বিভিন্ন রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি।। জানুয়ারি-২০/০১/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
ডালিয়া, এ এক সর্বজন প্রিয় ফুল। অপরূপ লাবণ্যে ও বর্ণের প্রাচুর্যে মহিমান্বিত সুন্দর একটি ফুল হলো ডালিয়া। এর বৈজ্ঞানিক নাম Dahlia Variailis। ডালিয়া কম্পোজিটি পরিবারভুক্ত। এ ফুলের আদি বাসস্থান মেক্সিকোর গুয়াতেমালায়। লর্ডবুটি নামের এক ব্যক্তি স্পেন থেকে ডালিয়া ফুল প্রথমে ইংল্যান্ডে নিয়ে আসেন। সেই ফুল দেখে সুইডেনের উদ্ভিদতত্ত্ববিদ আন্দ্রিয়াস গুস্তাভ ডাল নিজের নামের অনুকরণে ফুলের নাম রাখেন ডালিয়া।১৯৬৩ সালে ডালিয়া মেক্সিকোর জাতীয় ফুল হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই কথাগুলো বলার পেছনে যে কারণটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো, যেহেতু এক প্রকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি সেক্ষেত্রে প্রত্যেক ফুলের ইন্ডিভিজুয়াল বর্ণনা দেওয়া সম্ভব না। তাই প্রথম একটু লিখলে হয়তো পরবর্তীতে ছোট ছোট করে দুই একটা লাইন দিলে হয়ে যাবে। আজ আমরা বিভিন্ন রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখব। যদিও শুধুমাত্র এই কয়টা রঙ নয় ডালিয়া ফুলে রয়েছে অসংখ্য কালার। সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে এই কয়টা দেখে নেওয়া যাক।

InShot_20230120_114219571.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

InShot_20230120_114111105.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

হালকা গোলাপি এবং সাদা কালারের কম্বিনেশনের এই ডালিয়া ফুলটি আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছিল। ডালিয়া ফুল আকৃতিতে এমনিই একটু বড় হয় তবে এই ফুলটা আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছিল আকৃতিতে।

InShot_20230120_114309782.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এটাও এক প্রকার ডালিয়া ফুল তবে আকৃতিতে ডালিয়া ফুলের মত দেখতে নয়। হয়তোবা এমনও হতে পারে যে আমি প্রথমবার দেখছি এরকম আকৃতির ডালিয়া ফুল। যাইহোক হালকা কমলা এবং সাদা কালারের কম্বিনেশনের এই ফুলটি বেশ আকর্ষণীয় ছিল।
InShot_20230120_113926449.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

হলুদ এবং সাদা কালারের কম্বিনেশনের একটি ডালিয়া ফুল।

InShot_20230120_114624933.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এটা তো পুরাই হলুদ রঙের ডালিয়া ফুল। আকৃতিতে বেশ বড় এবং দেখতে অসম্ভব সুন্দর ছিল।

InShot_20230120_114409212.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এই ডালিয়া ফুলটি আমার কাছে বেশ সুন্দর এবং সব থেকে বেশি আকর্ষণীয় মনে হয়েছিল। কারণ গাঢ় কমলা কালার এবং পাপড়ির মাথার দিকটা হালকা সাদা ছিল।

InShot_20230120_114513958.jpg
স্থান: কলকাতা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

গোলাপি রঙের এই ডালিয়া ফুলটি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। তবে হয়তো মেয়েদের কাছে এই রংটা ভালো লাগলে লাগতেও পারে। হা হা হা...

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🕉️ধন্যবাদ সবাইকে🕉️

Sort:  
 2 years ago 

বেশ কয়েকটি কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। ডালিয়া ফুল আমারও খুব ফেভারিট। যদিও শীতের শুরুতে আমার বাগানে চারা রোপন করেছিলাম দুর্ভাগ্যবশত একটি চারা ও বেড়ে উঠতে পারেনি।
অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ডালিয়া ফুল সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।।

এই ধরনের ফুল গাছগুলোর প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়, না হলে এদের বাঁচানো খুব কঠিন। আমি নিজেও ছাদে লাগিয়েছিলাম আগের বছর। তবে একটা বাদে বাকি সবগুলো মরে গেছিল। ধন্যবাদ ভাই আমার পোস্টটি ভিজিট করার জন্য এবং এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডালিয়া ফুলের অপরূপ সুন্দর ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ফটোগুলো আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম।

