বৃত্তের মধ্যে একটি ছোটখাটো দৃশ্য অংকন।। জুন - ১৯/০৬/২০২৩।।
☬নমস্কার সবাইকে☬
হ্যালো বন্ধুরা,
অনেকদিন পর আসলে আজ আপনাদের সামনে একটা সিম্পিল আর্ট নিয়ে হাজির হয়েছি। এই আর্টটা বলতে গেলে আমার কল্পনা নয়, এরকম একটা টব আমার নিজের ব্যালকনিতে রয়েছে ,সেটাকে কল্পনা করেই আসলে আজকের আর্টটা করা। যদিও খুব বেশি সুন্দর করে করতে পারেনি তবে এটুকু বলতে পারি যে যথেষ্ট সময় নিয়ে করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কতটা ভালো লাগবে তবে আপনাদের উৎসাহ পেলে হয়তো আরো সুন্দর এবং নতুন কিছু তৈরি করতে পারব। আসলে আর তেমন কিছু বলতে চাই না, চলুন আর্টটা দেখে নেওয়া যাক।
🦋প্রয়োজনীয় উপকরণ🦋
১. A4পেপার।
২. কাটা কম্পাস।
৩. কিছু রঙিন পেন।
৪. কালো মার্কার পেন।
৫. একটা কোকাকোলার ক্যান( আরে ধুর এটা এখানে কাজে লাগবে না,ওটা আমার খাওয়ার জন্য🤭)
৬.পেন্সিল।
প্রথম ধাপ
প্রথমে A4 সাইজের একটা কাগজের উপর কাটা কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেব।
দ্বিতীয় ধাপ
তারপর একটা স্কেলের সাহায্যে বৃত্তের মাঝ বরাবর দুটি দাগ টেনে বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব।
তৃতীয় ধাপ
এরপর বৃত্তের ডান সাইডে একটা ব্যালকনির মতো অঙ্কন করে নেব পেন্সিলের সাহায্যে।
চতুর্থ ধাপ
এরপর ব্যালকনির উপর একটি টপসহ গাছ অঙ্কন করব আর ঠিক তার উপরে একটা সূর্য এঁকে নেব।
পঞ্চম ধাপ
এরপর বৃত্তের বা সাইডে একটা ইটের দেয়াল মত অংকন করে নেব।
ষষ্ঠ ধাপ
এরপর কালো মার্কার পেন দিয়ে পুরো আর্টটা একটু সুন্দর করে হাইলাইট করে নেব মোটা মোটা করে।
সপ্তম ধাপ
এরপর ফুলের টবের গাছের ফুলগুলো একে নেব লাল রঙের কালার পেন দিয়ে।
অষ্টম ধাপ
হলুদ রঙের কলম দিয়ে সূর্যের রঙটা কিছুটা হলদে রঙের করে নেব।
নবম ধাপ
এরপর পুরো গাছটাকে সবুজ রঙের পাতা দিয়ে ভরিয়ে দেব যাতে করে দৃশ্যে এর সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পায়।
ফাইনাল ধাপ
সবশেষে নিজের একটা সিগনেচার দিয়ে পুরো আর্টের প্রসেস কমপ্লিট হবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট। |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @rupaie22 |
লোকেশন | বারাসাত,কলকাতা। |
বৃত্তের মধ্যে আপনি অসাধারণ একটা আর্ট সম্পূর্ণ করেছেন। এরকম দৃশ্যগুলো বৃত্তের মধ্যে অঙ্কন করলে খুবই ভালো লাগে দেখতে। আপনি খুবই নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে এই আর্টটা সম্পূর্ণ করেছেন দেখেই বুঝতে পারছি। গাছটা অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন যা দেখতে একটু বেশি ভালো লেগেছে। সত্যি ভাইয়া আপনার অনেক দক্ষতা রয়েছে এটা কিন্তু বলতে হয়।
খুব বেশি একটা অভিজ্ঞতা নেই ভাই, তবে মোটামুটি চেষ্টা করি যতটা সুন্দর করে উপস্থাপনা করা যায়। তাছাড়া আর্ট করার অভিজ্ঞতা আমার একেবারেই নগণ্য। আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।
ভাইয়া বৃত্তের মধ্যে দারুন দৃশ্য অঙ্কন করেছেন। আপনার এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। বারান্দায় ফুলের টপ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।
বৃত্তের মধ্যে চমৎকার একটি দৃশ্য অংকন করেছেন। ছোট টপ সহ ফুল গাছটি দেখতে অসাধারন লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এধরনের কাজ আমার কাছে ভীষণ ভালো লাগে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
