(এসো নিজে করি)মাটির তৈরি পরী পুতুল🧚‍♀️১০%প্রিয় লাজুক খ্যাঁকের জন্য🧚‍♀️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগএর প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

IMG_20220207_165224.jpg

আজকে আমি মহৎশিল্পের একটি পুতুল তৈরি করবো।কাঁদা মাটি দিয়ে কিভাবে একটি পরী পুতুল তৈরি করা যায়।কাঁদা মাটি দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করা হয়।তাই আমারো
ইচ্ছে হলো যে মাটি দিয়ে পরী পুতুল তৈরি করবো।
তাই আর দেরি না করে তৈরি করে ফেললাম। যানি না আপনাদের কাছে আমার পুতুলটা কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টে
যানাবেন। চলুন এবার পুতুল তৈরি করতে যাই।

উপকরণঃ১/মাটি

ধাপঃ১

1644219565016.png
প্রথমে আমি কাঁদামাটি নিয়ে নিবো।সেখান থেকে
অর্ধেক অংশ কাঁদামাটি গোলআকৃতি করে নিলাম।

ধাপঃ২

1644219586037.png
এবার সেই মাটিটাকে দুই হাত দিয়ে চাপ দিয়ে
লম্বা করে নিলাম ওতার উপর মাটির বলটা
বসিয়ে দিলাম।

ধাপঃ৩

1644219633972.png
বসানো বলকে বুকের অংশ বানিয়ে নিলাম
আবার তার উপরে আরেকটি কাঁদার বল বসিয়ে মাথার অংশ বানিয়ে নিবো।

ধাপঃ৪

1644219726945.png
এবার মাথার উপরে চাপ দিয়ে খোপার মতো
করে তার সামনে দুই পাশে মাটি দিয়ে চুল বানিয়ে নিবো এরপর চোখ নাক কান ও ঠোঁট বানিয়ে
দিলাম। এবং একটি হাত লাগিয়ে দিলাম।

ধাপঃ৫

1644219843735.png
এভাবেই আমি আরেকটি হাত লাগিয়ে দিলাম ও
কাঁধের উপরে জামার হাতা লাগিয়ে দিয়েছি।
কোমরের বেল্ট বানিয়ে নিলাম জামার নিচের
অংশে ডিজাইন করে নিলাম ।

ধাপঃ৬

1644219886049.png

পুতুলের পিছনে দুইটা পাখা লাগাবো তাই এভাবে
পাখা তৈরি করে লাগিয়ে দিলাম।

ধাপঃ৭

1644219959297.png
এবার পরীর হাতে থাকা একটি জাদুর স্টার লাঠি
বানাবো। তাই অল্প কিছু মাটি নিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে লম্বা করে তার উপরে আরেকটি লাঠি দিয়ে স্টার লাঠি বানিয়ে নিলাম। এবার সেই স্টার
লাঠিটা পরীর হাতে দিয়ে দিলাম।

IMG_20220207_165458.jpg

তৈরি হয়ে গেলো আজকের পোস্ট পরী পুতুল

আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হবো এই
পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

🧚‍♀️সবাইকে ধন্যবাদ🧚‍♀️

Sort:  

মাটির তৈরি পরী পুতুলটি দেখতে অনেক সুন্দর লাগছে এ ধরনের পুতুল আমরা ছোটবেলায় অনেক মাটি দিয়ে বানিয়ে ছিলাম আপনার টা অনেক সুন্দর হয়েছে প্রতিটি সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করেছেন ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটা পড়ে কমেন্ট করার জন্য।

 2 years ago 

মাটির তৈরি সুন্দর একটু পুতুল তৈরি করেছেন। খুব ভালো লেগেছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। খুব ভালো লাগলো।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মাটি দিয়ে তৈরি করা পরীর পুতুলটাকে তো জাস্ট অসাধারণ দেখাচ্ছে। এটা তৈরি করতে মনে হয় অনেক সময় লেগে গিয়েছে। দেখতে একেবারে সত্তিকারের পুতুলের মতো মনে হচ্ছে। আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো আপনার তৈরি করা এই মাটির পুতুলটা। আপনার উপস্থাপনা টা অসাধারন ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

ওয়াও আমি তো ভেবেছিলাম এটি বাজার থেকে কেনা কোন পুতুল। আপনি এই পুতুলের ফটোগ্রাফি করেছেন। কিন্তু আপনি নিজ হাতেই পুতুলটি তৈরি করেছেন জেনে খুবই অবাক হলাম। মনে হচ্ছে যেন কোন কারুশিল্পের তৈরি। আপনি খুব সুন্দর ভাবে পুতুলটি উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

মাটির তৈরি পরী পুতুল খুবই সুন্দর হয়েছে আপু। আপনি দারুন একটি পুতুল তৈরি করেছেন। আপনার তৈরি করা এই পুতুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পরীর দিকে যদিও বা জম্বি গুলোর মত লাগছিল তার পরেও অদ্ভুত একটা সুন্দর লাগছে। দারুন দক্ষতা রয়েছে আপনার মাঝে মানতেই হবে। অনেক সুন্দর হয়েছে আপনার কারুকাজ টি এবং ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপনাও দিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65