 2 years ago 

দারুন কিছু ডালিয়া ফুলের ছবি শেয়ার করেছেন। যদিও আমি রানী গোলাপী এবং লাল রঙের ডালিয়া ফুলগুলোই বেশি দেখেছি। তবে হালকা কমলা এবং সাদা, গাঢ় কমলা এবং সাদা রঙের ডালিয়া ফুল দুটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রং গুলো যেমন আকর্ষণ লাগে ঠিক তেমনি ফুলগুলো অনেক বেশি সুন্দর। আর ডালিয়া ফুলগুলো এমনিতেও অনেক বড় হয়। দারুন লাগলো দাদা, ফুলগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।

ডালিয়া ফুল তো এমনিতে খুব বড় হয়, তারপর আবার কিছু কিছু জাতের ডালিয়া আছে যারা আরো অনেক বড় হয়। দেখলে মনে হয় সূর্যমুখী ফুল। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে ডালিয়া ফুল সম্পর্কে অনেক কিছুই জানতে পারলম।এটি মেক্সিকোর জাতীয় ফুল ।ডালিয়া ফুলের এতো কালার হয় এটা জানতামনা।সব কালার আমার কখনও দেখা হয়নি।ফুলটি অনেক সুন্দর লাগে দেখতে এমনিতেই।আর আপনি ফটোগ্রাফি করেছেন খুবই নিখুঁত এবং প্রতিটি ফটোগ্রাফি দারুন ক্যাপচার করেছেন।এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। আসলে ডালিয়া ফুলের আরো অনেক কালার হয়। সেগুলো অন্য কোন একটা পর্বে তুলে ধরার চেষ্টা করব।

 2 years ago 

ডালিয়া ফুলের চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ আসলে দাদা ডালিয়া ফুলের অসংখ্য কালার থাকলেও আমি মাত্র কয়েকটা দেখেছি ৷ আপনার পোস্ট থেকে আজ অনেক কালারের ডালিয়া ফুল দেখতে পেলাম ৷ অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে এবং ডালিয়া ফুলের নামকরণের রহস্য জেনে ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ৷

ডালিয়া ফুলের আরো অনেকগুলো কালার হয়। তার ভেতর বেশিরভাগই মিক্সড কালার, ওগুলো হয়তো কোন একটা পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ডালিয়া ফুলের ফটোগ্রাফি যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। তবে আজকে একটি জিনিস জানতে পারলাম ডালিয়া ফুল মেক্সিকোতে ১৯৬৩ সালে তাদের জাতীয় ফুল হিসেবে ঘোষণা করেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। আমাদের মাঝে অসাধারণ ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন।

পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

দারুন লাগলো ভাইয়া আপনার ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো। খুব চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। আপনার পোস্টের মাধ্যমে অনেক রঙের ডালিয়া ফুল দেখতে পেলাম। অসাধারণ লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি ভিজিট করার জন্য এবং এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিভিন্ন কালারের ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে । ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার আগে ডালিয়া ফুল সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছেন সেগুলো জানতে পেরে বেশ ভালো লাগলো।

অনেকদিন পর আমার পোস্টে কমেন্ট করতে দেখা গেল। যাইহোক তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 2 years ago 

ছয় কালারের ডালিয়া ফুল। ফুল গুলোর দিকে তাকালে বুঝা যায় সৃষ্টিকর্তা একই ফুলকে ছয় কালার দিয়ে কিভাবে সৃষ্টি করেছেন। প্রকৃতি সবসময় আমাদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করে কিন্তুু আমরাই নিতে জানি না। ধন্যবাদ ভাইয়া।

ডালিয়া ফুলের আরো অনেকগুলো রং হয় সেগুলো হয়তো পরবর্তী কোন একটা পর্বে দেখতে পারবেন। আর এই কথাটা আপনি ঠিকই বলেছেন, প্রকৃতি আমাদের সেরাটা দিলেও আমরা তার কদর করতে জানিনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58560.83
ETH 2491.85
USDT 1.00
SBD 2.40