লেভেল ৪ হতে আমার অর্জন - By @rukaiyarupa ।। ১০% বেনিফিশিয়ারি @shy-fox এর জন্য এবং ৫%বেনিফিশিয়ারি @abb-school এর জন্য। ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG-20220330-WA0001.jpg

আসসালামু ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমরা অনেকেই কাজ করে যাচ্ছি। কিন্তু এই কমিউনিটিতে থাকার জন্য যেমন আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় ঠিক তেমনি এই প্লাটফর্ম এ কাজ করার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস এর বেপারে জানতে হয়।

আমাদের প্রফেসররা আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিস গুলো শিখিয়েছেন খুব যত্ন সহকারে। এবং লেকচার শিট পড়েও জানতে পেরেছি অনেক কিছু।

লেভেল ৪ এর লেকচার শিট পড়ে এবং ক্লাস করে আমি যা যা শিখেছি তাই আজ আমার লেভেল ৪ এর লিখিত পরীক্ষায় মাধ্যমে তুলে ধরবো।

১. p2p কি?

উওরঃ p2p হলো Person to Person transaction system । p2p এর মাধ্যমে একজন এর Steemit Wallet হতে অন্য একজন এর Steemit wallet এ steem/SBD/TRX transfer করতে পারে। কনটেস্ট এর গিফট পাঠানোর জন্য p2p মাধ্যম ব্যবহার করা হয়। অন্যথায় p2p ব্যবহার নিষিদ্ধ।

২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওরঃ P2P এর মাধ্যমে Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ SBD সেন্ড করেছি।

প্রথমে ওয়ালেটে active key এর মাধ্যমে login করতে হবে।

Screenshot_20220330-010757_Samsung Internet.jpg

তারপর SBD এর পাশে ড্রপডাউনে ক্লিক করলে ট্রান্সফার এর একটি অপশন আসবে। ট্রান্সফার এ ক্লিক করলে একটি ফর্ম আসবে। সেই ফর্ম এর তথ্যগুলো ঠিক মতো দিতে হবে।

Screenshot_20220330-012308_Samsung Internet.jpg

সবকিছু ঠিক থাকলে ওকে দিলেই হয়ে যাবে SBD ট্রান্সফার।
Screenshot_20220330-012329_Samsung Internet.jpg

Screenshot_20220330-193326_Samsung Internet.jpg

৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওরঃ P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ Steem সেন্ড করেছি।

ওয়ালেট এ login করে, steem এর পাশে ড্রপডাউনের ট্রান্সফার সিলেক্ট করতে হবে।

Screenshot_20220330-193849_Samsung Internet.jpg

তথ্যগুলো ঠিক মতো দিয়ে পাঠালেই হয়ে গেলো।
Screenshot_20220330-193942_Samsung Internet.jpg

Screenshot_20220330-193951_Samsung Internet.jpg

Screenshot_20220330-194201_Samsung Internet.jpg

৪. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওরঃ একই নিয়মে সব করতে হবে। শুধু TRX এর ট্রান্সফার অপশনে যাবার পর যে ফর্ম আসবে তার তথ্যগুলো দিয়ে সব ঠিক থাকলে ওকে দিলেই হয়ে যাবে।

Screenshot_20220330-012609_Samsung Internet.jpg

Screenshot_20220330-012623_Samsung Internet.jpg

৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওরঃ ওয়ালেটে যাবার পর currency market সিলেক্ট করতে হবে।

Screenshot_20220330-013738_Samsung Internet.jpg

Price এবং amount বসিয়ে দিয়ে buy steem এ ক্লিক করতে হবে।

Screenshot_20220330-013850_Samsung Internet.jpg

সব ঠিক থাকলে ওকে দিলেই হয়ে যাবে।

Screenshot_20220330-014241_Samsung Internet.jpg

৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উওরঃ Poloniex Account Create করার জন্য Poloniex site এ যেয়ে sign up এ ক্লিক করতে হবে। তারপর gmail আর শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে।

Screenshot_20220330-014401_Samsung Internet.jpg

Screenshot_20220330-014410_Samsung Internet.jpg

Screenshot_20220330-014655_Samsung Internet.jpg

Screenshot_20220330-014709_Samsung Internet.jpg

৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উওরঃ

Screenshot_20220330-024555_Samsung Internet.jpg

Screenshot_20220330-193326_Samsung Internet.jpg

৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উওরঃ আমার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করেছি

