেষ্টা করেছি। কারণ এর ভিতর কিছু সাদাকালো ফটোগ্রাফি এবং সাথে রয়েছে কিছু সবুজ প্রকৃতির রঙিন ফটোগ্রাফি। আশা করি দুটোর কম্বিনেশন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে আপনাদের কিছু কিছু মানুষের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কারণ এর আগের দিন একটা কমেন্ট পড়ে দেখছিলাম যে তিনি আমার ফটোগ্রাফি পোষ্টের জন্য অপেক্ষা করে থাকেন। যাতে করে কলকাতা শহরের নতুন নতুন কিছু দেখা যায়, যেটা সত্যিই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং অনেকটাই অনুপ্রেরণা জুগিয়েছে নতুন এবং সুন্দর ফটোগ্রাফি পোস্ট তৈরি করার জন্য।


আসলে বেশ কিছুদিন আগে গিয়েছিলাম গঙ্গার ঘাটে ঘুরতে, সেটা তো আপনারা অনেকেই জানেন। সেখান থেকে কিছু ফটোগ্রাফি তুলেছিলাম। তারপর আবার আজকে বৃষ্টিতে ভিজতে বেরিয়েছিলাম আমি এবং সাথে আমার এক বন্ধুকে নিয়ে। তবে আমরা যেদিকেই যাচ্ছিলাম না কেন বৃষ্টি কেন জানি সে দিক থেকে পালিয়ে অন্য দিকে চলে যাচ্ছিল। মোটামুটি আমরা অনেকটা রাস্তা বাইক চালিয়ে তারপর একটা জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়েও কিছু ফটোগ্রাফি তুলেছিলাম সেগুলোও এখন আপনাদের সাথে শেয়ার করব।চলুন তাহলে বেশি কথা না বলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

InShot_20230719_144157243.jpg

এই ফটোটা তোলা হয়েছে গঙ্গার ঘাট থেকে। আর এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হলো বিদ্যাসাগর ব্রিজ। আসলে ঐদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে পুরো ঘাট কাদা হয়ে গেছিল। এজন্য অত ভালো করে পুরো জায়গা ক্যাপচার করতে পারিনি। পুরনো দিনের গঙ্গার ঘাটের ফটোগুলো সাদা কালোই হতো তাই এই ফটোটাও সাদাকালো করে উপস্থাপন করার চেষ্টা করলাম এখন কেমন লাগলো সেটা আপনারাই বলবেন।

InShot_20230719_144310022.jpg

কাঁচা আমের স্বাদে জল আইসক্রিম, যেটা আমার খুবই প্রিয়। এটা দামে মাত্র ১০ টাকা তবে টেস্টের দিক থেকে দামি আইসক্রিম কেও হার মানিয়ে ফেলে গরমের দিনে। আমার পছন্দের তালিকায় এই আইসক্রিম সবসময় উপরের দিকে থাকে। মোটামুটি বাইরে বেরোলেই একটা কিনে খেতে খেতে বাড়ি আসি। হা হা হা..

InShot_20230719_144301390.jpg

সবুজে ঘেরা একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে এই জায়গা গুলো আমার কাছে এত বেশি পছন্দের হয় যে শহরের যানজট এড়িয়ে মনে হয় এই জায়গায় গিয়ে সারা দিন বসে থাকি। আসলে আমরা বৃষ্টির আশায় এই জায়গায় এসেছিলাম তবে আমরা আসার আগেই বৃষ্টি হয়ে থেমে গেছিল, এজন্য তেমন সুন্দর পরিবেশ পাইনি।

InShot_20230719_144252083.jpg

বিলের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি ছোট পিচ ঢালা রাস্তা। আসলে রাস্তার দুই সাইডে সবুজ প্রকৃতি থাকার কারণে এ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে অনেক বেশি মজা হয়। আমরা যখন বাইকে করে যাচ্ছিলাম তখন জায়গাটা দেখে অনেক বেশি ভালো লাগে এজন্য একটা ফটো তুলে নিয়েছিলাম।

InShot_20230719_144243676.jpg

এই গাছগুলোকে তো আপনারা সকলেই খুব ভালো করেই চেনেন। পাট গাছ হল অর্থকারী ফসল গুলোর ভিতরে অন্যতম। তবে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে পাটের ব্যবহার অনেকটাই কমে গেছে। যাইহোক এই ফটোটাও ওই একই জায়গা থেকে তুলেছি।

InShot_20230719_144233482.jpg

রাস্তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কিছু সবুজ ঘেরা গাছ, আর তার পেছনে নীল সাদা আকাশ। সবমিলিয়ে কম্বিনেশনটা টা খুব দারুন লাগছিল।

InShot_20230719_144222816.jpg
সাদাকালো এই ফটোটা তোলা হয়েছিল ইডেন গার্ডেন স্টেশন থেকে। সাধারণত এই স্টেশনে ট্রেন অনেক সময় সিগনালে আটকে ছিল। মোটামুটি ১০ মিনিট ট্রেনের ভেতর বসার পর আর ধৈর্য্য ধরতে পারছিলাম না। এজন্য ট্রেন থেকে নেমে আশপাশ হাটাহাটি করছিলাম হঠাৎ করেই সুন্দর একটা ফ্রেম তৈরি হল ফটো তোলার জন্য। আর সেই সুযোগে একটা ফটো তুলে নিয়েছিলাম।

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি পোস্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনকলকাতা,ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সাদা কালো ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। যদিও সাদাকালো ফটোগ্রাফি কখনো করিনি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। আর কাঁচা আমের সেই আইসক্রিম দেখেই তো খেতে ইচ্ছে করছে। যা গরম পড়েছে এই সময় আইসক্রিম দেখলে সবারই খেতে ইচ্ছা করে।

আমিও আসলে এখানে সাদা কালো ফটোগ্রাফি কোনোদিন শেয়ার করিনি, এটাই প্রথমবার। যাই হোক আপনার ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো জেনে খুশি হলাম আপু।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদাকালো ফটোগ্রাফি। সত্যি এখন ডিজিটাল যুগে সাদাকালো ফটোগ্রাফি নেই বলেই চলে।আপনি ঠিক বলেছেন বর্তমান প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের ব্যবহার কমেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সাদাকালো ফটোগ্রাফি গুলো আসলে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে অন্যান্য ফটোগুলোর তুলনায়। যাই হোক আপনার ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো জেনে খুশি হলাম আপু।

 last year 

ভাই আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আসলে এমন প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো খুব বিশুদ্ধ ভাইয়া। গঙ্গার ঘাট, কাঁচা আমের আইসক্রিম, ইডেন গার্ডেনের সামনের ফটোগ্রাফি সত্যি খুব সুন্দর হয়েছে ভাইয়া। তাছাড়া অন্যান্য সবুজ শ্যামল প্রাকৃতিক ছবিও খুব ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ইদানিং ফটোগ্রাফির প্রতি একটু আকর্ষণ বেড়েছে আপু। এজন্য মোটামুটি চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক পরিষ্কার ছিল ভাইজান। ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। একদিন এই জাতীয় ফ্রেশ ফটোগ্রাফি দেখার জন্য ফেসবুকের বিভিন্ন জায়গায় চোখ রাখতাম। আর পাট গাছ সত্যি আমাদের দেশের জন্য বড় অর্থনৈতিক ফসল।

আপনাদের ভালোলাগাটাই আসলে আমার সার্থকতা। সত্যিই খুব খুশি হলাম আপনার মন্তব্য পড়ে ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56688.84
ETH 2388.88
USDT 1.00
SBD 2.28