লেভেল ২ হতে আমার অর্জন - By @rukaiyarupa ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

20220312_005642.jpg

আসসালামু ওয়ালাইকুম, সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটর বেপারে এবং এই প্লাটফর্ম
এর বেপারে জানতে হলে ক্লাস করা তার সাথে লেকচার শিট পড়া খুবই জরুরি।

আমি এই ক্লাসগুলো করে অ্যাকাউন্টের কী নিরাপত্তা এবং পাওয়ার আপ সম্বন্ধে জানতে পেরেছি। এছাড়াও জেনেছি ডেলিগেশন আর ওয়ালেট নিয়ন্ত্রন এর বেপারে। ক্লাস করে লেকচার শিট পড়ে আমি যা অর্জন করেছি তাই এই লিখত পরীক্ষার মাধ্যমে তুলে ধরলাম।

১. Posting key এর কাজ কি ?

উওরঃ Posting key দিয়ে বেশ কিছু কাজ হয়। যেমনঃ
~ পোস্ট করা ও কমেন্ট করা
~ পোস্ট কমেন্ট এডিট করা
~ কারো পোস্ট ভালো লাগলে রিস্টিম করা
~ আপভোট ও ডাউনভোট দেয়া
~ ফলো ও আনফলো করা
~ অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা

২.Active key এর কাজ কি ?
উওরঃ Active key এর কাজগুলো হলোঃ
~ পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
~ প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
~ ট্রান্সফারের কাজ
~ SBD Steem কনভার্সন
~ উইটনেস ভোট দেয়া

৩.Owner key এর কাজ কি?
উওরঃ Owner key এর কাজগুলো হলোঃ
~ একাউন্ট রিকভারের কাজ করা যায়
~ উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা যায়
~ ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়

৪.Memo key এর কাজ কি ?
উওরঃ Memo key এর কাজ দুইটি
~ এনক্রিপ্ট মেসেজ পাঠাতে
~ এনক্রিপ্ট মেসেজ দেখতে

৫.Master password এর কাজ কি ?
উওরঃ অ্যাকাউন্ট খোলার সময় আমরা যে কী জেনারেট করি সেটাই হলো Master password.
Master password এর উপর ভিত্তি করেই বাকি সব কী জেনারেট করা হয়েছে। তাই বলা যায় ও-ই সব কী এর কাজ Master password দিয়ে করা সম্ভব। আবার
অ্যাকাউন্ট রিকভার করার জন্যও Master password প্রয়োজন হয়। Master password সেনসিটিভ কী আবার অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়।
তাই Master password খুব যত্নে সংরক্ষণ করা উচিত।

৬.Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
উওরঃ
~ গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারি।
~ ডায়েরিতে বা প্রিন্ট আউট করে সুরক্ষিত জায়গায় রাখতে পারি।
~ ব্যক্তিগত পেনড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারি।
~ পাসওয়ার্ড সম্বলিত যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটা এনক্রিপ্ট করে পেনড্রাইভে রাখতে পারি।

৭.পাওয়ার আপ কেন জরুরী?
উওরঃ স্টিমকে পাওয়ার আপ করে স্টিম পাওয়ারে কনভার্ট করাই হলো পাওয়ার আপ। এই প্লাটফর্ম এ দীর্ঘমেয়াদি কাজ করতে চাইলে পাওয়ার আপ করা প্রয়োজন। তাই যারা এখানে খুব অল্প সময়ে উন্নতি করতে চায় তাদের জন্য পাওয়ার আপ করাটা জরুরি।
দুই পদ্ধতিতে পাওয়ার আপ করা যায়। প্রথমত হলো, মার্কেট থেকে স্টিম কিনে স্টিমকে পাওয়ার আপ করে।
দ্বিতীয় হচ্ছে, পোস্ট করে যা আয় হয় তার কিছু অংশ পাওয়ার আপ দেয়া। স্টিম পাওয়ার বেশি হলে ভোট দিয়ে কিউরেশন রিওয়ার্ড বেশি পাওয়া সম্ভব। আর ওলালেটের স্টিমকে পাওয়ার আপ দিয়ে স্টিম পাওয়ার করে রাখলে হারানোর ভয় থাকেনা।

৮.পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উওরঃ
~ ওয়ালেটে এক্টিভ কী দিয়ে লগ ইন করতে হবে
~ স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে সেখান থেকে পাওয়ার আপ অপশনটি নির্বাচন করতে হবে।
~ এইবার ইউজার নেইম এর জায়গায় নিজের নেইম দেখাবে আর এমাউন্ট এর জায়গায় কতো স্টিমকে পাওয়ার আপ করতে চাই তা লিখে দিয়ে পাওয়ার আপ
বাটন ক্লিক করলেই হয়ে যাবে পাওয়ার আপ এবং কতো টুকু স্টিমকে পাওয়ার আপ করলাম তা দেখা যাবে।

৯.সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
উওরঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০.মেমো ফিল্ড এর কাজ কি?
উওরঃ মেমো ফিল্ড এর কাজ হলো কোন মেসেজ এর মাধ্যমে কাউকে কোন গিফট পাঠানো বা ট্রান্সফার করা।
মেমো ফিল্ড খুবই গুরুত্বপূর্ণ কারন এটার মাধ্যমেই সংকেত ব্যবহার করে ট্রান্সফার করা হয়।

১১.ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?
উওরঃ ডেলিগেশন ক্যানসেল করার ৫ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২.ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?
উওরঃ যদি আগে @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করা হয়ে থাকে এবং পরে আবার ১০০ এস.পি ডেলিগেশন করতে চাই সেক্ষেত্রে আমাকে ৩০০ এস.পি লিখতে হবে। আগেরটা সহ ধরতে হবে।

সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

লেভেল 2 ক্লাস করে আপনি তো মনে হয় অনেক কিছু শিখতে পেরেছেন। প্রত্যেকটা প্রশ্ন অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সবার মাঝে উপস্থাপনা করলেন। এবিপি স্কুলের ক্লাস গুলো করলে আপনাদের এই অনেক কিছু বুঝতে এবং শিখতে সুবিধা হবে। আশা করব পরবর্তী ক্লাস গুলো আরো সুন্দর ভাবেন করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনি বেশ দ্রুত শিখছেন আর দ্রুত এগিয়ে যাচ্ছেন। লেভেল 2 থেকে যে ধারণা পেয়েছেন সেটা আবার আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগের এক্সাম এ আপনাকে স্বাগতম। আপনি শিয়াল পন্ডিতের পাঠশালার level-2 পরীক্ষা আমাদের মাঝে অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এই পোস্টটা আমার কাছে অনেক চমৎকার লেগেছে। আপনি স্টিমিট এর কি নিরাপত্তা নিয়ে অনেক সুন্দর ভাবে লিখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার উপস্থাপনা দেখেই বুঝা যাচ্ছে লেভেল 2 এর প্রত্যেকটি বিষয়ে বেশ ভালোভাবেই বুঝেছেন আপনি। এবং দেখছি লেভেল টু এর ট্যাগ ও পেয়ে গেছেন। এভাবেই এগিয়ে চলুন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

লেভেল 2 এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। যেটা আপনার স্টিমিট প্লাটফর্মে কাজ করতে সহায়তা করবে ।আশা করি পরবর্তী লেবেলগুলো ভালো ভাবে পার করতে পারবেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে অর্জিত জ্ঞান শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67333.93
ETH 3115.87
USDT 1.00
SBD 3.73