লেভেল ৩ হতে আমার অর্জন - By @rukaiyarupa ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য এবং ৫%বেনিফিশিয়ারি @abb-school এর জন্য। ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

20220323_213550.jpg

আসসালামু ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
লেভেল-৩ এইখানে এমন অনেক কিছু আছে যা জানা আমাদের সবার জন্য জরুরী। যা ক্লাস করার মাধ্যমে জানতে পেরেছি। আমাদের প্রফেসররা খুব যত্নের সাথে আমাদের প্রতিটি বিষয় বুঝিয়েছেন। আর লেকচার শিট পড়ে ও অনেক নতুন বিষয় জানতে পেরেছি। যা এই প্লাটফর্ম এ কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই
প্রফেসরদের প্রতি জানাই আমার অগাধ কৃতজ্ঞতা আমাদের যত্ন সহকারে এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো শিখানোর জন্য।

লেভেল-৩ থেকে আমি যা যা জানতে পেরেছি সেগুলো হলোঃ

১. মার্কডাউন কি ?
উওরঃ আমাদের লেখা কনটেন্টকে সুন্দর ও আকর্ষনীয় করে তোলার জন্য যে সকল কোড ব্যবহার করা হয় সেই কোড গুলোকেই মার্কডাউন বলে। মার্কডাউন ব্যবহার করার ফলে আমরা আমাদের লেখা কনটেন্ট এর মধ্যে অনেক পরিবর্তন আনতে পারি যেটা কিনা আমাদের পোস্টের মূল্য বাড়িয়ে দেয়।

২. মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উওরঃ মার্কডাউন কোডের কাজই হলো লেখার সৌন্দর্য বাড়িয়ে তোলা। মার্কডাউন ব্যবহার করে আমরা আমাদের পোস্টে যেসকল পরিবর্তন আনতে পারি সেগুলো হলোঃ
~ হেডিং ছোট, বড়, মাঝারি, মোটা করতে পারি।
~ ছবি ডানে, বামে, উপরে, নিচে নিতে পারি।
~ সোর্স উল্লেখ করতে পারি।
~ বোল্ট এবং ইটালিক করতে পারি।
~ টেবিল তৈরি করতে পারি।
~ কারো কমেন্টকে কোট করে পারি।

এই রকম আরও অনেক কাজ আছে যা আমরা মার্কডাউন ব্যবহার করার মাধ্যমে করতে পারি। এই মার্কডাউন কোডের জন্যই আমাদের লেখা পোস্টের মূল্য বেড়ে যায়, আর পাঠকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠে। এই জন্য মার্কডাউন কোডের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ।

৩. পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উওরঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে যেভাবে দৃশ্যমান করে দেখানো যায় সেটা হলোঃ
লেখার শুরুতে চারটি স্পেস ব্যবহার করলে মার্কডাউনের কোডগুলো দৃশ্যমান করা যায়।
উদাহরণঃ
< h3> মার্কডাউনের কোডগুলো দৃশ্যমান < /h3>

৪. নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyzLcmZsuME6QS8gYNPoJbZaGeLeSir5LS6sUEcd6u7LtAyd67Ey26wNjun12ykoYo1mBjdMty1XBpmubibLmfobLFXca.jpeg.jpg

উওরঃ মার্কডাউন কোডগুলোঃ

| User | Post | Steem Power |
| - - - | - - - | - - - |
| User1 | 10 | 100 |
| User2 | 20 | 9000 |

৫. সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
উওরঃ সোর্স উল্লেখ করার নিয়ম হলোঃ
[এইখানে সোর্স বা যে লেখাটা আমরা লিখতে চাই সেটা লিখতে হবে] (এইখানে যে পেজ বা ওয়েবসাইটের লিংক দিতে চাই সেই লিংক দিতে হবে)।
উদাহরণঃ
সোর্স

৬. বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
উওরঃ লেখার শুরুতে হ্যাশ ব্যবহার করে লেখা বড়, ছোট, মাঝারি করা জায়গার। আবার h1,h2, h3, h4, h5, h6 দিয়েও হেডিং ছোট বড় করা যায়।
১ টা হ্যাশ দিলে অনেক বড় সাইজ
২ টা হ্যাশ দিলে বড় সাইজ
৩ টা হ্যাশ দিলে মাঝারি সাইজ
৪ টা হ্যাশ দিলে ছোট সাইজ
৫ টা হ্যাশ দিলে অনেক ছোট সাইজ
৬ টা হ্যাশ দিলে দিলে টিনি সাইজ
উদাহরণঃ
#h1
##h2
###h3
####h4
#####h5
######h6

৭. টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উওরঃ পোস্টের প্যারাগ্রাফগুরোকে সুন্দরভাবে গুছিয়ে
উপস্থাপন করার জন্য টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি ব্যবহার করা হয়। এবং প্যারাগ্রাফগুলোর মাঝে
লিখতে হবে তাহলে প্যারাগ্রাফগুলোর একসাথে মিলে যাবেনা মাঝে ফাঁকা থাকবে।
উদাহরণঃ