Poloniex site থেকে tron address টা নিতে হবে।

Screenshot_20220330-161928_Samsung Internet.jpg

TRX এর ট্রান্সফারে যেতে হবে

Screenshot_20220330-161744_Samsung Internet.jpg

সব তথ্যগুলো ঠিক মতো দিতে হবে। এইখানে memo লাগে না।

Screenshot_20220330-161919_Samsung Internet.jpg

সব ঠিক থাকলে ওকে দিলেই হয়ে যাবে।

Screenshot_20220330-161954_Samsung Internet.jpg

৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উওরঃ Poloniex Exchange site এ আমার Steemit Account হতে পাঠানো steem কে USDT তে Exchange করেছি।

Screenshot_20220330-162529_Samsung Internet.jpg

Screenshot_20220330-162547_Samsung Internet.jpg

Screenshot_20220330-162817_Samsung Internet.jpg

Screenshot_20220330-162857_Samsung Internet.jpg

Screenshot_20220330-195851_Samsung Internet.jpg

TRX কে USDT তে Exchange করেছি এবং এটার স্ক্রিনশট-

Screenshot_20220330-164056_Samsung Internet.jpg

Screenshot_20220330-164108_Samsung Internet.jpg

Screenshot_20220330-164148_Samsung Internet.jpg

@nusuranur

আমার পোস্টেটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ৪ এর প্রতিটি বিষয় পরীক্ষা দিয়েছেন। বিশেষ করে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে স্ক্রিনশট দিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago (edited)

আমার বাংলা ব্লগের লেভেল ৪ পরীক্ষাটি আপনি অনেক সুন্দর ভাবে দিয়েছেন আপু। লেবেল ৪ পরীক্ষা টা আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনার উপস্থাপন করা প্রত্যেকটা টপিক অনেক স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি প্রশ্নের উত্তর গুলো সঠিক ভাবে দেওয়ার। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

লেবেল ৪ এ খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়। আপনি এই লেভেল ৪ এর পরীক্ষা খুবই সুন্দরভাবে দিয়েছেন এবং আমাদের মাঝে সেগুলো উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া

লেভেল 4 এর প্রতিটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই প্লাটফর্মে কাজ করার জন্য এই বিষয়গুলো সব সময় কাজে লাগে। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। শুভেচ্ছা রইল যেন খুব তাড়াতাড়ি একজন ভেরিফাইড মেম্বার এ পরিণত হন।

 3 years ago 

দোয়া করবেন ভাইয়া যেন দ্রুত ভেরিফাইড মেম্বার হতে পারি।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু প্রথমেই অভিনন্দন জানায় আপনি অনেক পরিশ্রম করে লেভেল ৪ অতিক্রম করেছেন আশা করছি নিজের মেধা দিয়ে এগিয়ে যাবেন এবং ভালো কিছু ব্লগ উপহার দিবেন ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া।
অবশ্যই ভাইয়া চেষ্টা করবো ভালো ব্লগ তৈরি করার।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবেই বিষয় গুলো বুঝতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো। তবে p2p আমার বাংলা ব্লগ এ নিষিদ্ধ। আপনি কাওকে পাঠালে তা মেমোতে উল্লেখ করে দিতে হবে কি জন্য পাঠিয়েছেন। তা না হলে এটিকে ভালো চোখে দেখা হয়না।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

আপনি খুব চমৎকারভাবে লেভেল 4 এর সব জিনিস উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো আপনার উপস্থাপন দেখে। দেখে বোঝা যাচ্ছে আপনি ব্যাপার গুলো সঠিক ভাবে বুঝা যাচ্ছে না আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

লেবেল-৪ এ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখনো হয় আপু, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সারা জীবন আমাদের কাজে লাগবে, মানে যতদিন আমরা ব্লকচেইন এ কাজ করবো, আপনার পোস্ট দেখে মনে হইতেছে আপনি অনেক সুন্দর করে বিষয়গুলো বুঝেছেন শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

লেভেল-৪ এ যে বিষয় গুলো শিখানো হয় সেগুলো আসলেই খুব গুরুত্বপূর্ণ। এই প্লাটফর্ম এ কাজ করার জন্য এই বিষয় গুলো জানা খুবই জরুরী।
ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি লেবেল 4 এর পরীক্ষা অনেক সুন্দর ভাবে দিয়েছেন । লেবেল 4 এর বিষয় গুলো খুব গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলো আমাদের জেনে থাকা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

@rukaiyarupa

আশা করছি আপনি শীঘ্রই আমাদের ভেরিফাইড মেম্বার হতে যাচ্ছেন।সকল নিয়ম-কানুন মেনে চলবেন আর আপনাকে লেভেল-৪ ট্যাগ দেওয়া হচ্ছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে। অবশ্যই কমিউনিটির সকল
নিয়ম-কানুন মেনে চলবো আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66