হ্যাল্লো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ১৪ই বৈশাখ / ১৪২৯ বঙ্গাব্দ
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আমাদের শ্রদ্ধেয় ছোট দাদার কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে যাচ্ছি।
প্রথমে আমি ছোট দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তিনি আমাদের মাঝে আবারও অনেক সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন, ব্যর্থ প্রেম কবিতাটি আমি যখনই শুনি তখনই যেনো নিজের মাটির মানুষ করে গরে তুলতে ইচ্ছে করে, না থাকবে কোন অহংকার না থাকতে কোন অভিমান শুধু থাকবে সারা পৃথিবীর জন্য ভালোবাসা, সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া ইচ্ছে জাগে, আমি আবারও শ্রদ্ধেয়
@blacks দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর একটি কবিতা আবৃত্তির আয়োজন করার জন্য, তো চলুন বন্ধুরা আমার কবিতা আবৃত্তি শুনে নেওয়া যাক।
ব্যর্থ প্রেম – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়
আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি
দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত
ছড়িয়ে যায়
আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক
অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে
হেঁটে যাই
সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না
আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই
রিক্সাওয়ালাকে দিই সিগারেট
অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে
খসে পড়ে
আমার দু‘হাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ
ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে
মনে হয় খুব আপন
আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা
প্যান্ট শার্ট পরে
আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে
আমি নিজেই আদর করি
খুব গোপনে
আমি একজন পরিচ্ছন্ন মানুষ
আমার সর্বাঙ্গে কোথাও
একটুও ময়লা নেই
অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার
মাথার পেছনে
আর কেউ দেখুক বা না দেখুক
আমি ঠিক টের পাই
অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য
আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও
আঘাত না লাগে
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

কবিতাটি পরে বা শুনে আমি যেটা বুঝেছি সেটি হলো ব্যর্থ মানুষদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, বর্তমান সময়ে এই কবিতাটি আমাদের মাঝে অনেক ভালো একটি প্রভাব ফেলবে, কারণ বর্তমান সময়ে অনেক ব্যর্থ মানুষ নিজেকে গুছিয়ে নিতে না পেরে সর্বশেষ জীবন এর উপর থেকে মায়া ত্যাগ করতেছেন আর কবি এই কবিতার মাধ্যমে নিজেকে ভালোবাসার দিকে অনেক গুরুত্ব দিয়েছেন।
প্রথমত কবি ব্যর্থতার কথা বলেছেন ব্যার্থতা থেকেও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে কবি এটি অহংকার কথা দিয়ে বুঝিয়েছেন, এবং হাজারো দুঃখ কষ্ট নিয়ে কিছুটা সময় একাকিত্ব হতে চেয়েছেন, আর সার্থক মানুষের চাহিদা এতোটাই মানুষকে তিত্ব করে তুলে যে কবির মতোই আমরাও তাদের সহ্য করতে পারি না, আসলে সার্থক মানুষের চাহিদা কখনো পূর্ণ করা সম্ভব না তাই কবি সার্থক মানুষের কাছ থেকে দূরে থাকার কথা বুঝিয়েছেন।
কবি এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছেন যদি কেউ তোমায় ছেড়ে দেয় তাহলে তুমি তার বিপরীত করো, তুমি সবাইকে আপন করতে শিখো, তাই কবি পশুপাখি থেকে নিয়ে সারা পৃথিবীকে আপন করতে শিখিয়েছেন, এখানে কবি নিজেকে ভালোবাসার কথা বলেছেন, কারণ যে নিজেকে ভালো বাসতে জানেনা সে অন্যকে কিভাবে ভালো বাসতে পারে, আমাদের সবারই উচিত আগে নিজেকে যথেষ্ট পরিমান ভালোবাসতে শিখা, সর্বপরি আমাদের মাটির মানুষ হতে হবে, সেখানে না থাকবে অহংকার না থাকবে অভিমান, শেষ পর্যায় কবি তার মুচকি হাসির মাধ্যমে তেনার সব দুঃখ কষ্ট রাগ অভিমান গোপন করে রাখলেন, কাউকে বুঝতেই দিলেন না তেনার দুঃখ কষ্ট, সেই মুহূর্তেও তিনি বুঝাতে চাইলেন তিনি কাউকে কষ্ট দিতে চান না কারণ তেনার দ্বারায় কাউকে কষ্ট দেওয়া সম্ভব না, কারণ তিনি কবিতার মাঝখানে সারা পৃথিবীকে আপন করে নিয়েছেন।
আমি বুঝতে পারতেছিনা আপনাদের কতোটুকু বুঝাতে পারছি তবে আমার ছোট্ট মস্তিষ্কে এতোটুকুই বুঝতে পেরেছি, আমি যানি হয়তো পরিপূর্ণ ভাবে কবিতাটির ভিতরে প্রবেশ করতে পারিনি, তারপরেও যতটুকু বলেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