<div class="text- justify> প্যারাগ্রাফগুলো < /div>

মাঝে এইখানে প্যারাগ্রাফগুলোর লিখতে হবে অবশ্যই br দিতে হবে প্যারাগ্রাফগুলোর দূরত্ব এর জন্য।

৮. কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উওরঃ কোন লেখার মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতা এই তিনটি গুন প্রকাশ পেলেই সেই লেখাকে কনটেন্ট বলা হয়।

কনটেন্টের টপিকস নির্বাচনে অবশ্যই অভিজ্ঞতা এবং সৃজনশীলতা প্রকাশ পায় এমন টপিকস নির্বাচন করতে হবে। কারন কোন বিষয় অভিজ্ঞতা না থাকলে সেই বিষয়ে বিস্তারিত লেখা সম্ভব না, আর যদিও লেখে তাহলে সেই লেখা ভালো হয় না। লেখার মধ্যে অভিজ্ঞতা এর পাশাপাশি সৃজনশীলতাও থাকতে হবে। অভিজ্ঞতাই
সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ পেয়েই একটি পোস্ট কোয়াকিটিফুল পোস্ট হয়।

৯. কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উওরঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী। কারন সেই বিষয়ে জ্ঞান না থাকলে টপিকস এর তথ্যগুলো ঠিকভাবে গুছিয়ে লেখা যায় না, যার ফলে পোস্টটি কোয়ালিটিফুল পোস্ট হয় না এবং পাঠক পড়তেও পছন্দ করে না। তাই পোস্টকে কোয়ালিটিফুল পোস্ট বানানোর জন্য অভিজ্ঞতা, সৃজনশীলতার যেমন জরুরী তেমনই জ্ঞান এর মাধ্যমে সকল তথ্য ফুটিয়ে তোলাও জরুরী।

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রিওয়ার্ড পাবেন ?
উওরঃ আমি যদি কোন পোস্টে $7 এর ভোট দেই সেখান থেকে আমি কিউরেটর হিসেবে $3.5 [USD] কিউরেশন রিওয়ার্ড পাবো।

১১. সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উওরঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশলগুলো হলোঃ
~ কোয়ালিটিফুল পোস্টে প্রথম ৫ মিনিট এর মধ্যে ভোট দেওয়ার চেষ্টা করতে হবে।
~ কোয়ালিটিফুল পোস্টে যদি প্রথম ৫ মিনিট এর মধ্যে ভোট দিতে পারি আর এরপর যদি বড় ভোট পরে তাহলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।
~ ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টা এর মধ্যে ভোট দিতে পারলে ভালো কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়।

১২. নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উওরঃ @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে, কিন্তু নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে না। কারন আমরা কোয়ালিটিফুল পোস্ট খুঁজে তাতে ভোট দিতে পারি না। @Heroism কোয়ালিটিফুল পোস্ট খুঁজে তাতে ভোট দেয়, আর কোয়ালিটিফুল পোস্টে ভোট দিলে আর্ন বেশি হয়। তাই বেশি আর্ন করতে চাইলে @Heroism কে ডেলিগেশন করতে হবে। @Heroism এ ডেলিগেশন করলে স্টিম পাওয়ার আর এসবিডি দুটোই পাওয়া যায়, আর নিজে কিউরেশন করলে শুধু স্টিম পাওয়ার পাওয়া যায়। যাদের স্টিম পাওয়ার কম তারাও চাইলে ডেলিগেশন করে বেশি আর্ন করতে পারে।

আমার পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

@alsarzilsiam
#abb-level03

Sort:  
 2 years ago 

১০. ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

এই প্রশ্নের উত্তরটা একটু সঠিক করে নেবেন বাদ বাকি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক করে নিয়েছি উত্তরটা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লিখিত পরীক্ষা দিয়েছেন। আশাকরি অতি শীঘ্রই আপনি ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে একসাথে কাজ করবেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

হ্যাঁ অবশ্যই ভাইয়া। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

Level3 হতে মার্ক ডাউনের বিষয়গুলো আপনি খুব সুন্দর ভাবে শিখেছেন। এ থেকে বোঝা যায় আপনি ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছেন। আপনি ভবিষ্যতে অনেক ভাল করবেন শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এবিবি স্কুল এর লেভেল তিন হতে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন আপনাকে অভিনন্দন নিজের মেধা দিয়ে কাজ করে এগিয়ে যান সেই কামনা করি। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া

 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে level-3 অর্জন করেছেন, আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

level3 সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন প্রতিটি বিষয়ে। দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি একজন ভেরিফাইড মেম্বার আমি আমাদের সাথে হাতে হাত রেখে কাজ করুন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া যেন দ্রুত লেভেল গুলো শেষ করে ভেরিফাইড মেম্বার হতে পারি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57527.13
ETH 2375.07
USDT 1.00
SBD 2.42