আর্টের ক্ষেত্রে প্রথম প্রথম কিছুটা কঠিন মনে হয়। তবে করতে করতে অনেকটা ইজি হয়ে যায়। আর সেটাই ঘটেছে আপনার সাথে।ধন্যবাদ ভাইয়া খুব চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।
আর্ট করাটা এখন আমার কাছে মোটামুটি সহজ ব্যাপার, তবে ওই যে সময়ের স্বল্পতা বা সময়ের সমস্যা সেজন্য করা হয়ে ওঠে না। তাছাড়াও কেন জানিনা মনে হচ্ছে আমার ধৈর্য দিন দিন অনেকটাই কমে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্যের জন্য।
সময় স্বল্পতার কারণে অনেক কিছুই করা হয়ে ওঠে না। যাইহোক আপনি এখন কিন্তু ভালোই আর্ট করেন ভাইয়া। অনেক সুন্দর হয়েছে দেখতে। বৃত্তের ভেতরে একটি সুন্দর আর্ট করেছেন। দারুন একটি আর্ট করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
কি বলেন তো আপু, আমি চেষ্টা করলেই পারি। তবে সব সময় এত ঝামেলা আশেপাশ দিয়ে ঘুরে বেড়ায় না যে সময় বের করা মুশকিল হয়ে পড়ে। এই জন্য অনেক সময় অ্যাভয়েড করে ফেলি। আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।
ভাই আমার অংকনের উপর কোন দক্ষতা নেই, তাই বেশ কয়েকদিন থেকে ইউটিউব দেখে চেষ্টা করছি অংকন গুলো শেখার। তো কিছু অঙ্কন করার পরে নিজের উপর আত্মবিশ্বাস এসেছে আমিও অংকন করতে পারব। যাইহোক ভাই আপনি কিন্তু ঠিকই বলেছেন, অংকন করতে গেলে অনেকটা সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর সেই সময় ও ধৈর্য ধারণ করে আপনি খুব সুন্দর একটি বৃত্তের মধ্যে ছোটখাটো দৃশ্য অঙ্কন করেছেন। আর এই অংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার অঙ্কনের প্রতিটি ধাপ দেখে, আমি নিজেও অংকনটি শিখে নিলাম। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য।
আমিও প্রথম দিকে কিছুই পারতাম না ভাই, শুধু জেনারেল রাইটিং এবং ফটোগ্রাফি ছাড়া। এখন তো আস্তে আস্তে অনেক কিছুই শিখছি। তবে এগুলো করতে যে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এটা সত্যি কথা। এজন্য তো অনেক সময় অ্যাভয়েড করে দেই।
ভাইয়া আমার কাছে এই আর্ট গুলো অনেক বেশি ভালো লাগে। তবে মনে হয় না আমাকে দিয়ে হবে। মানতে হবে আপনার অনেক দক্ষতা আর ধৈর্য্য আছে বটে। না হয় এতো দারুণ একটি আর্ট করা সম্ভব হতো না।আপনার টব নিয়ে কল্পনা করে অসম্ভব সুন্দর আর্ট করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনি চেষ্টা করলেও পারবেন আপু। আমি তো প্রথমের দিকে কিছুই পারতাম না, এখন অল্প অল্প পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।
বৃত্তের মধ্যে একটি ছোটখাটো দৃশ্য অংকন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেকদিন পর চেষ্টা করলাম আর কি। 🤭 যাই হোক আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
এটা ঠিক বলেছেন প্রথম অবস্থাতে তেমন একটা মন-মানসিকতা সেট করা যায় না। তবে পরে যে কোন কাজ করতে করতে সেটি অনেক বেশি সহজতর হয়ে ওঠে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট উপহার দেয়ার জন্য।
আর্ট করা আসলে অনেক ধৈর্য এবং সময়ের ব্যাপার। আর ইদানিং কেন জানিনা আমার ধৈর্য নষ্ট হয়ে গেছে। কোন কিছুতেই মনোযোগ দিতে পারি না, এজন্য করাও হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এটা ঠিক বলেছেন ধৈর্য অনেক বেশি প্রয়োজন আর্ট করার ক্ষেত্রে। ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।