💞-খোদা হাফেজ-💞


আমি রুবাইয়াত হাসান হৃদয়, আমি বাংলাদেশে বসবাস করি, আমি একজন ছাত্র এর পাশাপাশি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মিত একজন সদস্য, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত, কারণ আমি এখনে আমার জ্ঞান এবং সৃজনশীলতা প্রকাশ করতে পারি, আমি ট্রাভেল, ফটোগ্রাফি, অঙ্কণ, রেসিপি এবং DIY পোস্ট করতে অনেক ভালোবাসি, এবং এটা মন দিয়ে মানি মানুষ মানুষের জন্য।





Best Regards:-
@rubayat02
বাহ আপনি বেশ চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে অনেক ভালো লেগেছে সত্যি আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপনার কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। সব মিলিয়ে আমার কাছে খুবই ভাল লেগেছে। এত সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনি বেশ চমৎকার ভাবে কবিতাটি আবৃত্তি করেছেন, আপনার মায়া কন্ঠে কবিতাটিও বেশ মানিয়েছে। আশা করব এরকম কবিতা আবৃত্তি করবেন ভালো লেগেছে আপনার আবৃতি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যর্থ প্রেম কবিতাটি আপনি অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি করেছেন ভাইয়া। আপনার আবৃত্তি শুনে খুবই ভালো লাগলো। শ্রদ্ধেয় ছোট দাদার কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে এবং তার সুন্দর বর্ণনা উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে উৎসাহ করার জন্য, আপনার জন্য শুভকামনা রইলো।
ডিজিটাল আর্টিস্ট ভাই দেখি কবিতায় অংশগ্রহণ করেছেন। যাই হোক ভাল লাগল, ভালো লাগলো অংশগ্রহণ করা দেখে এবং কন্ঠে কবিতাটি শুনে।
বাহ আপনার আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে আবৃত্তি করেছেন তার পাশাপাশি গলার সুর অনেক সুন্দর ভাবে মিলিয়েছেন।
এত সুন্দর আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
রুবায়েত ভাই খুবিই ভালো ছিল আবৃত্তি, দেখা যাক ফলাফল কি হয়।আপনার কন্ঠে বেশ ভালোই লাগল ধন্যবাদ ভাই কষ্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল
এর আগেরবার মনে হয় আপনি তৃতীয় হয়েছিলেন।খুব চমৎকার আপনার আবৃত্তি।বেশ ভালো লেগেছে আমার কাছে।তবে আপনার উচ্চারণে একটু সমস্যা আছে।যাইহোক বেস্ট উইশ রইলো আপনার জন্য।🖤
আপনার কন্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত লেখা ব্যর্থ প্রেম কবিতাটির আবৃত্তি শুনতে খুবই ভালো লাগছে। আপনি চমৎকারভাবে কবিতাটির আবৃত্তি করেছেন, যা শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কবিতাটি আবৃতি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল শুভকামনা।
কণ্ঠ টা বেশ মায়া ভরা ছিল ভাই। বেশ ভালো লাগলো আবৃত্তি। মনের মত করে মুলভাবটা লিখেছেন। সব কিছু মিলিয়ে সুন্দর একটা উপস্থাপন ছিল।