স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি ওয়াল হাঙ্গিং।। আগস্ট -১৫/০৮/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আর আজকেই হলো সেই দিন। প্রতিবছর এই দিনটি আমাদের বাড়িতে তাছাড়াও পাড়ায় খুব স্পেশাল ভাবে পালন করা হয়। যেহেতু আজকে সারাদিন ওটা নিয়েই ব্যস্ত ছিলাম এজন্য ডাই পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে। মোটামুটি বলতে গেলে একটু আগেই কমপ্লিট করে উঠলাম। আপনার অনেকেই জানেন যে আমি ডাই পোস্ট করা প্রায় ছেড়েই দিয়েছি। মাঝখানে কিছুদিন করেছিলাম তবে এতটা সময় সাপেক্ষ এবং ধৈর্যের দরকার যেটা আমার পক্ষে কুলিয়ে ওঠে না। তবে স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু স্পেশাল ব্যাপার রয়েছে এজন্য আর কি কমপ্লিট করলাম সব শেষে।

আসলে প্রথমেই ঝামেলা হয়েছিল কাগজ কেনা নিয়ে। এই রঙিন কাগজগুলো এই দিনটাতে অর্থাৎ সাদা গেরুয়া এবং সবুজ এই তিন রঙের কাগজ খুঁজে পাওয়া বেশ মুশকিল। মোটামুটি স্বাধীনতা দিবসের চার-পাঁচ দিন আগে গেলে হয়তো পাওয়া যায়। তবে তার পরে আর কোন দোকানে খুঁজে পাওয়া যায় না। তারপরও অনেক খোঁজাখুঁজি করার পরে দুপুরের দিকে একটা দোকানে খুঁজে পেয়েছিলাম। যাইহোক সবশেষে মোটামুটি ইচ্ছা পূরণ হল। আসলে আর বেশি কথা বলতে চাইছি না চলুন তাহলে আজকের ডাই পোস্ট দেখে নেওয়া যাক। আমি একটা ওয়াল হাঙ্গিং তৈরি করেছি। এখন কেমন লাগছে সেটা আপনারাই না হয় বলুন।

InShot_20230815_182859200.jpg


🚦এটি হলো আমার আজকের উপস্থাপনা🚦


প্রয়োজনীয় উপকরণ


১.রঙিন কাগজ/ রঙিন A4 পেপার।
২.কাঁচি।
৩.আঠা।
৪.স্কেচ পেন।
৫.ফিতে।
৬.একটি মোটা কাগজের টুকরো।


প্রস্তুত প্রণালী:


IMG20230815160135.jpg


প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - রঙিন কাগজ, কাঁচি, আঠা, স্কেচ পেন, ফিতে আর একটি মোটা কাগজের টুকরো।


IMG20230815161128.jpg


গেরুয়া , সাদা আর সবুজ রঙের কাগজের টুকরো গুলোকে চৌকো চৌকো করে ছোট ছোট টুকরোতে কেটে নিলাম।


IMG20230815161343.jpg

IMG20230815162912.jpg


চৌকো করে কাটা ছোট টুকরো গুলির প্রত্যেকটিতে আঠা লাগিয়ে এভাবে রোল করে আটকে নিলাম।


IMG20230815163144.jpg


এবার মোটা কাগজটির পিছন দিকে ফিতেটি পিন দিয়ে আটকে দিলাম।


IMG20230815163719.jpg


IMG20230815164241.jpg


এবার মোটা কাগজটির ওপর রোল করে রাখা কাগজের টুকরো গুলির প্রত্যেকটিকে বসিয়ে ত্রিরাঙ্গা ফুল তৈরি করে নিলাম।


