কিছু অসাধারণ আর্টের ফটোগ্রাফি।। ফেব্রুয়ারি-১৪/০২/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
কলকাতা বইমেলায় ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেক দিন থেকেই হচ্ছিল কিন্তু সময় এবং যাদের নিয়ে ঘুরতে যাব তাদেরও সময় হচ্ছিল না। তাই একেবারেই শেষের আগের দিন আমাদের সুযোগ হয়েছিল বইমেলায় ঘোরাঘুরি করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুপুর বারোটা থেকে একটার ভিতরে ঘর থেকে বেরোবো তাহলে ওখানে দুটোর ভেতর পৌঁছে যাব।তবে সবার অলসতা এবং টাইম সেন্সের অভাব থাকায় মোটামুটি ঘর থেকে বেরোতেই দুটো বেজে গেল এবং ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে তিনটা বেজে গেল। এরপর তো তাড়াহুড়ো লেগে গেল যে কোন দিক থেকে শুরু করব দেখা আর কোন দিকে গিয়ে শেষ করব। আসলে কলকাতা বইমেলা এত বড় এবং এত জায়গা নিয়ে অনুষ্ঠিত হয় যে একদিনে পুরো জায়গা ঘুরে দেখা সম্ভব নয়। যাই হোক তারপরও আমরা মোটামুটি যতদূর পেরেছিলাম ঘুরে দেখেছিলাম প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম এবং টুকটাক কিছু ফটো তুলেছিলাম। আগের একটা পর্বে হয়তো সেই সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে বইমেলা থেকে তোলা কিছু আর্টের ফটোগ্রাফি শেয়ার করব, যেগুলো আসলে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। চলুন তাহলে বেশি কথা না বলে ফটোগুলো নিয়ে টুকটাক কথা বলা যাক।

20230211_180242.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

সদ্য বিবাহিত এক সুন্দরী রমণীর আলোকচিত্র, যার চোখের দিকে তাকালেই মন প্রাণ জুড়িয়ে যায়। খুব সম্ভবত সদ্য বিবাহিত বাঙালি বউদের এরকমই দেখা যায়।

20230211_180246.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এটি স্বয়ং মা দুর্গার মুখোশ্রীর আলোক চিত্র। এই ছবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবং দেখতেও বেশ সুন্দর এবং কালার কম্বিনেশনটাও অসাধারণ ছিল।

20230211_180251.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

ধ্যানে মগ্ন থাকা বুদ্ধদেবের আলোকচিত্র। এখানকার প্রত্যেকটা আর্টের দাম ২০০ টাকা করে ছিল। যেটা আমার কাছে একদমই ঠিক মনে হয়েছিল।

20230211_180315.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

ত্রিশূল দেখে মনে হচ্ছে এটি খুব সম্ভবত শিবের একটি রূপ। এই ছবিটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।

20230211_180308.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এখানে অনেকগুলো ছবি একসাথে রয়েছে উপরের দিকে রয়েছে কাঠের উপর করা আর যেখানে আদিবাসী মহিলাদের এবং কিছু গাছের চিত্র করা রয়েছে। আর নিচের দিকেও গাছ এবং গণেশের একটি আর্ট দেখা যাচ্ছে।

20230211_180256.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

এই কালেকশন গুলোর ভিতর ছিল অধিকাংশই দেব-দেবী এবং প্রাকৃতিক দৃশ্য। স্বয়ং মা দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মুখশ্রী এই ফটোর ভিতর দেখা যাচ্ছে।

20230211_180303.jpg
স্থান: কলকাতা বইমেলা , ইন্ডিয়া।
ক্যামেরা: স্যামসাং।
মডেল: M31s.

রাধা কৃষ্ণ এবং গণেশের মুখশ্রীর সুন্দর একটি আর্ট। এগুলো আকারে একটু বড় ছিল তাই দামেও অন্যান্য গুলো তুলনায় কিছুটা বেশি ছিল।

যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 last year 

গত বছর আমি এই কলকাতা বইমেলায় গেছিলাম। এই বছর যদিও যাওয়া হয়নি। এই কলকাতা বইমেলা সত্যিই এতটা বড় একদিনে পুরোপুরি ভাবে ঘুরে দেখা সম্ভব হয় না। গত বছর আমি একদিনের জন্যই গেছিলাম তবে গিয়ে অর্ধেক জায়গায়ও ঘুরে দেখতে পারিনি। কলকাতা বইমেলা থেকে আপনি বেশ সুন্দর সুন্দর আর্টের ফটোগ্রাফি করেছেন । ফটোগ্রাফি গুলোর নিচের বর্ণনাও আপনি যথাযথভাবে উপস্থাপন করেছেন।

এই বছর বইমেলায় আরো ভিড় ছিল বেশি। তবে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আশা করি ভালো আছেন ভাই ? আপনার তোলা আর্টের আলোকিত গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। এই আলোচিত্র গুলো বেশ অসাধারণ। বই মেলায় খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। বই মেলা ঘুরতে গিয়ে বেশ দুর্দান্ত কিছু আলোচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন‌‌। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

জি ভাই আমি ভালো আছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

আপনি খুব সুন্দর করে বইমেলা ঘুরতে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে আমাদের দেশেও বইমেলাগুলো ঘুরতে অনেক ভালো লাগে। বইমেলাগুলো অনেক বড় আকারে হয়ে থাকে। সময়ের কারণে নিজেও যেতে পারে না। তবে বইমেলা ঘুরতে ঘুরতে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ধন্যবাদ আপু পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

অনেক দিন পর যখন বইমেলায় যাওয়ার সুযোগ পেয়েছেন তাহলে নিশ্চয়ই সেখানে ঘুরাঘুরি করে অনেক মজা পেয়েছেন। আপনি বই মেলায় গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া বইমেলার এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

মজা পেয়েছি এটা ঠিক কথা তবে এত পরিমাণে ভিড় ছিল যে সেই মজাটা মাঝে মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বইমেলায় ঘুরতে গিয়ে বেশকিছু ফটোগ্রাফি করেছেন সবগুলো ফটোগ্রাফি দারুন লাগলো দেখতে।বইমেলায় খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন আশাকরি। সুন্দর অনুভূতি ও সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64403.69
ETH 3463.55
USDT 1.00
SBD 2.50