IMG20230815165344.jpg


IMG20230815165500.jpg


একটি সাদা কাগজের মধ্যে নীল রঙের স্কেচ পেন দিয়ে অশোক চক্রটি এঁকে নিলাম।


IMG20230815164432.jpg


IMG20230815165637.jpg


এবার একটি সাদা কাগজকে সরু সরু করে ভাঁজ করে, পাঁচটি অংশে কেটে নিলাম।


IMG20230815170021.jpg


এরপর ত্রিরাঙ্গা ফুলটির মাঝখানে অশোক চক্রটিকে বসিয়ে দিলাম আর ফুলটির পিছন দিকে সাদা রঙের কাগজ গুলোকে আটকে দিলাম।


IMG20230815170313.jpg


এরপর গেরুয়া , সবুজ আর সাদা রংয়ের রোল গুলিকে সাদা রঙের কাগজগুলির প্রত্যেকটিতে আটকে দিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল আমার স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি ওয়াল হাঙ্গিং।


InShot_20230815_182859200.jpg


সবশেষে এটিকে দেওয়ালে ঝুলিয়ে একটি ফটোগ্রাফি করে নিলাম।


পোস্ট বিবরণ


শ্রেণীডাই পোস্ট।
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনবারাসাত, ইন্ডিয়া।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Posted using SteemPro Mobile

Sort:  
 9 months ago 

বাহ্ আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়াল হাঙ্গিং তৈরি করেছেন। আপনার রঙিন কাগজের ওয়াল হাঙ্গিং তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দর ওয়াল হাঙ্গিং বানিয়েছেন। যদিও আপনার কিছু রঙিন কাগজ পেতে অনেক কষ্ট হয়েছে অনেক খোঁজাখুঁজির পর ফেলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের ওয়াল হাঙ্গিং আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 9 months ago 

ঠিকই বলেছেন বিভিন্ন কালার অনেক সময় চাইলেও খুঁজে পাওয়া যায় না। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 9 months ago 

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চমৎকার একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছেন ভাইয়া।দেখতে চমৎকার লাগছে ডাই টি।আজকেই এই বিশেষ দিনকে কেন্দ্র করে খুব সুন্দর পোস্ট আপনি শেয়ার করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দর একটি ওয়াল হাঙ্গিং তৈরি করেছ দেখছি ।ঠিকই বলেছ এই দিনটাতে সাদা, গেরুয়া আর কমলা রঙের কাগজ পাওয়া খুবই মুশকিল ।আমারও রীতিমতো ভ্যাবাচ্যাকা খেতে হয়েছিল এই কাগজ খুঁজতে গিয়ে। ডাই পোস্ট করতে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয় ,খুব সুন্দর ভাবে ধৈর্য সহকারে পুরো কাজটি সম্পন্ন করেছ দেখে ভালো লাগলো ।শুভকামনা রইল তোমার জন্য।

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

 9 months ago 

দাদা প্রথমেই আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি ওয়াল হাঙ্গিং দেখতে অসাধারন লাগতেছে।
যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে।
এধরনের কাজ গুলো ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি খুব চমৎকারভাবে একটি ওয়াল হাঙ্গিং বানিয়েছেন। যা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনার আইডিয়ার দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে বিভিন্ন ধরনের রঙিন কাগজ দেওয়াতে ওয়াল হাঙ্গিং তৈরি দেখতে বেশ ভালো লাগতেছে। যদিও কিছুকালার রঙিন কাগজ জোগাড় করতে আপনার অনেক কষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ওয়াল হাঙ্গিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনাকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। সত্যি ভাইয়া আপনার ডাই দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার তৈরি করা ওয়াল হাঙ্গিং দেখে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আপনার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। আর ধৈর্য ধরে এভাবে যে কোন কাজ করলে খুবই সুন্দর হয়। তেমনি আপনিও ধৈর্য এবং দক্ষতার সাথে কাজটা সম্পূর্ণ করেছেন। আপনার তৈরি করা এরকম রঙিন কাগজের জিনিসগুলো কিন্তু পরবর্তীতে দেখতে চাই দাদা।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67330.50
ETH 3103.66
USDT 1.00
SBD 3.78